1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

‘লাভ প্যারেড'এ মৃত্যুলীলা নিয়ে নানা প্রশ্ন

২৬ জুলাই ২০১০

অনুষ্ঠানের নাম ‘লাভ প্যারেড'৷ কিন্তু জার্মানির ডুইসবুর্গ শহরে শনিবারের মর্মান্তিক ঘটনায় ১৯ জনের মৃত্যুর পর গোটা অনুষ্ঠানটির চরিত্রই যেন বদলে গেছে৷ ঘটনার দুই দিন পর নানা প্রশ্নের জবাব পাওয়ার চেষ্টা চলছে৷

ঘটনাস্থলে ফুল ও মোমবাতি দিয়ে মৃতদের প্রতি শ্রদ্ধা জানাতে মানুষের সমাগমছবি: AP

প্রাথমিক বিহ্বলতা কাটিয়ে ওঠার পর সেদিনের পরিস্থিতির নানা খুঁটিনাটি দিক স্পষ্ট হয়ে উঠছে৷ এমনকি ‘অনিচ্ছাকৃত হত্যাকাণ্ডের' অভিযোগ সামনে রেখে তদন্ত শুরু হয়েছে৷ অর্থাৎ সেদিনের অনুষ্ঠানের আগেভাগেই নির্দিষ্ট কিছু নিয়ম মানলে বা পদক্ষেপ নিলে এমন ভয়াবহ ঘটনা ঘটতো না – এবিষয়ে আর বিশেষ কোন সন্দেহ নেই৷

যাবতীয় সমালোচনা ও অভিযোগের তীর ডুইসবুর্গ শহর কর্তৃপক্ষ ও ‘লাভ প্যারেড'এর আয়োজকদের দিকেই৷ নিছক গাফিলতি হিসেবে বিষয়টি দেখা হচ্ছে না৷ কারণ উৎসবের জন্য যে জায়গা স্থির করা হয়েছিল, সেখানে কত মানুষ ধরতে পারে, তাদের যাতায়াতের পথ, ভিড়ের চাপ – এমন অনেক খুঁটিনাটি বিষয় সম্পর্কে আগেভাগেই অনেক সাবধানবাণী শোনা গিয়েছিল৷ সেসব অগ্রাহ্য করে, জেনেশুনে মারাত্মক ঝুঁকি নিয়ে শহর কর্তৃপক্ষ ও আয়োজকরা শনিবার পরিকল্পনা অনুযায়ী ‘লাভ প্যারেড'এর আয়োজন করে৷ যার ফলে একটি সুড়ঙ্গের মধ্যে ভিড়ের চাপে পদপিষ্ট হয়ে ১৯ জন নিহত ও ৫১১ জন আহত হয়৷ তাদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে৷

অভিশপ্ত সেই সুড়ঙ্গছবি: AP

তদন্তকারী কর্তৃপক্ষ আজই জানিয়েছেন, কয়েক সপ্তাহের মধ্যে তদন্তের কাজ শেষ করার চেষ্টা করা হবে৷ তবে অসংখ্য সাক্ষীকে খুঁজে বের করে তাদের জবানবন্দি নিতে হবে৷ ঘটনাস্থলের ছবি ও ভিডিও সংগ্রহ করতে হবে৷ মূল প্রশ্ন হলো, এমন কোনো সিদ্ধান্ত নেওয়া হয়েছিলো কি না, যার ফলে মৃত্যুর ঘটনা ঘটেছে? ডুইসবুর্গ শহরের পুলিশ জানিয়েছে, ইতিমধ্যে দুটি আনুষ্ঠানিক অভিযোগ জমা পড়েছে৷ যেখানে আড়াই লক্ষের বেশি মানুষের প্রবেশের অনুমতি ছিল না, সেখানে ১০ লক্ষেরও বেশি মানুষের সমাগম কীভাবে ঘটতে দেওয়া হলো, এবিষয়ে প্রশ্ন উঠছে৷ আয়োজকদের ক্ষেত্রে অনেক নিয়ম আগেভাগেই শিথিল করা হয়েছিল বলে অভিযোগ উঠছে৷ প্রবল সমালোচনার মুখে ডুইসবুর্গ শহরের মেয়র আডল্ফ সাউয়ারলান্ড পদত্যাগের সম্ভাবনা উড়িয়ে দিচ্ছেন না৷

প্রতিবেদন: সঞ্জীব বর্মন
সম্পাদনা: আব্দুল্লাহ আল ফারূক

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ