ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভাল এবং চীনের মন্ত্রী ওয়াং ই-র মধ্যে টেলিফোনে কথা হলো। সেখানেই পুরো লাদাখ থেকে দ্রুত সেনা সরানো নিয়ে মতৈক্য হয়েছে।
বিজ্ঞাপন
লাদাখে উত্তেজনা কমাতে পর্যায়ক্রমে ও দ্রুত সেনা সরাবে ভারত ও চীন। ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভাল এবং চীনের স্টেট কাউন্সিলার এবং পররষ্ট্র মন্ত্রী ওয়াং ই-র মধ্যে ভি্ডিও কলে আলোচনায় এই মতৈক্য হয়েছে। ভারতীয় পররাষ্ট্র মন্ত্রকের পক্ষ থেকে বিবৃতি দিয়ে দাবি করা হয়েছে, ''দুই বিশেষ প্রতিনিধির মধ্যে খোলামেলা আলোচনা হয়েছে। তাঁরা বিষয়ের গভীরে গিয়ে আলোচনা করেছেন। তাঁরা দুইজনেই একমত হয়েছেন যে, যত তাড়াতাড়ি সম্ভব দুই দেশ প্রকৃত নিয়ন্ত্রণরেখা বরাবর সেনা সরিয়ে নেবে। এর ফলে ওই এলাকায় সম্পূর্ণ শান্তি ফিরবে। তবে পর্যায়ক্রমে সেনা সরবে। দুই দেশই প্রকৃত নিয়ন্ত্রণরেখা মেনে চলবে। কেউ একতরফা স্থিতাবস্থা ভাঙবে না। সীমান্তে শান্তি বিঘ্নিত হতে পারে এমন কোনও কাজ কেউ করবে না।''
গালওয়ানের মালিকানা কার?
10:45
বেইজিংয়ে চীনের পররাষ্ট্র মন্ত্রী ওয়াং ই বলেছেন, ''চীন সবসময়ই তাঁদের আঞ্চলিক সার্বভৌমত্ব এবং সীমান্ত এলাকায় শান্তি বজায় রাখার পক্ষে। দুই তরফকেই মনে রাখতে হবে, তাঁরা একে অপরের বিপদের কারণ হবে না।''
সংবাদসংস্থা এএনআই সেনাসূত্র উদ্ধৃত করে জানাচ্ছে, চীনা সেনা ইতিমধ্যে গালওয়ানে এক কিলোমিটার পিছিয়ে গেছে। সেখানে অস্থায়ী ছাউনিওতারা সরিয়ে দিয়েছে। গোগরা হট স্প্রিং এলাকাতেও সেনা সরছে। তবে গালওয়ান ছাড়া মূল যে দুইটি জায়গা নিয়ে বিরোধ, সেই প্যাং গং এবং ফিঙ্গার পয়েন্টগুলি এবং ডেপসাং থেকে চীনের সেনা সরেনি। অবশ্য পররাষ্ট্র মন্ত্রকের বিবৃতিতেই বলা হয়েছে, পর্যায়ক্রমে সেনা সরবে। কূটনৈতিক ও সামরিক স্তরে আলোচনাও চলবে। সেই আলোচনা হবে আগে থেকে বেঁধে দেওয়া কাঠামো অনুসারে।
গালওয়ানে দুই দেশের সেনা আগে মুখোমুখি দাঁড়িয়ে ছিল। এখন সেনা সরার ফলে একটা বাফার জোন তৈরি হলো। অর্থাৎ, দুই দেশের সেনার মধ্যে দূরত্ব বাড়ল। তারা পরষ্পরের একেবারে মুকোমুখি থাকল না। ফলে গালওয়ানে অন্তত উত্তেজনা কমবে।
চীনের প্রতিবেশী কারা?
চীন পৃথিবীর অন্যতম বৃহত্তম রাষ্ট্র৷ পূর্ব এশিয়ার দেশটির সঙ্গে স্থলসীমানা রয়েছে আরো ১৪টি দেশের৷ এদের অনেকের সঙ্গেই সীমানা নিয়ে ঝগড়া রয়েছে পৃথিবীর সবচেয়ে জনবহুল দেশটির৷
মঙ্গোলিয়া
চীনের দীর্ঘতম সীমানা রয়েছে মঙ্গোলিয়ার সঙ্গে (৪,৬৭৭ কিলোমিটার)৷ স্থলসীমায় আবদ্ধ মঙ্গোলিয়ার আরেক প্রতিবেশী দেশ হলো রাশিয়া৷ অতীতে বিরোধপূর্ণ ইতিহাস থাকলেও চীন বা রাশিয়ার সঙ্গে এখন সীমানা নিয়ে কোনো বিরোধ নেই মঙ্গোলিয়ার৷
ছবি: Reuters/B. Rentsendorj
রাশিয়া
রাশিয়ার সঙ্গে দ্বিতীয় দীর্ঘতম সীমানা রয়েছে চীনের৷ তেমন বড় কোনো বিরোধ নেই৷
ছবি: Reuters/H. Wu
ভারত
ভারতের সঙ্গে চীনের যৌথ সীমানা তিন হাজার ৩৮০ কিলোমিটারের৷ এর মধ্যে তিনটি অংশ জুড়ে বিরোধ রয়েছে৷ সম্প্রতি লাদাখে সংঘর্ষের যে ঘটনাটি ঘটেছে তা হলো পূর্ব অংশের সীমানায়৷ এছাড়া নেপাল ও ভুটানের সীমানা রয়েছে মাঝখানে৷
ছবি: picture-alliance/AP Photo
মিয়ানমার
বাংলাদেশের প্রতিবেশী মিয়ানমারের সঙ্গে চতুর্থ বৃহত্তম সীমানা রয়েছে চীনের, প্রায় দুই হাজার ১৮৫ কিলোমিটারের৷ অরুণাচল প্রদেশ নিয়ে ভারত ও চীনের দ্বন্দ্বে মিয়ানমারও রয়েছে৷ কারণ, সে অংশে তাদেরও সীমানা রয়েছে৷
ছবি: picture-alliance/dpa
কাজাখস্তান
মধ্য এশিয়ার দেশ কাজাখস্তানের সঙ্গে চীনের সীমান্ত এলাকা প্রায় দেড় হাজার কিলোমিটার (১,৫৩৩ কিমি) দীর্ঘ৷ সীমানা বিরোধ বলতে তেমন কিছু নেই৷
ছবি: picture-alliance/ZUMAPRESS/H. Huhu
উত্তর কোরিয়া
উত্তর কোরিয়া ও চীনের যৌথ সীমানার দৈর্ঘ্য এক হাজার ৪১৬ কিলোমটার৷ পায়েকতু পর্বত ও জিয়ানদাও এলাকা নিয়ে দ্বন্দ্ব আছে দু’দেশের৷
ছবি: picture-alliance/dpa/Yonhap
কিরগিস্তান
মধ্য এশিয়ার আরেক দেশ কিরগিস্তানের সঙ্গে ৮৫৮ কিলোমিটারের সীমানা রয়েছে চীনের৷
ছবি: DW/L. Salm-Reifferscheidt
ভিয়েতনাম
দক্ষিণপূর্ব এশিয়ার দেশ ভিয়েতনামের সঙ্গে চীনের সীমানা রয়েছে এক হাজার ২৮৩ কিলোমিটারের৷
ছবি: picture-alliance/CPA Media Co. Ltd/D. Henley
পাকিস্তান
পাকিস্তানের সঙ্গে চীনের ৫২৪ কিলোমিটারের সীমানা৷ ভারত ও পাকিস্তানের মধ্যকার সীমানা নিয়ে বিরোধ নিষ্পত্তির ওপর নির্ভর করছে চীনের সঙ্গে পাকিস্তানের সীমানা বিরোধের অবস্থা৷
ছবি: Reuters/R. Saeed Khan
ভুটান
দক্ষিণ এশিয়ার দেশ ভুটানের সঙ্গে ৪৭০ কিলোমিটারের সীমানা রয়েছে চীনের৷ এর মধ্যে কিছু অংশ নিয়ে বিরোধও আছে৷ ভারতের সঙ্গে চীনের সীমানা বিরোধের জেরও টানতে হচ্ছে ভুটানের৷
নেপাল
নেপালের সঙ্গেও চীনের সীমানা রয়েছে৷ এর দৈর্ঘ্য এক হাজার ৪৪০ কিলোমিটার৷ কালাপানি এলাকায় নেপাল ও ভারতের মধ্যে বিরোধ রয়েছে৷
ছবি: picture-alliance/AP Photo/N. Shrestha
লাওস
চীন ও দক্ষিণপূর্ব এশিয়ার দেশ লাওসের মধ্যকার সীমানা প্রায় ৪২৩ কিলোমিটার দীর্ঘ৷
ছবি: picture-alliance/dpa/J. Hoelzl
তাজিকিস্তান
মধ্য এশিয়ার দেশ তাজিকিস্তানের সঙ্গে চীনের সীমানার দৈর্ঘ্য ৪১৪ কিলোমিটার৷
ছবি: picture-alliance/Photoshot
আফগানিস্তান
আফগানিস্তানের সঙ্গে সবচেয়ে কম এলাকার সীমানা রয়েছে চীনের৷ মাত্র ৭৬ কিলোমিটারের৷
ছবি: Getty Images/AFP/Shefayee
সাগরে বিরোধ
দক্ষিণ চীন সাগরে ব্রুনেই, তাইওয়ান, ইন্দোনেশিয়া, ফিলিপিন্স ও ভিয়েতনামের সঙ্গে সীমানা নিয়ে বিরোধ আছে চীনের৷ এছাড়া পূর্ব চীন সাগরেও জাপান ও দক্ষিণ কোরিয়ার সঙ্গে অর্থনৈতিক এলাকা নিয়ে বিরোধ রয়েছে চীনের৷
ছবি: picture-alliance/Photoshot/M. Xiaoliang
15 ছবি1 | 15
এটাও ঠিক হয়েছে অজিত দোভাল এবং ওয়াং আবার আলোচনা করবেন। এই এলাকায় যাতে শান্তি দীর্ঘস্থায়ী হতে পারে, তার জন্য সব ধরনের চেষ্টা করা হবে।
এর আগে ৬ জুন দুই দেশের সেনা কর্তাদের মধ্যে সেনা সরানোর সমঝোতা হয়েছিল। কিন্তু তারপর ১৫ তারিখে গালওয়ানে রক্তাক্ত সংঘর্ষ হলো। এ বার আবার দোভাল এবং ওয়াং সেনা সরানোর ব্যাপারে একমত হয়েছেন। কিন্তু প্রশ্ন হলোস এই সমঝোতার সফল রূপায়ণ কি হবে?
ভারতীয় সেনার অসরপ্রাপ্ত লেফটানান্ট জেনারেল উৎপল ভট্টাচার্য ডয়চে ভেলেকে জানিয়েছেন, ''সমঝোতাহয়েছে এটা নিঃসন্দেহে ভালো খবর। গালওয়ান, গোগরা হট স্প্রিং এ সেনা সরছে। কিন্তু প্যাং গং-এর এক তৃতীয়াংশ মানে ৪৩ কিলোমিটারের একটু বেশি হলো আমাদের এলাকা। সেটা ফিঙ্গার আট পর্যন্ত আসছে। ফিঙ্গার এক থেকে আট পর্যন্ত পুরো এলাকা থেকে সেনা সরাটা জরুরি। ডেপসং থেকে সরাটাও খুবই জরুরি। কারণ এটা আমাদের বিমানবন্দর দৌলত বেগ ওল্ডির কাছে। আমাদের সমানে নজর রাখতে হবে, প্রতিশ্রুতিমতো সেনা সরছে কি না। অতীত অভিজ্ঞতার কারণে একটা সন্দেহ তো সবসময়ই থাকে।''