1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

লাদেন হত্যায় সংশ্লিষ্ট সিআইএ’র তথ্যদাতারা আটক

১৬ জুন ২০১১

সিআইএ’র সন্দেহভাজন ৫ তথ্যদাতাকে গ্রেপ্তার করেছে পাকিস্তান৷ গ্রেপ্তারকৃতরা গত মে মাসে অ্যাবটাবাদে লাদেনকে হত্যায় মার্কিন বাহিনীকে সহায়তা করেছিল৷ এদের মধ্যে এক সেনা কর্মকর্তা রয়েছে বলেও দাবি মার্কিন গণমাধ্যমের৷

Supporters of a Pakistani religious group Jamaat-e-Islami chant slogans during an anti American rally in Abbottabad, Pakistan, on Friday, May 6, 2011. Osama bin Laden was killed by a helicopter-borne U.S. military force on Monday, in a fortress-like compound on the outskirts of Abbottabad. (AP Photo/Anjum Naveed) zu: USA planen Truppenabzug aus Pakistan
পাকিস্তানে মার্কিন হস্তক্ষেপের বিপক্ষে প্রতিবাদ (ফাইল ফটো)ছবি: AP

গ্রেপ্তারকৃতদের তালিকা

গ্রেপ্তারকৃতদের মধ্যে রয়েছেন একটি ‘সেফ হাউস' এর মালিক৷ পাকিস্তানের অ্যাবটাবাদে লাদেনের আস্তানার খুব কাছেই এই বাড়িটির অবস্থান৷ লাদেনের গতিবিধির উপরে নজরদারির জন্য মার্কিন গোয়েন্দা সংস্থা সিআইএ সেফ হাউসটি ভাড়া নিয়েছিল৷ আটককৃতদের মধ্যে রয়েছেন একজন সেনা মেজরও৷ তিনি লাদেনের আস্তানায় যাতায়াতের জন্য ব্যবহৃত গাড়িগুলোর নম্বরপ্লেট পর্যবেক্ষণ করেছিলেন৷ বাকিদের বিস্তারিত পরিচয় জানা যায়নি৷ তবে আটক পাঁচজনই সিআইএ'র তথ্যদাতা, এমনটাই দাবি করেছে মার্কিন পত্রিকা নিউ ইয়র্ক টাইমস৷

পাকিস্তান সরকারের মন্তব্য

পাকিস্তানের সামরিক বাহিনীর মুখপাত্র ব্রিগেডিয়ার আজমত আব্বাস বিবিসিকে জানিয়েছেন, কোন পাকিস্তানি সেনাকে আটক করা হয়নি৷ তবে পাকিস্তানি গোয়েন্দা সংস্থা আইএসআই অনেককে জিজ্ঞাসাবাদ করছে৷ তাদের বিরুদ্ধে অ্যামেরিকার গোয়েন্দা সংস্থাকে সহায়তার অভিযোগ রয়েছে৷ তিনি বলেন, ‘‘গ্রেপ্তারকৃতদের মধ্যে লাদেনের আস্তানার কাছের একটি বাড়ির কয়েকজন রয়েছে৷ আমরা ধারণা করছি এরা সিআইএ'র জন্য কাজ করছে''৷

গত দোসরা মে পাকিস্তানের অ্যাবটাবাদে মার্কিন বিশেষ বাহিনী অভিযান চালিয়ে আল-কায়দা শীর্ষ নেতা ওসামা বিন লাদেনকে হত্যা করেছবি: AP

আজমত আব্বাস লাদেনকে হত্যা পরবর্তী ধরপাকড় সম্পর্কে আরো কিছু তথ্য জানিয়েছেন৷ তাঁর কথায়, দুই ধরনের মানুষকে গ্রেপ্তার করা হয়েছে৷ এদের মধ্যে একদল, মার্কিন হেলিকপ্টারগুলোকে লাদেনের আস্তানা দেখিয়ে দিতে সংকেতশিখা ছুঁড়েছিল৷ অন্যদল মার্কিন হেলিকপ্টারগুলোকে পাকিস্তানের ভূখণ্ডেই পুনরায় জ্বালানী সংগ্রহে সহায়তা করেছিল৷

মার্কিন প্রতিক্রিয়া

ওবামা প্রশাসন বুধবার স্বীকার করেছে পাকিস্তানের সঙ্গে মার্কিন সম্পর্ক ‘জটিল', তবে শক্তিশালী৷ হোয়াইট হাউস মুখপাত্র জে কার্নি জানিয়েছেন, সন্ত্রাসবাদী এবং সন্ত্রাসবাদের বিরুদ্ধে যুদ্ধে আমরা যে সহযোগিতা পাচ্ছি তা খুবই প্রয়োজনীয়৷ পাকিস্তানের সঙ্গে আমাদের সম্পর্ক অত্যন্ত গুরুত্বপূর্ণ৷ তবে এই সম্পর্ক জটিলও৷

উল্লেখ্য, গত দোসরা মে পাকিস্তানের অ্যাবটাবাদে মার্কিন বিশেষ বাহিনী অভিযান চালিয়ে আল-কায়দা শীর্ষ নেতা ওসামা বিন লাদেনকে হত্যা করে৷ এই ঘটনার পর থেকে মার্কিন-পাকিস্তান সম্পর্কে টানোপোড়েন চলছে৷

প্রতিবেদন: আরাফাতুল ইসলাম

সম্পাদনা: সঞ্জীব বর্মন

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য
স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ