১৯৮০ সালের রেকর্ড ভাঙলো লাহোরে। ভয়াবহ বৃষ্টিতে রাস্তায় জল। বন্ধ স্কুল-অফিস-কাছারি। বিপর্যস্ত নিকাশিব্য়বস্থা।
বিজ্ঞাপন
বৃহস্পতিবার রেকর্ড বৃষ্টিপাত হয়েছে পাকিস্তানের দ্বিতীয় বৃহত্তম শহর লাহোরে। এক ঘণ্টায় বৃষ্টি হয়েছে ৩৫৩ মিলিমিটার। এর আগে ১৯৮০ সালের জুলাই মাসে তিন ঘণ্টায় সেখানে বৃষ্টি হয়েছিল ৩৩২ মিলিমিটার। সেটিই ছিল সবচেয়ে বেশি বৃষ্টির রেকর্ড। বৃহস্পতিবার সেই রেকর্ড ভেঙে গেছে। ভয়াবহ বৃষ্টিতে বিপর্যস্ত হয়েছে নিকাশিব্য়বস্থা। শহরের প্রায় সমস্ত রাস্তায় জল জমেছে। জল ঢুকে গেছে ঘরের ভিতরে। শুক্রবারও ছুটি দেওয়া হয়েছে সমস্ত স্কুল। বন্ধ অফিস-কাছারি।
জলবায়ু পরিবর্তনের কারণে বিশ্বব্যাপী দুর্যোগ বাড়ছে
জলবায়ু পরিবর্তনের জন্য সবচেয়ে কম দায়ী দেশগুলো সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছে৷ পাকিস্তান, নাইজেরিয়াসহ বিশ্বের বিভিন্ন দেশে বন্যা, ভূমিধসে ক্ষতিগ্রস্ত হচ্ছে৷
ছবি: Pedro Rances Mattey/AA/picture alliance
মানবিক দুর্যোগের ঝুঁকিতে নাইজেরিয়া
নাইজেরিয়ায় বন্যায় ৬০০-র বেশি মানুষ প্রাণ হারিয়েছেন৷ লাখ লাখ মানুষ এখনও জরুরি সহায়তার অপেক্ষায় আছেন৷ দেশটির ৩৬টি রাজ্যের মধ্যে ৩৩টি বন্যায় ক্ষতিগ্রস্ত হয়েছে৷ ফলে রোগ ও খাদ্য সংকটের ঝুঁকিতে পড়েছে নাইজেরিয়া৷ নাইজেরিয়ায় নিয়মিত বন্যা হলেও এবারেরটি গত এক দশকের বেশি সময়ের মধ্যে সবচেয়ে বড়৷ ভারী বৃষ্টিপাত এবং ক্যামেরুন বাঁধ খুলে দেয়ায় এবার এমন হয়েছে বলে কর্তৃপক্ষ বলছে৷
ছবি: Ayodeji Oluwagbemiga/REUTERS
চাডে খরার পর বন্যা
অনেকদিন খরা থাকার পর চাডে গত ৩০ বছরের মধ্যে এবার সবচেয়ে বেশি বৃষ্টিপাত হয়েছে৷ ফলে দেশটির একটি বড় অংশে এখন চলাচলের একমাত্র বাহন হচ্ছে নৌকা৷ জাতিসংঘ বলছে, খরার পর বন্যার কারণে চাডের প্রায় ২১ লাখ মানুষ প্রচণ্ড ক্ষুধায় ভুগছে৷ খাদ্যমূল্য চরমে পৌঁছেছে৷
ছবি: Mahamat Ramadane/REUTERS
শ্রীলঙ্কায় বন্যা
কমপক্ষে তিনজন প্রাণ হারিয়েছেন৷ কলম্বোতে বেশি বন্যা হয়েছে৷ বন্যার কারণে দেশের অনেক এলাকায় ভূমিধসের ঝুঁকি তৈরি হয়েছে৷ সামনে আরও বৃষ্টিপাতের পূর্বাভাস রয়েছে৷
ছবি: Pradeep Dambarage/NurPhoto/picture alliance
পাকিস্তানে রোগ ও পুষ্টিহীনতা
ভারী বৃষ্টিপাতের কারণে সৃষ্ট বন্যায় পাকিস্তানে ১,৭০০-র বেশি মানুষ প্রাণ হারিয়েছেন৷ পাঁচ লাখের বেশি মানুষ তাঁবুতে দিন কাটাচ্ছেন৷ বন্যার পানি সরে যাচ্ছে৷ তবে সিন্ধু ও বালুচিস্তানের মানুষ এখন পানিবাহিত রোগে ভোগার ঝুঁকিতে আছেন৷
ছবি: Sabir Mazhar/AA/picture alliance
ভেনেজুয়েলায় ভূমিধস
চলতি মাসে ভেনেজুয়েলায় বন্যার কারণে ভূমি ধসে ৫০ জনের বেশি মানুষের মৃত্যু হয়েছে৷ ভারী বৃষ্টিপাতের কারণে গত এক দশকের মধ্যে সবচেয়ে বড় বন্যা হচ্ছে দেশটিতে৷ এর জন্য কর্তৃপক্ষ জলবায়ু পরিবর্তনকে দায়ী করছে৷ আরও বৃষ্টিপাতের পূর্বাভাস রয়েছে৷
ছবি: Pedro Rances Mattey/AA/picture alliance
ফিলিপাইন্সে জীবনের একটি অংশ বন্যা
ফিলিপাইন্সের রাজধানী ম্যানিলা থেকে ৩৭ কিলোমিটার দূরের হাগোনয় শহরের মোটরসাইকেল চালকরা তাদের বাহন একটু উঁচু করে নিয়েছেন৷ কারণ সেখানে বছরের একটা বড় সময় বন্যার পানি থাকে৷ এমন পরিস্থিতিতে চলতে সহায়ক ঐ বাহন৷ চলতি সপ্তাহে টাইফুনের কারণে দেশটির উত্তরাঞ্চলের অনেক গ্রাম ও কৃষিজমি ডুবে গেছে৷
ছবি: Eloisa Lopez/REUTERS
জলবায়ু পরিবর্তন দায়ী
প্রাকৃতিক দুর্যোগের সংখ্যা ও মাত্রা সাম্প্রতিক সময়ে অনেক বেড়ে গেছে৷ জলবায়ু পরিবর্তনের কারণে বিশ্বের তাপমাত্রা বেড়ে যাচ্ছে৷ ফলে আর্দ্রতা বেড়ে গিয়ে বেশি বৃষ্টিপাত হচ্ছে৷ কোনো একটি দুর্যোগের জন্য জলবায়ু পরিবর্তন ঠিক কতখানি দায়ী তা পরিমাপ করা না গেলেও এটি এখন একটি ধারায় পরিণত হয়েছে৷ তবে জলবায়ু পরিবর্তনের জন্য সবচেয়ে কম দায়ী দেশগুলো সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছে৷
ছবি: Sanjev Gupta/dpa/picture alliance
7 ছবি1 | 7
সবচেয়ে বেশি বৃষ্টি হয়েছে ভারত-পাকিস্তান সীমান্ত অঞ্চলে। বস্তুত, বুধ এবং বৃহস্পতিবার দিল্লি-সহ উত্তর ভারতে ব্য়াপক বৃষ্টি হয়েছে। উত্তর ভারতের হিমালয়ে তিন জায়গায় মেঘফাটা বৃষ্টি হয়েছে। পাহাড়ি নদীর জলের দাপটে ভেঙেছে দোকান, বাড়ি, রাস্তা। এক ডজনেরও বেশি মানুষের মৃত্য়ু হয়েছে।
পাকিস্তানেও অন্তত একজনের মৃত্য়ু হয়েছে বলে জানা গেছে। জলে বিদ্যুৎ সঞ্চালিত হওয়ার কারণেই তার মৃত্য়ু হয়েছে বলে মনে করা হচ্ছে। শহরের কমিশনার শহরে জরুরি অবস্থা ঘোষণা করেছেন।
লাহোরের সবচেয়ে বড় জিন্না সরকারি হাসপাতালেও জল ঢুকে গেছে। ব্য়াহত হয়েছে চিকিৎসা।
পাকিস্তানের উত্তর-পশ্চিমে খাইবার পাখতুনখওয়াতেও প্রবল বৃষ্টি হয়েছে। গত তিন দিন ধরে সেখানে সমানে বৃষ্টি হচ্ছে। পাহাড়ি ওই অঞ্চলে এখনো পর্যন্ত ২৪ জনের মৃত্য়ু হয়েছে বলে স্থানীয় প্রশাসন জানিয়েছে। বেশ কিছু জায়গায় ধস নেমেছে। উদ্ধারকারী দল কাজে নেমেছে।
২০২২ সাল থেকে এমন বৃষ্টিপাত দেখছে পাকিস্তান। বিশেষজ্ঞদের বক্তব্য়, জলবায়ু পরিবর্তন এবং বিষ্ব উষ্ণায়নের প্রভাবেই এমনটা ঘটছে সেখানে।
ভারতেও এর প্রভাব লক্ষ্য় করা যাচ্ছে। উত্তর ভারতের আগে দক্ষিণের কেরালায় ভয়াবহ ভূমিধস দেখা গেছে। সেখানে ১৮০ জনের মৃত্য়ু হয়েছে এখনো পর্যন্ত।