1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

আসেম সম্মেলন

রুথ ক্রাউজে/এসি৫ নভেম্বর ২০১২

৫ই এবং ৬ই নভেম্বর লাওসের ভিয়েনতিয়েনে অনুষ্ঠিত হচ্ছে এশিয়া-ইউরোপ মিটিং বা আসেম৷ ইউরোপীয় ইউনিয়নের ২৭টি দেশ এবং তাদের এশীয় সহযোগীদের মধ্যে এই আলোচনা৷ বিষয়বস্তু অনেক৷

ছবি: dapd

আলোচনা করার মতো বিষয়ের তো কোনো অভাব নেই: অর্থনৈতিক সহযোগিতা, সন্ত্রাস এবং গণবিধ্বংসী মারণাস্ত্রের বিরুদ্ধে সংগ্রাম, জ্বালানি ও খাদ্য নিরাপত্তা৷ বৈঠকের মূলমন্ত্র হল ‘‘শান্তির জন্য মিত্র, সমৃদ্ধির জন্য সহযোগী''৷ কিন্তু সব মিলিয়ে শেষমেষ ইউরো সংকটই যে প্রাধান্য পাবে, সে বিষয়ে কারো সন্দেহ নেই৷

এশিয়ার সঙ্গে অর্থনৈতিক সহযোগিতা ইউরোপীয় ইউনিয়নের পক্ষে বিশেষভাবে গুরুত্বপূর্ণ৷ এ বছরের প্রথম ছয় মাসে ইইউ দেশগুলি তাদের পণ্যের ৩১ শতাংশ আসেম সহযোগী দেশগুলিতে রপ্তানি করেছে৷ আমদানি ছিল আরো বেশি, ৪৩ শতাংশ৷ কিন্তু ইউরো সংকটের ছায়া পড়েছে গোটা সম্পর্কটির উপরে৷

বিশেষ করে এশীয় সহযোগীরা চিন্তিত৷ তাদের দুশ্চিন্তা হলো, ইউরো সংকটের ছোঁয়াচ এশিয়াতেও এসে লাগতে পারে৷ বর্তমানে অবশ্য প্রবৃদ্ধি ভালোই, কিন্তু চিন্তা তো থেকেই যায়৷ ইউরোপীয় সহযোগীদের প্রতি এশীয় নেতাদের প্রশ্ন: তোমরা কবে তোমাদের ঘর সামলাবে?

আসল কথা হল, ইউরোপ আর এশিয়ার জন্য ‘টপ প্রায়োরিটি' বা সর্বোচ্চ অগ্রাধিকার নয়৷ এশিয়ার চোখ এখন যুক্তরাষ্ট্রে দিকে, কিংবা তারা নিজেদের নিয়েই ব্যস্ত৷ দুর্দান্ত প্রবৃদ্ধির কল্যাণে এশিয়া এখন প্রায় স্বতন্ত্র, স্বনির্ভর বললেই চলে৷ কাজেই ইউরোপকেই এখন উদ্যোগী হতে হবে৷

লাওসে জর্মান পররাষ্ট্রমন্ত্রী গিডো ভেস্টারভেলেছবি: picture-alliance/dpa

জার্মান পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মার্টিন শেফার ডয়চে ভেলেকে বলেন, আসেম বৈঠকে ইউরোপ তার এশীয় সহযোগীদের বোঝানোর চেষ্টা করবে, ঋণ সংকটের মোকাবিলা করার জন্য কি কি ব্যবস্থা নেওয়া হয়েছে৷ এশীয় সহযোগীদের আস্থা ফিরিয়ে আনাই হল মূল কাজ, বলে শেফার মন্তব্য করেন৷

অপরদিকে, জার্মানি সম্পর্কে ইউরোপের এশীয় সহযোগীরা অত্যন্ত উচ্চ ধারণা পোষণ করে৷ কাজেই ইউরোপ-এশিয়া সম্পর্কে জার্মানির একটি গুরুত্বপূর্ণ ভূমিকা থাকছে৷ অর্থনৈতিক ক্ষেত্রে এ কথা ইতিমধ্যেই সত্য৷ বাণিজ্যিক বিচারে এশিয়ার সঙ্গে জার্মানির চেয়ে বেশি ব্যবসা ইউরোপের আর কোনো দেশ করে না৷ ২০১২ সালের প্রথমার্ধে এশিয়ার সহযোগী দেশগুলি থেকে ইইউ-এর মোট আমদানির ২০ শতাংশ, এবং এশিয়া অভিমুখে ইইউ-এর মোট রপ্তানির ৩৫ শতাংশ ছিল জার্মানির কল্যাণে৷

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ