1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

লাদেন শিকারের ছবি

২৩ ডিসেম্বর ২০১২

ওসামা বিন লাদেনকে হত্যার অভিযান নিয়ে ছবি তৈরি করেছেন অস্কার বিজয়ী পরিচালিকা ক্যাথরিন বিগেলো৷ তাঁর সেই ছবি নিয়ে ইতিমধ্যে আপত্তি তুলেছে মার্কিন গুপ্তচর সংস্থা সিআইএ৷ ছবিতে নাকি অতিরঞ্জন করা হয়েছে৷

HANDOUT - Jessica Chastain als Maya in einer Szene des Kinofilms «Zero Dark Thirty» (undatierte Filmszene). Am 19. Dezember startet in einigen Kinos in den USA der mit Spannung erwartete Film über die Jagd auf Bin Laden, den Kopf hinter den Terroranschlägen auf das World Trade Center und das Pentagon, auf den der US-Senat im Jahr 2007 ein Kopfgeld von 25 Millionen US-Dollar aussetzte. Der Untertitel des Films lautet: «The Greatest Manhunt in History» - «Die größte Verbrecherjagd der Geschichte». Foto: Universal Pictures (zu dpa-Korr «Bigelow bringt Jagd nach Osama bin Laden ins Kino» vom 17.12.2012
ছবি: picture-alliance/dpa

রাজনৈতিক বিষয় নিয়ে ছবি তৈরি করে ইতিমধ্যেই বেশ নাম কুড়িয়েছেন ক্যাথরিন বিগেলো৷ ইরাক যুদ্ধে মার্কিন সেনাদের বীরত্বের ছবি ‘হার্ট লকার' তৈরি করে চার বছর আগে অস্কার পুরস্কার জিতেছেন৷ এবার লাদেনকে হত্যার সফল অভিযান নিয়ে তাঁর ছবি ‘জিরো ডার্ক থার্টি'ও নাকি অস্কারের সম্ভাব্য তালিকাতে রয়েছে৷ তবে ছবির কিছু অংশ নিয়ে খোদ মার্কিন সিআইএ-র দপ্তর থেকে আপত্তি আসলো৷ সিআইএ-র ভারপ্রাপ্ত পরিচালক মাইকেল মোরেল এক বিবৃতিতে বলেছেন, যেভাবে ছবিতে নির্যাতন দেখানো হয়েছে তা ঠিক নয়৷ উল্লেখ্য, ছবিতে দেখানো হয় তথ্য পাওয়ার জন্য বন্দিদের ওপর ওয়াটার বোর্ডিং প্রয়োগ করা হচ্ছে৷ ওয়াটার বোর্ডিং হলো বন্দিদের শুইয়ে মুখ ঢেকে তার ওপর পানি ঢালা৷ অমানবিক এই নির্যাতন পদ্ধতি ২০০৯ সালে নিষিদ্ধ করেন প্রেসিডেন্ট বারাক ওবামা৷

আয়মান আল জাওয়াহিরি ও ওসামা বিন লাদেনছবি: PA/dpa

তবে ছবিটিতে সেই ওয়াটার বোর্ডিং এর চিত্রই তুলে ধরা হয়েছে৷ ইতিমধ্যে ছবিটি লাদেন শিকারের একটি তথ্যভিত্তিক প্রামাণ্য হিসেবে স্বীকৃতি পেয়েছে৷ তাই সিআইএ মনে করে ছবিটিতে ওয়াটার বোর্ডিং এর অংশটি মানুষের মনে ভুল ধারণার জন্ম দিতে পারে৷ সিআইএ পরিচালক মাইকেল মোরেল তাই জানিয়েছেন, নির্যাতন নয় বরং বিভিন্ন সূত্রে পাওয়া গোয়েন্দা তথ্যের ভিত্তিতেই লাদেনকে শিকার করা হয়েছিলো৷ তবে তিনি স্বীকার করেছেন যে বন্দিদের কাছ থেকেও তারা তথ্য পেয়েছিলেন৷ আর সেগুলো এসেছে জিজ্ঞাসাবাদের ‘‘উন্নততর পদ্ধতি'' প্রয়োগ করে৷

আরআই/এএইচ (এএফপি)

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য
স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ