1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

লাল কেল্লার সামনে গাড়ি বিস্ফোরণ, অন্তত আট জন মৃত

১১ নভেম্বর ২০২৫

সোমবার পুরনো দিল্লির চাঁদনি চক এলাকায় ভয়াবহ বিস্ফোরণে আহতের সংখ্যা ২০র কাছাকাছি। দিল্লি পুলিশ ছাড়াও ঘটনার তদন্ত করছে এনআইএ, ন্যাশানাল সিকিউরিটি গার্ডসহ একাধিক তদন্তকারী দল।

বিস্ফোরণের তীব্রতায় ক্ষতিগ্রস্থ হয় আশে পাশের গাড়ি।
সোমবার পুরনো দিল্লির চাঁদনি চক এলাকায় ভয়াবহ বিস্ফোরণে আহতের সংখ্যা ২০র কাছাকাছি। ছবি: Sajjad Hussain/AFP/Getty Images

বিস্ফোরণে কাঁপলো দিল্লি। সোমবার সন্ধে ছ'টা বেজে ৫২ মিনিটে পুরনো দিল্লির ঐতিহাসিক লাল কেল্লার সামনে ট্রাফিক সিগনালে একটি আই২০ গাড়ি বিস্ফোরণ হয়। এই ঘটনায় মৃত্যু হয়েছে অন্তত আট জনের। আহতের সংখ্যা ২০। তাদের স্থানীয় এলএনজিপি হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। 

যা ঘটেছে  

বিস্ফোরণের সঙ্গে সঙ্গে আগুন ছড়িয়ে পড়ে পাশের একাধিক গাড়িতে।  ঘটনাস্থলে দমকল এসে আগুন নেভায়। বিস্ফোরণের তীব্রতা এতটাই ছিলো যে লাল কেল্লা মেট্রো স্টেশনের এক নম্বর গেটের কাঁচে চিড় ধরে। দিল্লি পুলিশ কমিশনার সাংবাদিকদের বলেন, "ট্র্যাফিক সিগনালের কাছে ধীর গতির একটি আই২০ গাড়ি বিস্ফোরণ হয়। তার তীব্রতায় ক্ষতিগ্রস্থ হয় আশে পাশের গাড়ি।"

বিস্ফোরণের সঙ্গে নাশকতার যোগ আছে কি না সেই নিয়ে তদন্ত করছে পুলিশ। বিস্ফোরণের সঙ্গে নাশকতার যোগ আছে কি না সেই নিয়ে তদন্ত করছে পুলিশ। এই ঘটনার পরে আনলওফুল অ্যাক্টিভিটিজ (প্রিভেনশন) অ্যাক্ট (ইউএপিএ) বা বেআইনি কার্যকলাপ প্রতিরোধ আইন জারি করেছে পুলিশ। তদন্তকারী সংস্থাগুলিকে আরো বেশি ক্ষমতা দেয় এই আইন। দিল্লি পুলিশ ছাড়াও ফরেনসিক দল, এনআইএ, ন্যাশানাল সিকিউরিটি গার্ডসহ একাধিক তদন্তকারী দলকে ঘটনাস্থলে দেখা যায়। এর পরে দিল্লির পুলিশ কমিশনার স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে ঘটনাটি সম্পর্কে অবহিতও করেন। স্বরাষ্ট্রমন্ত্রী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে পরিস্থিতি জানান। শাহ সাংবাদিকদের বলেন, "সব সম্ভাবনার কথা মাথায় রেখে তদন্ত করা হবে।" এর পর তিনি হাসপাতালে গিয়ে আহতদের সঙ্গে দেখা করেন। ঘটনাস্থলে পরিদর্শনেও যান।  

 

 

এই ঘটনার পরে কলকাতা, মুম্বই, ব্যাঙ্গালোর, জয়পুর, হরিয়ানা, পঞ্জাব, হায়দ্রাবাদসহ একাধিক শহরে কড়া নিরাপত্তা জারি করা হয়েছে। 

আই২০ গাড়িটি হরিয়ানার। দিল্লি পুলিশ জানিয়েছে, বিস্ফোরণের সময় গাড়িতে চালককে দেখা গেছে।  

প্রসঙ্গত, এদিন সকালেই দিল্লি থেকে অনতিদূরে ফরিদাবাদে দুই হাজার ৯০০ কেজি বিস্ফোরক উদ্ধার করা হয়। তবে এই ঘটনার সঙ্গে বিস্ফোরণের কোনো যোগ আছে কিনা সেই বিষয়টি স্পষ্ট করেনি পুলিশ।

এসসি/ জিএইচ (এপি, এনডিটিভি) 

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ