1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

ইইউ-লবিয়িস্ট সম্পর্ক

১ ফেব্রুয়ারি ২০১৯

ইউরোপীয় ইউনিয়নে আইন প্রণয়ন প্রক্রিয়ায় লবিয়িস্টদের ভূমিকা আইনগতভাবে স্বীকৃত ও গুরুত্বপূর্ণ৷ তাই তাঁদের সঙ্গে ইইউ'র ব়্যাপোর্টারদের (যাঁরা সংসদে প্রস্তাব আনেন) বৈঠকের তথ্য প্রকাশের পক্ষে ভোট দিয়েছেন ইইউ সাংসদরা৷

ছবি: picture-alliance/D. Kalker

বৃহস্পতিবার গোপন ব্যালটে অনুষ্ঠিত ঐ ভোটে প্রস্তাবটি ৩৮০-২২৪ ভোটে পাস হয়৷

উল্লেখ্য, ব়্যাপোর্টার হচ্ছেন সেইসব ইউরোপীয় সাংসদ (এমইপি), যাঁরা সংসদের বিভিন্ন কমিটিতে গৃহীত প্রস্তাবের খসড়া সংসদে পাসের লক্ষ্যে উত্থাপন করে থাকেন৷ ফলে ব়্যাপোর্টাররা কোনো বিষয় সংসদে কীভাবে উপস্থাপন করছেন, তা ঐ প্রস্তাব পাসের ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে৷ এ কারণে লবিয়িস্টদের কাছে ব়্যাপোর্টারদের গুরুত্ব অনেক৷

ইইউতে লবিয়িং বা তদবিরের বিষয়টি আইনগতভাবে বৈধ৷ তবে লবিয়িস্টদের নিবন্ধিত হতে হয়৷ ইইউতে বর্তমানে ১১ হাজারেরও বেশি নিবন্ধিত লবিয়িস্ট প্রতিষ্ঠান আছে৷ এদের বেশিরভাগই কর্পোরেট লবিয়িস্ট৷ আরো আছে এ, কনসালটেন্ট প্রতিষ্ঠান, থিংক ট্যাংক ও শ্রমিক ইউনিয়নদের হয়ে কাজ করা লবিয়িস্ট৷ লবিয়িস্টরা পরিবেশ, গবেষণা ও প্রযুক্তি, অভ্যন্তরীণ বাজার, জ্বালানি, ব্যবসা-বাণিজ্য ইত্যাদি বিষয়ে কাজ করে থাকে৷

ইইউ বলছে, মোট লবিয়িস্টদের পাঁচটির মধ্যে একটির সদরদপ্তর ইইউ রাজধানী ব্রাসেলসে অবস্থিত৷

বৃহস্পতিবার ইইউ সংসদে পাস হওয়া প্রস্তাবের কারণে এখন থেকে ব়্যাপোর্টার, ছায়া ব়্যাপোর্টার ও সংসদীয় কমিটির নেতাদের তাঁদের সঙ্গে লবিয়িস্টদের প্রতিটি বৈঠকের খবর অনলাইনে প্রকাশ করতে হবে৷ বিভিন্ন আইনের খসড়া প্রণয়নে এই ব্যক্তিরা গুরুত্বপূর্ণ হওয়ায় তাঁদের ক্ষেত্রে এমন সিদ্ধান্ত নেয়া হয়েছে৷ আর বাকি সাংসদদের ক্ষেত্রে বৈঠকের খবর প্রকাশের বিষয়টি ঐচ্ছিক রাখা হয়েছে৷

এই প্রস্তাব পাসের ক্ষেত্রে অন্যতম গুরুত্বপূর্ণ ব্যক্তি ছিলেন গ্রিন পার্টির এমইপি সায়ান গিগোল্ড৷ এ কারণে লবিয়িংয়ের বিষয়ে আরো স্বচ্ছতা আসবে বলে মনে করছেন তিনি৷

জন শেল্টন/জেডএইচ

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ