লাদাখ সীমান্তে চীনের পরিকাঠামো নিয়ে চিন্তিত অ্যামেরিকা
৯ জুন ২০২২
ভারতে এসেছেন অ্যামেরিকার উচ্চপদস্থ সেনা অফিসার জেনারেল চার্লস এ ফ্লিন। ভারতের সেনাপ্রধানের সঙ্গে বৈঠক করেছেন তিনি। যৌথ মহড়ার কথা হয়েছে।
ছবি: Yawar Nazir/Getty Images
বিজ্ঞাপন
মার্কিন সেনাবাহিনীর প্যাসিফিক অঞ্চলের প্রধান জেনারেল চার্লস এ ফ্নিন সম্প্রতি ভারতে এসেছেন। সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি হিমালয়জুড়ে চীন যেভাবে পরিকাঠামো তৈরি করছে, তা নিয়ে আশঙ্কা প্রকাশ করেছেন। চীনের এই কর্মকাণ্ড ভারতীয় উপমহাদেশ অঞ্চলে শান্তিপ্রক্রিয়ায় বিঘ্ন ঘটাচ্ছে বলে জানিয়েছেন তিনি।
ভারতের সেনাপ্রধান জেনারেল মনোজ পাণ্ডের সঙ্গে দীর্ঘ বৈঠক হয়েছে তার। চীনের বিরুদ্ধে স্ট্র্যাটেজি নিয়েও আলোচনা হয়েছে বলে সেনা-সূত্র জানিয়েছে।
প্যাংগং থেকে সরে গেল ভারত-চীনের সেনা
দীর্ঘ আট মাস পরে প্যাংগংয়ের বিতর্কিত এলাকা থেকে সেনা সরিয়ে নিল ভারত ও চীন। কিন্তু গালওয়ানের সমস্যা এখনো কাটেনি।
ছবি: Reuters/Maxar Technologies
প্যাংগং বিতর্ক
গত বছর মে-জুন মাস থেকে লাদাখ সীমান্তে প্যাংগং লেক ঘিরে বিতর্ক শুরু হয়েছিল ভারত এবং চীনের সেনার। ফিঙ্গার পয়েন্ট তিন থেকে ফিঙ্গার পয়েন্ট আট পর্যন্ত এলাকা কার দখলে তা নিয়ে বিতর্ক শুরু হয়।
ছবি: picture-alliance/AP Photo/Manish
প্যাংগংয়ের দক্ষিণে ভারতের শক্তি
বিতর্কের মধ্যেই প্যাংগং লেকের দক্ষিণে দুইটি পাহাড়ের দখল নেয় ভারতীয় সেনা। যা নিয়ে তীব্র আপত্তি জানায় চীন। কিন্তু ভারতীয় সেনা এলাকা ছাড়তে রাজি হয়নি।
ছবি: picture-alliance/AP Photo/M. Swarup
লাগাতার বৈঠক
সীমান্তে প্রবল উত্তেজনার মধ্যেই একের পর এক বৈঠক করে দুই দেশের সেনা। দুই দেশের পররাষ্ট্রমন্ত্রী এবং প্রতিরক্ষামন্ত্রীরাও একাধিক বৈঠক করেন। অবশেষে সেনাদের বৈঠকে সমাধানসূত্র মেলে।
ছবি: Eesha Kheny
সেনা প্রত্যাহার
দুই দেশের সেনাই এপ্রিলের পূর্ববর্তী সময়ে নিজেদের অবস্থানে ফিরে যেতে সম্মত হয়। ২০ ফেব্রুয়ারি দুই দেশের সেনা যৌথ বিবৃতি দিয়ে জানায়, প্যাংগং থেকে সেনা সরিয়ে নেওয়া হয়েছে।
ছবি: AFP/X. Galiana
স্থায়ী কাঠামো ভাঙা হলো
প্যাংগংয়ের ধারে চীন যে স্থায়ী সেনা কাঠামো তৈরি করেছিল, বুলডোজার দিয়ে তা ভেঙে দেওয়া হয়েছে। প্রকৃত নিয়ন্ত্রণরেখা থেকে ট্যাঙ্ক এবং যুদ্ধের অন্যান্য সরঞ্জামও সরিয়ে নেওয়া হয়েছে।
ছবি: AFP/X. Galiana
গালওয়ান বিতর্ক
প্যাংগং থেকে সেনা সরলেও, গালওয়ান বিতর্ক নিয়ে এখনো সমাধানসূত্র মেলেনি। এই গালওয়ানেই গত বছর জুনে ভারত এবং চীনের সেনার মধ্যে লড়াই হয়েছিল। বহু ভারতীয় সেনার মৃত্যু হয়েছিল।
ছবি: picture-alliance/ZUMA Press/I. Abbas
চীনের স্বীকারোক্তি
গালওয়ান সংঘর্ষের পরে চীন নিজেদের ক্ষয়ক্ষতি নিয়ে কোনো তথ্য প্রকাশ করেনি। ভারতীয় সেনা দাবি করেছিল, চীনের সেনারও মৃত্যু হয়েছে। এবছর ফেব্রুয়ারি মাসে চীন জানিয়েছে, সংঘর্ষে তাদেরও চার সেনা জওয়ান এবং একজন অফিসারের মৃত্যু হয়েছিল।
ছবি: Yawar Nazir/Getty Images
চীনের ভিডিও প্রকাশ
গালওয়ান সংঘর্ষ নিয়ে চীন একটি ভিডিও প্রকাশ করেছে। তবে ফেব্রুয়ারিতে গালওয়ান সংঘর্ষ নিয়ে চীন যে বিবৃতি দিয়েছে, তা নিয়ে ফের বিতর্ক শুরু হয়েছে।
ছবি: Reuters/PLANET LABS INC
লাদাখ সংঘাতের ভবিষ্যত
প্যাংগং অঞ্চল থেকে সৈন্য সরলেও লাদাখ সমস্যার সমাধান হয়ে গিয়েছে, এমনটা এখনই বলা যাবে না। কারণ, প্যাংগং থেকে সৈন্য সরলেও বাকি এলাকায় এখনো সেনা মোতায়েন করে রেখেছে দুই দেশেরই সেনা। এসজি/জিএইচ (রয়টার্স, পিটিআই)
ছবি: Reuters/Maxar Technologies
9 ছবি1 | 9
গত প্রায় দুই বছর ধরে লাদাখ অঞ্চলে চীনের সঙ্গে ভারতের সংঘাত চলছে। বেশ কিছু বিষয়ের সমাধানসূত্র মিললেও এখনো সংকট আছে। কিছু জায়গায় এখনো স্ট্যান্ডঅফস চলছে। এই পরিস্থিতিতে একাধিক উপগ্রহ চিত্রে স্পষ্ট, চীন লাদাখ সীমান্তে একের পর এক পরিকাঠামো তৈরি করছে। প্যাংগংয়ের উপর একটি আস্ত সেতু করার প্রক্রিয়াও চলছে।
চীনের এই কর্মকাণ্ড ভালো চোখে দেখছে না অ্যামেরিকা। বস্তুত, ভারত এ নিয়ে আন্তর্জাতিক মঞ্চে একাধিকবার অভিযোগও করেছে। এবার অ্যামেরিকা সরাসরি ভারতকে সমর্থন করলো।
জেনারেল ফ্লিন জানিয়েছেন, শুধু লাদাখ নয়, গোটা হিমালয়জুড়েই চীন এমন পরিকাঠামো তৈরি করছে। সম্প্রতি অরুণাচল সীমান্ত নিয়েও সরব ভারত। সেখানেও সীমান্তের কাছে চীন পরিকাঠামো তৈরি করছে বলে অভিযোগ। মার্কিন জেনারেল জানিয়েছেন, এর ফলে শান্তি বিঘ্নিত হচ্ছে। যার প্রভাব পড়ছে গোটা এশিয়া প্যাসিফিক অঞ্চলেই।
ভারতীয় সেনার সঙ্গে একাধিক চুক্তি সই করেছেন জেনারেল ফ্লিন। স্থির হয়েছে এই বছরের শেষে হিমালয়ে ভারত এবং মার্কিন সেনা যুদ্ধের মহড়া দেবে। উচ্চতায় কীভাবে লড়াই করতে হয়. তা নিয়ে মহড়া হবে। প্রথম পর্যায়ে হিমালয়ে এই মহড়া হওয়ার পর ভারতীয় সেনার দল আলাস্কায় গিয়ে ফের এই মহড়া দিতে পারে বলে জানা গেছে। এছাড়াও প্রতিরক্ষা সংক্রান্ত আরো কিছু চুক্তি হয়েছে তাদের।