1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

লাখো মুসল্লির পদচারণায় মুখরিত আরাফাত ময়দান

১৫ নভেম্বর ২০১০

সারা বিশ্বের প্রায় ৩০ লাখ মানুষ হজ পালন করতে সমবেত হয়েছেন সৌদি আরবের মক্কায়৷ পশু কুরবানি করে মঙ্গলবার কাবায় ফিরে তাঁরা শেষ করবেন হজের আনুষ্ঠানিকতা৷ সেইসঙ্গে বিশ্বের বেশিরভাগ মুসলমান মঙ্গলবার পালন করবেন ঈদুল আযহা৷

পবিত্র মক্কাছবি: picture-alliance/dpa

সৌদি আরবের স্বরাষ্ট্র মন্ত্রণালয় বলছে, এ বছর দশ লাখ সত্তর হাজার মুসলমান হজ পালনের উদ্দেশ্যে সৌদি আরবের বাইরের দেশগুলো থেকে এসেছেন৷ স্থল, জল ও আকাশপথে মক্কার আরাফাতের ময়দানে পৌঁছেছেন একশ' একাশিটি দেশের মানুষ৷

আরাফাতের ময়দানে অবস্থান করাটা হজ পালনরতদের জন্য অবশ্য পালনীয় বিষয়গুলোর মধ্যে একটি৷ আরাফাতের ময়দান ক্ষমা পাওয়ার ময়দান হিসেবেও পরিচিত, যেখানে চৌদ্দশ' বছর আগে মহানবী হজরত মোহাম্মদ হজ উপলক্ষে তাঁর শেষ ভাষণ দিয়েছিলেন৷ সূর্যাস্তের সময় বেশিরভাগ মুসল্লি পায়ে হেঁটে, হুইল চেয়ারে কিংবা বাসে চড়ে আরাফাতে থেকে আল-মুজদালিফায় যাবেন৷

এবছর আরাফাতের ময়দান বরাবর মক্কার সঙ্গে মিনা এবং আল মুজদালিফার মধ্যে আঠারো কিলোমিটার দীর্ঘ মেট্রো লাইন বা পাতাল রেল যোগাযোগ ব্যবস্থা চালু হয়েছে৷ সৌদি আরব ও উপসাগরীয় অঞ্চলের মানুষ, কূটনীতিবিদ এবং অন্যান্য গুরুত্বপূর্ণ ব্যক্তিদের জন্য আগে থেকেই যেখানে সিট সংরক্ষিত রয়েছে৷

প্রায় ৩০ লাখ মানুষ হজ পালন করতে সমবেত হয়েছেন মক্কার আরাফাতের ময়দানেছবি: picture-alliance/dpa

বত্রিশ বছর বয়সি মোহাম্মদ রিফাই৷ হজ পালন করতে এসেছেন৷ বলছেন, ‘‘বয়স্ক ও দুর্বল মানুষদের জন্য এই ট্রেনে সিট সংরক্ষণ করা উচিত ছিলো৷'' সুদানের যোগাযোগ প্রকৌশলী আবু হাসান হুধাইফা বলছেন, ‘‘উপসাগরীয় অঞ্চলের মানুষদের জন্য সিট বরাদ্দ রেখে একধরণের বৈষম্য সৃষ্টি করা হয়েছে৷'' তবে সৌদি সরকার বলছে, এটা আগামী বছর পর্যন্ত একটা পাইলট প্রকল্প হিসেবে কাজ করবে৷ তাই এই সংরক্ষিত ব্যবস্থা৷

সৌদি সরকার জানিয়েছে, এবছর হাজীদের মধ্যে দেড় কোটি (১৫ মিলিয়ন) লিটারের বেশি জমজমের পানি বিতরণ করা হয়েছে৷

রোববার কাবাশরিফ প্রদক্ষিণের মধ্য দিয়ে হজ অনুষ্ঠান শুরু হয়৷ হজ পালনরত মানুষরা এরপর কাবা মিনায় যান৷ এবং সেখান থেকে আরাফাতের ময়দানে৷

প্রতিবেদন: জান্নাতুল ফেরদৌস

সম্পাদনা: আব্দুল্লাহ আল-ফারূক

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ