1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

মিয়ানমার

১৮ মার্চ ২০১২

মিয়ানমারের গণতান্ত্রিক আন্দোলনের নেত্রী অং সাং সু চি দেশের জাতিগত চীনা অধিবাসীদের ভোট পেতে হাত বাড়িয়ে দিয়েছেন তাদের প্রতি৷ শনিবার তিনি চীনা সংখ্যালঘুদের সঙ্গে সাক্ষাৎ করেন৷

ছবি: AP

আগামী পয়লা এপ্রিল মিয়ানমারে অনুষ্ঠিত হতে যাচ্ছে নির্বাচন৷

প্রথমে সু চি বলেছিলেন তিনি পয়লা এপ্রিলের নির্বাচনে অংশগ্রহণ করবেন না৷ এর কয়েকদিন পরেই তিনি মত পাল্টান৷ দেশের মানুষকে তিনি জানান তিনি নির্বাচনে অংশগ্রহণ করবেন৷ দেশে গণতন্ত্র প্রতিষ্ঠার জন্যই তা করবেন৷ সু চির এই সিদ্ধান্ত দেশে বিদেশে সমাদৃত হয়েছে৷

গতকাল তিনি মিয়ানমারের সঙ্গে চীনের সীমান্তবর্তী শহর লাশিও'তে যান৷ সেখানে তার জন্য অপেক্ষারত ছিল প্রায় কুড়ি হাজার মানুষ৷ সু চি জানান সেখান অনেকেই চীনের কম্যুনিস্ট চিন্তাধারা প্রতিষ্ঠার কথা বলেছিল৷ এরা ন্যাশনাল লিগ ফর ডেমোক্রেসির বিরুদ্ধে৷

তিনি আরো জানান যে, তিনি শুনেছেন যে, এখানে চীনা ব্যবসায়ীরা প্রতিনিয়ত হুমকির সম্মুখীন হচ্ছে৷ তাদের হুমকি দেয়া হয়েছে এই বলে যে, যদি এনএলডি নির্বাচনে জয়ী হয়, তাহলে তাদের ব্যবসার ইতি ঘটানো হবে৷ কারণ হিসেবে বলা হয়, এনএলডি-র সঙ্গে পশ্চিমা বিশ্বের যোগাযোগ এবং সম্পর্ক বেশ ভাল৷

উপস্থিত জনতার সামনে সু চি বলেন,‘‘আমি সবাইকে অনুরোধ করব, যে সব কথা বলা হচ্ছে তা বিশ্বাস না করতে, তাতে কর্ণপাত না করতে৷'' বলা প্রয়োজন, যে-সব মানুষ অপেক্ষা করছিল তাদের হাতে শোভা পাচ্ছিল বিভিন্ন ধরণের ব্যানার৷ তাতে লেখা ছিল,‘আমরা সু চির জন্য, সু চি আমাদের জন্য৷'

যদিও এরা জাতিগতভাবে চীনা, কথা বলে চীনা ভাষায় কিন্তু এদের সবার মিয়ানমারের নাগরিকত্ব রয়েছে৷ সু চি তার বক্তব্যে বেশ পরিষ্কারভাবেই বলেছেন যে, এনএলডি কোন অবস্থাতেই চীনাদের এসব ব্যবসায়ের ক্ষতি করবে না৷ তিনি আরো বলেন,‘‘মিয়ানমারের সঙ্গে চীনের সম্পর্ক বেশ ভাল ছিল যখন দুটি দেশেই গণতান্ত্রিক সরকার ছিল৷'' তবে তিনি ঠিক কোন সময়ের কথা বলছেন তা তিনি উল্লেখ করেননি৷ তিনি বলেন যে, এখন যে সব সমস্যা রয়েছে তা খুবই নগণ্য৷ এবং দুটি পক্ষেরই উচিত এসব সমস্যা ভুলে গিয়ে সম্পর্ক ভালো করার ওপর জোর দেয়া৷

লাশিওতে চীন থেকে অনেক ধরণের নিত্য ব্যবহারযোগ্য পণ্য আমদানি করা হয়৷ এর মধ্যে কাপড়, ইলেকট্রনিক্স এবং ঘরের প্রয়োজনীয় বিভিন্ন তৈজসপত্র উল্লেখযোগ্য৷ অনেক দোকান এবং বাড়ীতে চীনা ভাষায় নাম লেখা লাশিওতে৷

নোবেল শান্তি পুরষ্কার বিজয়ী সু চি আন্তর্জাতিক ক্ষেত্রে ব্যবসা বিস্তৃত করার ওপর জোর দেন৷ তিনি বলেন, ‘‘আমরা জানি যে ব্যবসায়ে বিনিয়োগ করলেই তা থেকে আমাদের দেশই লাভবান হবে৷ তা যে ধরণের ব্যবসাই হোক না কেন৷ তবে এদিকে খেয়াল রাখতে হবে যে, যে দেশ পণ্য আমদানি করছে সেই দেশটিও যেন লাভবান হয়৷ ব্যবসার ক্ষেত্রে যেন দুটি দেশই লাভবান হয়৷ তা হতে হবে ব্যবসার মূল নীতি৷''

তবে আসন্ন নির্বাচন সম্পর্কে তিনি উপস্থিত মানুষের উদ্দেশ্যে বলেন, ‘‘এই নির্বাচনে কোন ধরণের কারচুপি যেন না হয়, সেদিকে খেয়াল রাখা প্রতিটি মানুষের কর্তব্য৷'' তিনি সবাইকে সতর্ক করে দিয়ে বলেন, যে বা যারা নির্বাচনে কারচুপির আশ্রয় নেবে বা হুমকি দেবে তাদের সবার বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা গ্রহণ করা হবে৷

প্রতিবেদন: মারিনা জোয়ারদার

সম্পাদনা: অরুণ শঙ্কর চৌধুরী

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য
স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ