লাদেনের অবস্থান রহস্য নিয়ে তদন্ত চালাবে পাকিস্তান
২ জুন ২০১১গত ২মে মার্কিন বাহিনী এক কমান্ডো অভিযানের মধ্য দিয়ে হত্যা করে আল কায়েদা প্রধান ওসামা বিন লাদেনকে৷ ওসামা বিন লাদেনের হত্যার খবরটি যত বড় সাড়া ফেলে গোটা বিশ্বে তার চেয়েও বেশি সাড়া ফেলে লাদেনের পাকিস্তানে লুকিয়ে থাকার খবরটি৷ জানা যায়, গোয়েন্দাদের নাকের ডগাতেই দীর্ঘদিন ধরে রাজধানী ইসলামাবাদের পাশে অ্যাবটাবাদে অবস্থান করে আসছিলেন আল কায়েদা প্রধান৷ এরপর থেকে গোটা বিশ্বের সন্দেহের চোখে পড়ে পাকিস্তান সরকার৷ তাহলে কি আল কায়েদার পেছনে পেছনে পাকিস্তান সরকারের হাত ছিল? যদিও গোড়া থেকে পাকিস্তান আল কায়েদার সঙ্গে কোন ধরণের সংশ্লিষ্টতার অভিযোগ অস্বীকার করে আসছিল, তবুও সন্দেহ থেকেই যাচ্ছে৷
পাকিস্তানের সামরিক প্রশিক্ষণ কেন্দ্রের কাছেই একটি দেয়াল ঘেরা বিশাল বাড়িতে বছরের পর বছর ধরে বাস করে আসছিলেন ওসামা বিন লাদেন৷ তার সঙ্গে সামরিক গুপ্তচর সংস্থা আইএসআই এর সঙ্গে যোগাযোগ থাকার কথাও কেউ কেউ আন্দাজ করছেন৷ আন্তর্জাতিক চাপের কারণেই হোক কিংবা মুখ রক্ষার খাতিরেই হোক পাকিস্তানী কর্তৃপক্ষ অবশেষে জানিয়েছে, তারা তদন্ত করে দেখবে কীভাবে লাদেন এতদিন ধরে পাকিস্তানে লুকিয়ে থাকতে পারলেন৷
এদিকে লাদেনের হত্যাকান্ডের পর থেকে পাকিস্তানের সঙ্গে সম্পর্কে একটা টানাপোড়েন চলছে যুক্তরাষ্ট্রের৷ পাকিস্তানকে অন্ধকারে রেখে তার ভূমিতেই লাদেনের বিরুদ্ধে অভিযান চালানোয় কিছুটা মান অভিমান তো রয়েছেই৷ কিন্তু দিন কয়েক আগে প্রেসিডেন্ট ওবামা সাফ জানিয়ে দিয়েছেন, প্রয়োজন হলে এই ধরণের অভিযান ভবিষ্যতে আরও চালাবে মার্কিন সেনারা৷
প্রতিবেদন: রিয়াজুল ইসলাম
সম্পাদনা: জান্নাতুল ফেরদৌস