1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

লাইভ অনুষ্ঠানে নারীর বুকে হাত, থাপ্পড়

২৪ মে ২০১৭

রাস্তার পাশে দাঁড়িয়ে গুরুতর এক আলোচনায় মশগুল ছিলেন দুই সাংবাদিক৷ হঠাৎই তাদের মাঝে হাজির হন এক নারী৷ আর তাঁকে ঠেলে সরিয়ে দিতে গিয়েই বাঁধে বিপত্তি৷

Screenshot YouTube BBC
ছবি: YouTube/MP's Newswatch

বিবিসি সাংবাদিক বেন ব্রাউন গত সপ্তাহে ব্র্যাডফোর্ডে তাঁর প্রতিষ্ঠানের সহকারী রাজনৈতিক সম্পাদক নরমান স্মিথের সাক্ষাৎকার নিচ্ছিলেন৷ বিষয়: ২০১৭ সালের নির্বাচন৷ তাদের দু’জনের আলোচনার মাঝখানে হঠাৎ হাজির হন এক পথচারী নারী৷ তিনি আলোচকদের ‘থাম্বস আপ’ দেখিয়ে প্রশংসার সময় ব্রাউন তাঁকে ঠেলে সরিয়ে দেয়ার চেষ্টা করেন৷

ব্রাউন স্পষ্টতই সেই নারীর বুকে হাত দিয়ে তাকে ঠেলে সরিয়ে দেন৷ বিস্মিত নারী তখন ব্রাউনের হাতে এক থাপ্পড় দিয়ে সরে যান৷ ব্রাউন অবশ্য তারপরও আলোচনা চালিয়ে যান৷ বিবিসি সাংবাদিক ইচ্ছাকৃতভাবে সেই নারীর বুকে হাত দিয়েছিলেন কিনা তা নিয়ে সামাজিক যোগাযোগের মাধ্যমে খানিকটা আলোচনাও শুরু হয়৷ তবে এক টুইটার বার্তায় ব্রাউন জানিয়েছেন, সেটা পুরোপুরি অনিচ্ছাকৃত ছিল৷

উল্লেখ্য, কিছুদিন আগে বিবিসিতে এক উত্তর কোরিয়া বিশেষজ্ঞের সাক্ষাৎকার প্রচারকালে সেখানে হাজির হয় দুই শিশু৷ সেই ভিডিওটি তখন ভাইরাল হয়ে গিয়েছিল৷

এআই/এসিবি

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য
স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ