জনসমুদ্রে আওয়াজ উঠেছে জামায়াত-শিবিরকে নিষিদ্ধ করারও৷ আর আহ্বান জানানো হয়েছে জামায়াত-শিবিরকে প্রতিরোধ-বর্জনের জন্য৷ তরুণ প্রজন্মের চেতনা থেকে উঠে আসা এই গণ জাগরণ যেন আরেক একাত্তর৷ আরেক মুক্তিযুদ্ধ৷
বিজ্ঞাপন
বিকেল ৩টায় ছিল মহাসমাবেশ৷ কিন্তু সকাল থেকেই সব শ্রেণি, পেশা আর বয়সের মানুষ আসতে থাকেন শাহবাগে৷ ৩টার মধ্যেই শাগবাগ জনমুদ্রে পরিণত হয়৷ চার দিকের সড়ক বিস্তৃত হয় বহুদূর র্পযন্ত৷ রূপসী বাংলা হোটেল, ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন, টিএসসি এবং এলিফেন্ট রোড পর্যন্ত লোকে লোকারণ্য হয়৷
‘প্রজন্ম চত্বরে’ জনসমুদ্র
কাদের মোল্লার যাবজ্জীবন কারাদণ্ডের রায়ের বিরুদ্ধে গর্জে উঠেছে বাংলাদেশের অসংখ্য মানুষ৷ তার ফাঁসির দাবিতে ঢাকার শাহবাগে ব্লগারদের সমবাশ সব মানুষের সমাবেশে পরিণত হয়েছে৷
ছবি: STR/AFP/Getty Images
তরুণ প্রজন্মের প্রতিবাদ
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ছাত্রী লাকি আক্তার শাহবাগে কাদের মোল্লার ফাঁসির দাবিতে অত্যন্ত সোচ্চার৷ অন্যান্যদের সঙ্গে নিয়ে প্রজন্ম চত্বর মাতিয়ে রেখেছেন তিনি৷ আন্দোলন শুরুর পর থেকেই লাকি অবস্থান করছেন সেখানে৷
ছবি: Reuters
মানুষের ক্ষোভের প্রতীক
সবার কণ্ঠেই একই সুর৷ তাঁরা আদালতের রায় মেনে নিতে পারছেন না৷ নানা শ্রেণি, পেশা আর বয়সের মানুষ শাহবাগে একাত্ম হচ্ছেন৷ তাঁদের দাবি সব যুদ্ধাপরাধীর ফাঁসি৷
ছবি: Getty Images
ব্লগারদের উদ্যোগ
শাহবাগ চত্বরে প্রতিবাদ সমাবেশের ডাক দেয় বাংলাদেশের ব্লগার অ্যান্ড অনলাইন অ্যাক্টিভিস্ট নেটওয়ার্ক৷ সাড়া দেখে তাঁরা নিজেরাই অভিভূত, অনুপ্রাণিত৷
ছবি: picture alliance/ZUMA Press
নিরলস প্রতিবাদ
সবার মুখে একটিই কথা – কাদের মোল্লার ফাঁসি ছাড়া ঘরে ফিরবেন না, মাঠে থাকবেন যতদিন প্রয়োজন ততদিন৷ রাতের অন্ধকারেও তাদের কণ্ঠ উজ্জ্বল রয়েছে৷
ছবি: STR/AFP/Getty Images
শাহবাগ থেকে প্রেরণা
শাহবাগের প্রতিবাদকারীদের ছবি অনেককেই অনুপ্রেরণা জাগাচ্ছে৷ এই আন্দোলন ছড়িয়ে পড়েছে চট্টগ্রাম, রাজশাহী, সিলেট, বরিশাল, রংপুর সহ সব বিভাগ ও জেলা শহরে৷ সেখানেও নেমেছে মানুষের ঢল৷
ছবি: STR/AFP/Getty Images
প্রতিবাদের পরিণতি
শুক্রবার শাহবাগে হয়েছে মহাসমাবেশ৷ হাজারো তরুণের ভিড় সেখানে৷ তাঁদের অবস্থান চলতেই থাকবে৷ এদিকে তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু বলেছেন, জামায়াতকে কিভাবে নিষিদ্ধ করা যায় তা নিয়ে কাজ শুরু করেছে সরকার৷
ছবি: Getty Images
নিয়ন্ত্রণ করা যাবে না
প্রচলিত সংবাদ মাধ্যমের পরিবেশিত তথ্য দিয়ে এখন আর সব কিছু নিয়ন্ত্রণ করা যাবে না৷ ব্যক্তি নিজেই এখন তথ্য পরিবেশন করতে পারেন৷ কাদের মোল্লার ফাঁসির দাবিতে সামাজিক যোগাযোগ মাধ্যমের সহায়তায় ব্লগাররা তাই প্রমাণ করল৷
ছবি: Reuters
ওয়াই-ফাই
শাহবাগের ‘প্রজন্ম চত্বরে’ ওয়াইফাই নেটওয়ার্কের ব্যবস্থাও করা হয়েছে৷ প্রতিবাদকারীরা অনলাইনে তাদের কর্মসূচি সম্পর্কে যাতে আরো জানাতে পারেন, সেজন্য এই ব্যবস্থা৷ টুইটারে এই আন্দোলন সম্পর্কে #shahbag হ্যাশট্যাগ ব্যবহার করা হচ্ছে৷
ছবি: REUTERS
রাজনৈতিক আন্দোলন নয়
শাহবাগের আন্দোলনকে কিছুতেই রাজনীতিকরণ করতে দেবে না প্রতিবাদকারীরা৷ গত কয়েকদিনে রাজনীতিবিদরা সেখানে গিয়ে বিশেষ সুবিধা করতে পারেননি৷ অবস্থানকারীরা তাদের বক্তব্য শুনতে রাজি নন৷
ছবি: Getty Images
প্রতিবাদ কতদিন?
দাবি আদায় না করে শাহবাগ ছাড়তে রাজি নন প্রতিবাদকারীরা৷ ব্লগার অ্যান্ড অনলাইন অ্যাক্টিভিস্ট নেটওয়ার্কের ফেসবুক ইভেন্টে মেয়াদ রয়েছে ২৬ মার্চ অবধি৷ তবে পুরো বিষয়টি নির্ভর করছে প্রতিবাদকারীদের উপর৷ তাঁদের নিয়ন্ত্রক তাঁরা নিজেরাই৷
ছবি: Reuters
10 ছবি1 | 10
সমাবেশে মুক্তিযোদ্ধা, রাজনৈতিক নেতা, বুদ্ধিজীবী, ছাত্র, শিক্ষক, তরুণ, শিশু সবাই অংশ নেন৷ তাঁরা আওয়াজ তোলেন যুদ্ধাপরাধীদের ফাঁসি ছাড়া ঘরে ফিরবেন না৷ এক্ষেত্রে প্রয়োজনে ট্রাইবুনালের আইনও সংশোধন করতে হবে৷
বক্তারা এই আন্দোলনকে অভিহিত করেন নবজাগরণ হিসেবে৷ তাঁরা বলেন, এটি হলো তরুণ প্রজন্মের আরেক মুক্তিযুদ্ধ৷
সমাবেশে এই আন্দোলনের সূচনাকারীদের পক্ষে ঘোষণা পাঠ করেন ব্লগার ইমরান আহমেদ৷ যুদ্ধাপরাধীদের ফাঁসি এবং জামায়াত শিবিরকে নিষিদ্ধ করার দাবি জানানো হয়৷
আহবান জানানো হয় জামায়াতের সব ধরণের প্রতিষ্ঠান বর্জনেরও৷ আর তারুণ্যের এই জমায়েত দাবি পূরণ না হওয়া পর্যন্ত অব্যাহত রাখার ঘোষণে দেয়া হয়েছে৷