1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

সন্ত্রাসী গ্রেপ্তারে খুশি সিরীয়রা

১২ অক্টোবর ২০১৬

জাবের আল-বকরের গ্রেপ্তার সম্ভব হয়েছে তিনজন সিরীয়র উদ্যোগে৷ জার্মানিতে অবস্থানকারী সিরীয়দের চোখে এই তিনজন আজ হিরো৷ সন্ত্রাসীর খোঁজে সিরীয়দের অনলাইন কমিউনিটিও অবদান রেখেছে৷

Deutschland Leipzig Wohnhaus von Jihad Darwech
ছবি: Reuters/O. Ellrodt
ছবি: Reuters/O. Ellrodt

পুলিশ আল-বকরের দু'টি ছবিসহ ফেসবুকে যে পোস্ট দিয়েছিল, তা বহু ফেসবুক গ্রুপে শেয়ার করা হয়৷ ‘‘জুইরিশে গেমাইন্ডে ইন ডয়েচল্যান্ড'' বা ‘জার্মানির সিরীয় সম্প্রদায়' তাদের মধ্যে একটি৷ এই ফেসবুক পেজের অনুসরনকারী এক লক্ষ পঁচানব্বই হাজার৷

ছবি: Facebook/syrien.deutschland1

অপরদিকে ‘‘জার্মান লাইফস্টাইল জিএলএস'' নামের ফেসবুক গোষ্ঠীর নব্বই হাজার সদস্য জার্মানিতে সিরীয় উদ্বাস্তুদের সাহায্য করে থাকেন৷ জিএলএসও পুলিশের পোস্টটি শেয়ার করে বলেছে, ‘‘সিরীয় হিসেবে আমাদের সেই সব ব্যক্তির বিরুদ্ধে লড়তে হবে, যারা তাদের সাহায্যকারীদের অমঙ্গল করতে চায়৷''

ছবি: Facebook/glsgermanlifestyle

এই ধরনের একটি ফেসবুক পোস্ট পড়ে ‘মোহাম্মেদ' জানতে পারেন যে, তিনি ও তাঁর দুই বন্ধু যে সিরীয়টিকে রাত্রে তাদের বাসায় থাকতে দিয়েছেন, সে একজন ফেরারি, তার নাম আল-বকর এবং পুলিশ তাকে খুঁজছে৷ তিনজনে মিলে আল-বকরকে বেঁধে ফেলেন ও পুলিশকে খবর দেন৷ আল-বকরের গ্রেপ্তারের খবরে ‘জার্মানির সিরীয় সম্প্রদায়' তাদের ফেসবুক পোস্টে লেখে, ‘‘একজন সিরীয় মাথা ঠাণ্ডা রেখে সন্ত্রাসী জাবের আল-বকরকে ধরে ফেলেছেন... আসুন আমরা সিরীয়দের স্বাগত জানাই৷''

ছবি: facebook.com/Syrien.Deutschland1

জার্মানিতে বসবাসকারী সিরীয়রা সোশ্যাল নেটওয়ার্কে যেমন তাদের হর্ষ প্রকাশ করছেন, তেমনই তারা আল-বকরের মতো ব্যক্তিদের উপর ক্ষিপ্ত, যারা তাদের আশ্রয় সন্ধানী দেশবাসীদের ‘নাম খারাপ' করছে৷ অবশ্য কেমনিৎস-লাইপজিগের ঘটনার অনেক আগে থেকেই জার্মানিতে রাজনৈতিক আশ্রয়প্রার্থীদের নিরাপত্তাগত পটভূমি আরো ভালোভাবে খুঁটিয়ে দেখা নিয়ে ভাবনাচিন্তা শুরু হয়েছে৷

২০১৫ সালে যখন উদ্বাস্তুরা বিপুল সংখ্যায় জার্মানিতে আসতে শুরু করেন, তখন জার্মান কর্মকর্তারা প্রায় নিরুপায় হয়েই সিরীয়, ইরাকি ও ইরিত্রিয়ান উদ্বাস্তুদের মৌখিক জিজ্ঞাসাবাদ বাদ দিয়ে তাদের জন্য শুধু একটি রেজিস্ট্রেশন ফর্ম চালু করেন৷ তার একটি ফল হয় এই যে, বহু মরোক্কান ও উত্তর আফ্রিকার অন্যান্য দেশ থেকে আগত উদ্বাস্তু সিরীয় হিসেবে নাম লেখাতে শুরু করেন৷ ফলে মৌখিক জিজ্ঞাসাবাদ আবার চালু করতে হয়৷ জাবের আল-বকর সিরীয় হিসেবে রাজনৈতিক আশ্রয়প্রার্থীর স্বীকৃতি পান ২০১৫ সালে৷

প্রতিবেদন: জাব্রিনা পাব্স্ট/এসি

সম্পাদনা: আশীষ চক্রবর্ত্তী

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ