1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

লাইপসিশ বিশ্ববিদ্যালয়

১০ আগস্ট ২০১০

পঞ্চদশ শতাব্দীর শুরুতে প্রতিষ্ঠিত হয় লাইপসিশ বিশ্ববিদ্যালয়৷ সে সময় মাত্র চারটি অনুষদ নিয়ে শুরু হয়েছিল বিশ্ববিদ্যালয়ের শুভযাত্রা৷ তবে এরপর পাঁচশ বছরে বিশ্ববিদ্যালয়ে এসেছে অনেক পরিবর্তন৷

পাঁচশ বছরে বিশ্ববিদ্যালয়ে এসেছে অনেক পরিবর্তনছবি: picture-alliance/ ZB

বর্তমানে এই বিশ্ববিদ্যালয়ে রয়েছে ১৪টি অনুষদ এবং এই অনুষদগুলোর অধীনে প্রায় ১৯০টি বিভিন্ন বিষয় নিয়ে পড়াশোনা করা যায়৷ শুধু গ্রাজুয়েশন বা মাস্টার্স নয়, বেশ কিছু বিষয়ে পিএইচডি করার সুযোগ দিচ্ছে লাইপসিশ বিশ্ববিদ্যালয়৷ এই বিশ্ববিদ্যালয়ে প্রায় ২৫ হাজার ছাত্র-ছাত্রী৷ বলা প্রয়োজন, স্যাক্সনি রাজ্যে লাইপসিশ ইউনিভার্সিটি হচ্ছে দ্বিতীয় বৃহত্তম বিশ্ববিদ্যালয়৷

জার্মান এবং ইংরেজি – এই দুটি ভাষাতেই পড়াশোনার সুযোগ রয়েছে লাইপসিশ বিশ্ববিদ্যালয়ে৷ তবে ভর্তির আগে আরো নির্দিষ্ট করে জেনে নেওয়া প্রয়োজন৷ ভারত এবং বাংলাদেশ থেকে যারা লাইপসিশ বিশ্ববিদ্যালয়ে উচ্চশিক্ষার জন্য আসতে চান, তাদের জন্য বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগ এবং অনুষদের বেশ কিছু শর্ত পূরণ করা আবশ্যক৷

বিশ্ববিদ্যালয়টির গ্রন্থাগারছবি: picture-alliance/ ZB

বাংলাদেশের ছাত্র নূর আলম

বাংলাদেশের খুলনা বিশ্ববিদ্যালয়ে ব্যবসা প্রশাসন বিভাগের সহযোগী অধ্যাপক নূর আলম৷ তিনি লাইপসিশ বিশ্ববিদ্যালয়ে ‘ব্যবসায়িক উদ্যোগ'এর ওপর পিএইচডি করতে এসেছেন৷ তিনি বৃত্তি পেয়েছেন জার্মান বৃত্তি প্রদানকারী সংস্থা ডিএএডি থেকে৷ বিশ্ববিদ্যালয়ে কার সঙ্গে, কবে, কীভাবে যোগাযোগ শুরু করেছিলেন ?

নূর আলম জানান, ‘‘আমি জার্মানির খবর পেয়েছি আমার সহকর্মীদের আছে – বিশেষ করে যারা জার্মানিতে পড়াশোনা করেছে৷ তারা জানিয়েছে, জার্মানির পড়াশোনার মান অত্যন্ত ভাল এবং সেখানে বৃত্তি নিয়ে পড়াশোনা করা যায়৷ বাংলাদেশের ছাত্র-ছাত্রীদের বৃত্তি নিয়ে পড়াশোনার সুযোগ জার্মানিতে রয়েছে৷''

বিশ্ববিদ্যালয়ের ক্লাস ঘরছবি: Universität Leipzig, Fotograf: Armin Kühne

নূর আলমের কোর্সটি সাড়ে তিন বছরের তবে তা চার বছর পর্যন্ত গড়াতে পারে৷ অর্থাৎ পুরো সময়টিই তিনি ব্যস্ত থাকবেন গবেষণা নিয়ে৷ পুরো পরিবার নিয়েই তিনি জার্মানিতে থাকবেন৷ তাঁর পরিবার এখনো বাংলাদেশ থেকে আসেনি৷ পরিবারের সম্পূর্ণ খরচ বহন করবে ডিএএডি৷ নূর আলম বললেন, ‘‘আমরা পরিবার আমার সঙ্গে যোগ দেবে৷ তবে তা হবে আমার ভাষা শিক্ষার কোর্সটি শেষ হওয়ার পর৷ যখন আমি বিশ্ববিদ্যালয়ে গবেষণা শুরু করবো, তখন তাঁরা আসবে৷ আমর পরিবারের পুরো খরচ বহন করবে ডিএএডি৷ আমার স্ত্রী এবং বাচ্চার থাকার যে খরচ তার পুরোটাই দিচ্ছে ডিএএডি৷ এটা আমার বৃত্তির সঙ্গে সম্পৃক্ত৷''

দেশে থাকতেই প্রস্তুতি

বাংলাদেশে বসে কীভাবে নিজেকে প্রস্তুত করেছিলেন ? জার্মানিতে পছন্দমত বিশ্ববিদ্যালয় খুঁজে পাওয়া, কাগজ-পত্র পাঠানো, অধ্যাপকের সঙ্গে যোগাযোগ করা – শুরু হয়েছিল কীভাবে ? তিনি জানান, ‘‘আমি চাইছিলাম অত্যন্ত উচ্চমানের একটি গবেষণা করতে৷ যেটার সুযোগ বাংলাদেশে কিছুটা কম৷ সেই প্রেক্ষাপটে জার্মানি খুবই ভাল জায়গা৷ বিশেষ করে যে কোন বিষয় নিয়ে গবেষণা করার জন্য৷ সেই দিকগুলো জেনে আমি অনেক আগে থেকেই প্রস্তুতি নিচ্ছিলাম৷ আমার বিভিন্ন বইয়ের পাবলিকেশন করাসহ জার্মানির বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের ওয়েব সাইটের মাধ্যমেও আমি প্রফেসরদের সঙ্গে যোগাযোগ করতে থাকি, পছন্দমত বিশ্ববিদ্যালয় খুঁজতে থাকি৷ মূলত পিএইচডি করার জন্য এসবই আমি নিয়মিত করতাম৷'

জার্মান চ্যান্সেলর ম্যার্কেলও ছিলেন এখানকার শিক্ষার্থীছবি: AP

জার্মানিতে পড়ার শর্ত, আগ্রহ

জার্মানিতে পিএইচডি করার অনেকগুলো শর্ত রয়েছে৷ তার সবটাই পূরণ করতে হয়৷ কী সেই শর্তগুলো ? নূর আলমের নিজেই জানালেন, ‘‘জার্মানিতে পিএইচডি করতে গেলে যে জিনিসটার প্রয়োজন তা হল – গবেষণার ক্ষেত্রে পাবলিকেশন্স৷ এটা খুবই জরুরি এবং আরেকটা জিনিস যা প্রয়োজনীয় তা হল উচ্চশিক্ষার জন্য আগ্রহ৷ এগুলো যদি একসঙ্গে উপস্থাপন করা যায় তাহলে বৃত্তি পাওয়া সহজ হবে৷''

ডিএএডি’র সাহায্যে বহু বিদেশী ছাত্র-ছাত্রী এখন এখানে পড়ার সুযোগ পাচ্ছেছবি: hiwar fanni_transart

ভারত-বাংলাদেশ থেকে যারা জার্মানিতে পড়াশোনা করতে চান তাদের উদ্দেশ্যে কিছু পরামর্শ দিলেন নূর আলম৷ ‘জার্মানিতে পড়াশোনার প্রচুর সুযোগ রয়েছে – যেটা আমাদের অনেকেই জানে না৷ অনেকেই হয়তো অন্য দেশে যাওয়ার জন্য আগ্রহ প্রকাশ করে থাকে কিন্তু আমি বলবো যে এখন জার্মানিতে প্রচুর সুযোগ আছে৷ আগ্রহী ব্যক্তিরা যদি নিজেদেরকে প্রস্তুত করতে পারে তাহলে সম্পূর্ণ বৃত্তি নিয়ে পরিবারসহ জার্মানিতে থাকা, পড়াশোনা এবং গবেষণার একটি সুযোগ তারা জার্মানিতে পাবে৷ ভাল জীবনযাপন করতে পারবে, ভাল পড়াশোনা করতে পারব - যা পরবর্তীকালে নিজের কাজের ক্ষেত্র এবং ক্যারিয়ারের জন্য খুবই গুরুত্বপূর্ণ৷'

প্রতিবেদন: মারিনা জোয়ারদার

সম্পাদনা: দেবারতি গুহ

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য
স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ