1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

লামার রক্তেই করোনার ওষুধের চাবিকাঠি?

৫ অক্টোবর ২০২০

টিকা ও ওষুধের মাধ্যমে গোটা বিশ্বে জরুরি ভিত্তিতে করোনা ভাইরাস জয়ের অসংখ্য চেষ্টা চলছে৷ দক্ষিণ অ্যামেরিকার একটি প্রাণী এ ক্ষেত্রে মানুষকে সংক্রমণ মোকাবিলায় বিশেষভাবে সাহায্য করতে পারে৷

ছবি: WDR

২০১৬ সালের জানুয়ারি মাসে জন্মের কারণে লামা শাবকের নাম রাখা হয়েছে ‘উইন্টার’৷ গেন্ট বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞানীরা গবেষণার স্বার্থে সেই শাবকের শরীর থেকে রক্ত সংগ্রহ করেছেন৷ তাঁদের আশা সত্য প্রমাণ করে রক্তে অ্যান্টিবডি পাওয়া গেছে৷ মলিকিউলার ভাইরোলজিস্ট হিসেবে সাভিয়ে সেলেন্স বলেন, ‘‘লামার রক্তের রহস্য হলো অ্যান্টিবডি৷ সেই অ্যান্টিবডি অত্যন্ত ছোট, কাঠামোও খুব সহজ৷ মানুষের তুলনায় গঠন অনেক সরল৷ তবে সহজ-সরল হলেও এই অ্যান্টিবডি অত্যন্ত শক্তিশালী৷ বেশ কার্যকরভাবে ভাইরাসের মোকাবিলা করতে পারে৷’’

নিজের মলিকিউলার ভাইরোলজিস্টদের টিমসহ সাভিয়ার সেলেন্স সাফল্যের সঙ্গে লামা ও মানুষের অ্যান্টিবডির মধ্যে স্থিতিশীল যোগাযোগ স্থাপন করতে পেরেছেন৷ সেই কৌশলের ফলে মানুষের শরীর কোষ ঠেলে সরিয়ে দিচ্ছে না৷ সাভিয়ে সেলেন্স বিষয়টি ব্যাখ্যা করে বলেন, ‘‘লামার অ্যান্টিবডি যেটা করে সেটা হলো এই৷ সেটি করোনা ভাইরাসের শীর্ষ অংশের সঙ্গে সংযুক্ত হয়৷ তখন ভাইরাস আর মানুষের কোষে ডকিং করতে, অর্থাৎ যুক্ত হতে পারে না৷ ফলে কোনো সংক্রমণ ঘটে না৷ ভাইরাস নিষ্ক্রিয় হয়ে ওঠে৷’’

সাভিয়ে সেলেন্স তিরিশ বছরেরও বেশি সময় ধরে এমন ভাইরাস নিয়ে গবেষণা করছেন, যেগুলি শ্বাসনালীকে আক্রান্ত করে৷ করোনা মহামারির সূচনা থেকে তাঁর ঘুম প্রায় লোপ পেয়েছে৷ ১৫ সদস্যের টিম নিয়ে তিনি ল্যাবেই বেশি সময় কাটাচ্ছেন৷ সেলেন্স মনে করেন, ‘‘লামার সামান্য রক্ত থেকে বিশেষ এই অ্যান্টিবডি তৈরির কোষ বের করা কঠিন কাজ৷ সেগুলির মধ্য থেকেও আবার ভাইরাস নিষ্ক্রিয় করার ক্ষমতাশালী কোষ বেছে নিতে হয়৷’’

গবেষণাগারে অসংখ্য পরীক্ষার পর হ্যামস্টারের উপর এই পদ্ধতি প্রয়োগ করা হবে৷ ওষুধ তৈরির লক্ষ্যে চলতি বছরের শেষে মানুষের উপরও পরীক্ষা চালানো হবে৷ সাভিয়ে সেলেন্স বলেন, ‘‘কোভিড-১৯ ভাইরাসে আক্রান্ত মানুষের শরীরে ইঞ্জেকশনের মাধ্যমে অ্যান্টিবডি প্রবেশ করানোই আমাদের লক্ষ্য৷ এর মাধ্যমে রোগ প্রতিরোধ করা হবে৷ ঝুঁকিপূর্ণ গোষ্ঠীর মানুষের সাময়িক রক্ষাকবচ হিসেবেও এটি প্রয়োগ করতে চাই৷’’

শিল্পক্ষেত্রে বড় আকারে অ্যান্টিবডি উৎপাদন করা সম্ভব হলে সেটি হবে সমাজে পরোক্ষভাবে টিকাদান কর্মসূচির মতো উদ্যোগ৷ সেলেন্স বলেন, ‘‘চারিদিকে চাপের মুখে আমি ও আমার সহকর্মীরা চালিত হচ্ছি৷ সঙ্গে বৈজ্ঞানিক কৌতূহলও কাজ করছে৷ কীভাবে আমরা এই ভাইরাস জয় করতে পারবো? আমাদের লামার অ্যান্টিবডি কি সত্যি এত কার্যকর? আমরা সেটা প্রমাণ করতে চাই৷ তাই আমরা বাড়তি পরিশ্রম করছি৷’’

গবেষণার ফলাফল সত্যি বেশ সম্ভাবনাময়৷ সবকিছু ঠিকমতো চললে আগামী বছরই লামার এই অ্যাক্টিভ ইনগ্রেডিয়েন্ট বাজারে এসে যাবে৷

গোটা বিশ্বের করোনা গবেষকদের কাছে সেরা তারকা হয়ে উঠবে ‘উইন্টার' নামের এই আশ্চর্য লামা৷ লামার মালিক কুন ফানমেখেলেন বলেন, ‘‘এই প্রাণী ও তার স্রষ্টার প্রতি শ্রদ্ধা প্রদান করা আমার কাছে সবচেয়ে জরুলি বিষয়৷ প্রকৃতি আমাদের সব কিছু দিতে পারে৷ উইন্টার সেরা আদর্শ হিসেবে তা দেখিয়ে দিচ্ছে৷ আমাদের শুধু সেটা শিখতে হবে৷’’

সত্যি এমন ওষুধ সফল হলে উইন্টার অবশ্যই আরও খোরাক পাবে বলে ধরে নেওয়া যায়৷

গুড্রুন এঙেল/এসবি

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য
স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ইউরোপ