লাস ভেগাসে ট্রাম্প হোটেলের বাইরে সাইবার ট্রাকে বিস্ফোরণ
২ জানুয়ারি ২০২৫
একটি টেসলার সাইবার ট্রাকে বিস্ফোরণ হয়েছে। ঘটনায় অন্তত একজনের মৃত্যু হয়েছে, আহত সাত। ট্রাম্প হোটেলের ঠিক বাইরে এই ঘটনা ঘটেছে।
বিজ্ঞাপন
অ্যামেরিকার ভাবী প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্পের লাস ভেগাসের হোটেলের বাইরে এই ঘটনা ঘটেছে। সেখানে একটি টেসলার সাইবারট্রাক দাঁড়িয়েছিল। আচমকাই তাতে আগুন লেগে যায়। সঙ্গে বিস্ফোরণের শব্দও শোনা যায়।
এলাকার শেরিফ কেভিন ম্যাকমাহিল সাংবাদিকদের জানিয়েছেন, ট্রাকটিকে টেনে হোটেলের কাচের দরজার সামনে নিয়ে যাওয়া হচ্ছিল, তখনই বিস্ফোরণটি ঘটে। ট্রাকের ভিতর একজন ছিলেন, তার মৃত্যু হয়েছে। বাকিরা বাইরে ছিলেন, তাদের আঘাত গুরুতর নয়।
যুক্তরাষ্ট্রে বন্দুক নিয়ন্ত্রণ সম্পর্কে ৬ তথ্য
ফ্লোরিডার স্কুলে বন্দুকধারীর হামলার পর ফের মার্কিন মুলুকে বন্দুক ব্যবহারের প্রচলন নিয়ে প্রশ্ন উঠেছে৷ এক নজরে দেখে নেওয়া যাক কীভাবে বন্দুক কেনা যায় সে দেশে৷
ছবি: picture-alliance/AP Photo/A. Breed
বন্দুকের শিকার
অ্যামেরিকায় সাধারণ নাগরিকের বন্দুক ব্যবহার নিয়ে দীর্ঘদিন ধরে প্রতিবাদ চলছে৷ রাজনীতিতেও এর ঢেউ লেগেছে বহু সময়৷ তথ্য বলছে, প্রতিবছর বন্দুকের লড়াইয়ে অ্যামেরিকায় মৃত্যু হয় ৩৩ হাজার মানুষের৷ এর সঙ্গে অন্যান্য অস্ত্র নিয়ে লড়াই, আত্মহত্যা, হত্যার চেষ্টার ঘটনা ধরলে সংখ্যাটি হবে ৩ গুণেরও বেশি৷
ছবি: picture-alliance/AP Photo/L. Sladky
১৮ বছর হলেই বন্দুক
মার্কিন আইন অনুযায়ী বয়স ১৮ বছর হলেই সে দেশের যে কোনো নাগরিক বন্দুকের লাইসেন্সের জন্য আবেদন করতে পারেন৷ শটগান বা রাইফেলও কিনতে পারেন৷ সঙ্গে যথেষ্ট পরিমাণ কার্তুজ৷ তবে হ্যান্ড গান, লিভলভার কিনতে হলে অপেক্ষা করতে হয় ২১ বছর বয়স পর্যন্ত৷
সকলকে অবশ্য বন্দুক কেনার ছাড়পত্র দেওয়া হয় না৷ অতীতে যাদের বিরুদ্ধে মামলা হয়েছে, দাগী অপরাধী কিংবা রাষ্ট্র যাদেরকে আশঙ্কাজনক বলে মনে করে, তাদের লাইসেন্স দেওয়া হয় না৷ যদিও অভিযোগ, অস্ত্রের খোলা বাজার থাকায় অনেকেই বেআইনি অস্ত্র সংগ্রহ করে নেয়৷
ছবি: picture-alliance/dpa/K. Krzaczynski
চাইলেই কি বিক্রি করা যায় বন্দুক
অস্ত্রের দোকান বা বন্দুকের দোকান খোলার জন্য আলাদা করে লাইসেন্স নিতে হয়৷ ২১ বছর না হলে এ ধরনের দোকান খোলার অনুমতি মেলে না৷ সকলকে বন্দুকের দোকান তৈরির ছাড়পত্রও দেওয়া হয় না৷ সেক্ষেত্রেও দেখা হয় আবেদনকারীর ট্র্যাক রেকর্ড৷
ছবি: DW/I. Pohl
আবেদনকারীর অতীত পরীক্ষা
যাঁরা দোকান খুলতে চান, কিংবা যাঁরা বন্দুকের লাইসেন্সের জন্য আবেদন করেন, সকলেরই অতীত সম্পর্কে খোঁজ-খবর নেয়া হয়৷ স্থানীয় প্রশাসন ঠিক করে কারা সেই তদন্ত করবে৷ সাধারণত এফবিআই এই কাজটি করে থাকে৷ তবে অনেক সময় স্থানীয় প্রশাসনও একটি তদন্ত চালায় আলাদা ভাবে৷
ছবি: picture-alliance/AP Images/R. Barrera
খোলা রাস্তায় বন্দুক
বন্দুক কেনা গেলেও খোলা রাস্তায় বন্দুক নিয়ে ঘুরে বেড়ানোর ক্ষেত্রে কিছু বিধিনিষেধ আছে৷ কোনো কোনো রাজ্যে বন্দুক খাপে ভরে ঘোরা যায়৷ অধিকাংশ জায়গায় হ্যান্ড গান সঙ্গে রাখলে তার লাইসেন্সও সঙ্গে রাখতে হয়৷ তবে অধিকাংশ রাজ্যেই শট গান সঙ্গে নিয়ে যত্রতত্র ঘোরা যায়৷ তার জন্য কোনো বিধিনিষেধ নেই৷
ছবি: picture-alliance/AP Photo/A. Breed
6 ছবি1 | 6
ঘটনাটি ঘটার সঙ্গে সঙ্গে হোটেলটি ফাঁকা করে দেয়া হয়। তবে বিস্ফোরণের কারণ এখনো পর্যন্ত স্পষ্ট নয়। পুলিশ ট্রাকের ভিতরে ঢুকে তদন্ত শুরু করেছে। বিস্ফোরণের পিছনে সন্ত্রাসীদের হাত থাকার বিষয়টিও উড়িয়ে দেয়া হচ্ছে না।
আশঙ্কা বাড়িয়ে দিয়েছে টেসলার সিইও ইলন মাস্কের একটি পোস্ট। সেখানে বলা হয়েছে, প্রযুক্তিগত কারণে ওই ট্রাকে বিস্ফোরণ হয়নি। বোমা অথবা বিপুল পরিমাণ আগুন লাগার ফলেই ওই বিস্ফোরণ হয়েছে বলে জানিয়েছেন তিনি। তার দাবি, ট্রাকটিকে ভাড়া নেওয়া হয়েছিল।
পরে মাস্ক আরো একটি পোস্ট করেন এক্স হ্যান্ডেলে। সেখানে সন্ত্রাসবাদীদের হাত নিয়ে আরো স্পষ্ট প্রশ্ন তোলা হয়।
টুইট
হোয়াইট হাউসের তরফে বলা হয়েছে, প্রেসিডেন্ট জো বাইডেন ঘটনার কথা জানেন। তিনি তার অফিসারদের এবিষয়ে নির্দিষ্ট দিয়েছেন। তবে ডনাল্ড ট্রাম্প এখনো পর্যন্ত কোনো মন্তব্য করেননি।