1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

লাদেন হত্যার পঞ্চম বার্ষিকীতে সিআইএ-র টুইট

২ মে ২০১৬

২০১১ সালের ২ মে পাকিস্তানে অভিযান চালিয়ে আল-কায়েদা নেতা ওসামা বিন লাদেনকে হত্যা করা হয়৷ ঘটনার পাঁচ বছর পূর্তিতে লাইভ-টুইট করে সেই সময়কার ঘটনাগুলো জানিয়ে দিল সিআইএ৷

Pakistan Versteck von Osama Bin Laden
ছবি: picture-alliance/dpa/S. Dogar

হ্যাশট্যাগ ইউবিএলরেইড (#UBLRaid) ব্যবহার করে একের পর এক টুইট করে মার্কিন ঐ গোয়েন্দা সংস্থাটি৷ পাঁচ বছর আগে কোন সময়ে কী কী ঘটেছিল তা জানিয়েছে সিআইএ৷ প্রথম টুইটে সংস্থাটি লাইভ-টুইটে সবাইকে আমন্ত্রণ জানিয়ে লেখে, ‘‘... যেন অভিযানটি আজকে ঘটছে৷''

পরের টুইটে জানানো হয় ১:২৫ পিএম ইডিটি (অর্থাৎ বাংলাদেশ সময় রাত ১১টা ২৫ মিনিট) সময়ে অ্যাবোটাবাদে অভিযান চালানোর অনুমতি দেন মার্কিন প্রেসিডেন্টসহ অন্যান্যরা৷

এর দুই ঘণ্টা পাঁচ মিনিট পরের এক ছবিতে দেখা যাচ্ছে মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা ও তৎকালীন পররাষ্ট্রমন্ত্রী হিলারি ক্লিন্টনসহ অন্যান্যরা ‘সিচুয়েশন রুম'এ বসে অভিযানটি সরাসরি দেখছেন৷ হোয়াইট হাউস থেকে ছবিটি সেই সময় প্রকাশ করা হয়েছিল৷

সিআইএ-র টুইট থেকে জানা যায়, ৩:৩৯ পিএম ইডিটি (অর্থাৎ বাংলাদেশ সময় রাত ১টা ৩৯ মিনিট) সময়ে লাদেনকে হত্যা করা হয়৷

সিআইএ-র লাইভ-টুইট বিষয়ে টুইটারে অনেকে প্রতিক্রিয়া জানিয়েছেন৷ টোবি কনাপ লিখেছেন, ‘‘লাদেন হত্যার অভিযান আমাকে এটাই মনে করিয়ে দেয় যে, আমি সেই সব নারী ও পুরুষ নিয়ে গর্বিত যাঁরা যা করতে চান তা-ই করেন৷''

তবে সিআইএ-র এই উদ্যোগে সবাই খুশি নন৷ যেমন ক্রিস নাইট সিআইএ-র কাছে জানতে চেয়েছেন, হিরোশিমায় বোমা নিক্ষেপের বিষয়েও কি লাইভ-টুইট করা হবে?

জেডএইচ/এসিবি (এএফপি, ডিপিএ)

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ