1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

লাদেন হত্যার ছবি

৭ জুন ২০১৩

মুক্তির আগেই ‘জিরো ডার্ক থার্টি’ যতটা প্রচারের আলো পেয়েছে, তা পেতোনা নির্বাচনের ঠিক আগে যুক্তরাষ্ট্রে প্রিমিয়ার না হলে৷ নির্বাচন শেষ, ওবামা প্রেসিডেন্ট হিসেবে আবার কাজ শুরু করেছেন অনেকদিন হলো৷ এখনো আলোচনায় সেই ছবি!

HANDOUT - Eine Szene des Films «Zero Dark Thirty». Der Film über die Jagd auf Al-Kaida-Chef Osama Bin Laden startet am 19.12.2012 in einigen Kinos in den USA. Foto: Universal Pictures Germany (zu dpa-Korr. «Bigelow bringt Jagd nach Osama bin Laden ins Kino» vom 17.12.2012) ACHTUNG: Verwendung nur für redaktionelle Zwecke im Zusammenhang mit der Berichterstattung über den Film und bei Urheber-Nennung
ছবি: picture-alliance/dpa

ওসামা বিন লাদেনকে হত্যা করার দৃশ্য নিয়ে তৈরি ‘জিরো ডার্ক থার্টি'-র প্রিমিয়ার হয়েছিল যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনের ঠিক দু’দিন আগে৷ সমালোচকরা বলেছিলেন, লাদেন হত্যার কৃতিত্বের কথা ভোটারদের স্মরণ করিয়ে শেষ দিকে কিছু ভোট আদায় করে নেয়ার জন্যই এমন সময় নির্বাচন করা হয়েছে৷ ভোটযুদ্ধ জিতে বারাক ওবামা প্রেসিডেন্ট হিসেবে দ্বিতীয় দফার কাজও করে যাচ্ছেন দিব্যি, অথচ ‘জিরো ডার্ক থার্টি' নিয়ে বিতর্ক চলছেই৷ এবার যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা (সিআইএ)-র সাবেক পরিচালক লিয়ন প্যানেট্টাকে অস্বস্তিতে ফেলেছে এই ছবি৷ ছবির জন্য কিছু গোপন তথ্য সরবরাহ করার অভিযোগ উঠেছিল তাঁর বিরুদ্ধে৷ তদন্ত করে প্রমাণও পেয়েছে পেন্টাগন৷

ওসামা বিন লাদেনছবি: AP

তবে প্যানেটা গোপন তথ্য কিন্তু গোপনে দেননি৷ এক সভায় সেনা কর্মকর্তাদের উদ্দেশ্যে ভাষণ দিচ্ছিলেন৷ সেখানে কথা প্রসঙ্গে এসে যায় লাদেন হত্যায় অংশ নেয়া সেনাদলের কমান্ডারের নাম৷ নামটা বলেই মূলত যুক্তরাষ্ট্রের নিরাপত্তা আইনের চোখে ‘অপরাধী' হয়েছেন প্যানেটা৷ আইন অনুযায়ী এমন তথ্য তিনি কোনোভাবেই প্রকাশ করতে পারেন না৷ কিন্তু সেদিন সেই সভায় ‘জিরো ডার্ক থার্টি'-র কাহিনিকারও ছিলেন শ্রোতার আসনে৷ তথ্যগুলো শুনতে যা সময় লেগেছে, কাজে নামতে আর সময় লাগেনি তাঁর!

মার্কিন প্রতিরক্ষা মন্ত্রণালয় পেন্টাগন তদন্তের একটি খসড়া প্রতিবেদন প্রকাশ করেছে৷ সেখানে তথ্য প্রকাশের মতো গুরুতর অপরাধে লিয়ন প্যানেটার জড়িত থাকার কথা বলা হলেও কাজটি তিনি ইচ্ছে করে করেছেন কিনা সেটা বলা হয়নি৷ নাম প্রকাশে অনিচ্ছুক যুক্তরাষ্ট্রের এক সামরিক কর্মকর্তা বলেছেন, সেদিন সভায় যে বাইরের কেউ আছেন সিআইএ-র সাবেক প্রধান আসলে তা জানতেন না৷

এসিবি/এসবি (এএফপি, এপি)

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ