পাঞ্জাব রাজ্যের পাকিস্তান সংলগ্ন সীমান্তে ৩৬০ ফুট দৈর্ঘ্যের বিশাল এক পতাকা উড়িয়েছে ভারত৷ পাকিস্তান মনে করছে, পতাকার আড়ালে ক্যামেরা বসিয়ে তাদের ওপর গোয়েন্দাগিরি করছে ভারত৷ ভারত অবশ্য সে অভিযোগ অস্বীকার করেছে৷
বিজ্ঞাপন
গত ৫ই মার্চ পাঞ্জাব রাজ্যের ছোট্ট গ্রাম আট্টারির পাকিস্তান সীমান্তে অতিকায় এক পতাকা উড়িয়েছে ভারত৷ ১১০ মিটার দৈর্ঘ্য এবং ২৪ মিটার প্রস্থের এই পতাকার (খুটিসহ) ওজন ৫৫ টন৷ সাতটি ট্রলির সহায়তায় মুম্বই থেকে পাঞ্জাবে নিয়ে যাওয়া হয় পতাকাটি৷ এমন পতাকা ওড়ানোও সহজ ছিল না৷ এ কাজে ব্যবহার করা হয়েছে বিশেষ ধরনের ক্রেন৷ পতাকার পাশেই রয়েছে ৬৫ ফুট উচ্চতার তিনটি লোহার পাইপ৷ সেই পাইপে জ্বলছে উচ্চক্ষমতাসম্পন্ন এলইডি বাতি৷ পতাকা যাতে খুব দূর থেকেও দেখা যায় সে উদ্দেশ্যেই এমন আলোর ব্যবস্থা৷ ধারণা করা হচ্ছে, আট্টারি থেকে ২৭ কিলোমিটার দূরে পাকিস্তানের শহর লাহোর থেকেও দেখা যাবে পতাকাটি৷
গত বছর পূর্বাঞ্চলীয় শহর রাঁচিতে ১৯৩ ফুট দৈর্ঘ্যের জাতীয় পতাকা উড়িয়েছিল ভারত৷ তখন সেটাই ছিল বিশ্বের সবচেয়ে বড় জাতীয় পতাকা৷ এবারেরটি সেটাকেও ম্লান করে দিল৷
সবচেয়ে বড় পতাকা তৈরি এবং তা ওড়ানোর পেছনে ব্যয় হয়েছে মোট সাড়ে তিন কোটি ভারতীয় টাকা৷ ভারত মনে করে, অচিরেই পাকিস্তানও হয়ত এমন পতাকা ওড়ানোর উদ্যোগ নেবে৷ তবে ভারতের চিরপ্রতিদ্বন্দ্বী দেশটির পক্ষ থেকে এখনো সেরকম কোনো ইঙ্গিত পাওয়া যায়নি৷ বরং পাকিস্তানের সন্দেহ, ভারত পতাকার আড়ালে গোয়েন্দা ক্যামেরা বসিয়ে গোয়েন্দাগিরি করছে৷ ভারত এ অভিযোগ অস্বীকার করেছে৷
কার, কতগুলো পারমাণবিক বোমা আছে
স্টকহোম ইন্টারন্যাশনাল পিস রিসার্চ ইনস্টিটিউট এর ২০২০ সালের জানুয়ারিতে প্রকাশিত এক প্রতিবেদন বলছে, বিশ্বের নয়টি দেশের কাছে বর্তমানে ১৩,৪০০টি আণবিক বোমা আছে৷ তবে এ সব বোমার সংখ্যা কমানোর চেষ্টা অব্যাহত রয়েছে৷
ছবি: Getty Images/AFP/KCNA
রাশিয়ার কাছে সবচেয়ে বেশি
স্টকহোম আন্তর্জাতিক শান্তি গবেষণা ইনস্টিটিউট সিপ্রি-র তথ্য অনুসারে রাশিয়ার কাছে বর্তমানে সবচেয়ে বেশি আণবিক বোমা রয়েছে৷ দেশটিতে এ ধরনের বোমার সংখ্যা ৬,৩৭৫টি৷ ১৯৪৯ সালে রাশিয়া প্রথম পারমাণবিক পরীক্ষা করেছিল৷
ছবি: Getty Images/AFP/N. Kolesnikova
দ্বিতীয় মার্কিন যুক্তরাষ্ট্র
মার্কিন যুক্তরাষ্ট্র প্রথম পারমাণবিক বোমা বানিয়েছে এবং একমাত্র দেশ যারা যুদ্ধেও এই অস্ত্র ব্যবহার করেছে৷ দেশটির কাছে এখন ৫,৮০০ টি পারমাণবিক বোমা রয়েছে৷
ছবি: picture-alliance/AP Photo/H. Jamali
চীনও পিছিয়ে নেই
৩২০টি পারমাণবিক বোমা আছে চীনের৷ রাশিয়া বা যুক্তরাষ্ট্রের তুলনায় সংখ্যাটা কম হলেও দেশটি ধীরে ধীরে এই সংখ্যা বাড়াচ্ছে৷ যেমন ২০১৯ সালেই তাদের কাছে ২৯০ টি বোমা ছিল৷ স্থল, আকাশ বা সমুদ্রপথে সেগুলো ছোঁড়া সম্ভব৷
ছবি: Getty Images
সাবমেরিনে পারমাণবিক বোমা
ফ্রান্সের কাছে পারমাণবিক ওয়ারহেড আছে ২৯০টি৷ এগুলোর অধিকাংশই রয়েছে সাবমেরিনে৷ দেশটির অন্তত একটি সাবমেরিন সবসময় পারমাণবিক বোমা নিয়ে টহল দেয়৷
ছবি: AP
যুক্তরাজ্যেরও আছে পারমাণবিক বোমা
২১৫টি পারমাণবিক বোমা রয়েছে যুক্তরাজ্যের কাছে৷ জাতিসংঘের নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্য এই দেশটি ১৯৫২ সালে প্রথম পারমাণবিক পরীক্ষা চালায়৷
ছবি: picture-alliance/dpa/J. Kaminski
দক্ষিণ এশিয়ায় এগিয়ে পাকিস্তান
ইতোমধ্যে তিনবার প্রতিবেশী ভারতের সঙ্গে যুদ্ধে জড়িয়েছে পাকিস্তান৷ দেশটির আছে ১৬০টি আণবিক বোমা৷ সাম্প্রতিক সময়ে পারমাণবিক বোমার সংখ্যা বাড়িয়েছে দেশটি৷ অনেকে আশঙ্কা করেন, প্রতিবেশীর সঙ্গে দেশটির লড়াই কোন এক সময় পারমাণবিক যুদ্ধে রূপ নিতে পারে৷
ছবি: picture-alliance/AP
থেমে নেই ভারত
পারমাণবিক বোমার সংখ্যা বাড়াচ্ছে ভারতও৷ দেশটি প্রথম পারমাণবিক পরীক্ষা চালায় ১৯৭৪ সালে৷ সিপ্রির তথ্য অনুযায়ী, তাদের কাছে এখন ১৫০টি বোমা রয়েছে৷ ভারত অবশ্য জানিয়েছে, তারা আগে কোনো দেশকে আঘাত করবে না, আর যেসব দেশের পারমাণবিক বোমা নেই, সেসব দেশের বিরুদ্ধে তারা এ ধরনের বোমা ব্যবহার করবে না কোনোদিন৷
ছবি: Reuters
ইসরায়েল সম্পর্কে তথ্য কম
ইসরায়েল অবশ্য নিজের দেশের পরমাণু কর্মসূচি সম্পর্কে তেমন কিছু জনসমক্ষে প্রকাশ করে না৷ যদিও দেশটির নব্বইটি পারমাণবিক ‘ওয়ারহেড’ আছে বলে উল্লেখ করেছে সিপ্রি৷
ছবি: Reuters/B. Ratner
উত্তর কোরিয়া সবার নীচে
পারমাণবিক অস্ত্র নিয়ে গোপনীয়তা অবলম্বন করে উত্তর কোরিয়াও৷ এখন দেশটির কাছে থাকা বোমার সংখ্যা আনুমানিক ৩০ থেকে ৪০টি৷
ছবি: Reuters
9 ছবি1 | 9
মুরালি কৃষ্ণণ/এসিবি
পাকিস্তান কি সত্যিই কোনোদিন এমন পতাকা ওড়ানোর উদ্যোগ নেবে? জানান নীচের মন্তব্যের ঘরে৷