1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান
দুর্নীতিবাংলাদেশ

লায়লা কানিজের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেয়ার দাবি

৫ জুলাই ২০২৪

আলোচিত রাজস্ব কর্মকর্তা মতিউর রহমানের প্রথম স্ত্রী লায়লা কানিজ ২৭ জুন সাংবাদিক কেনার কথা বলে আলোচনায় আসেন৷ তবে তিনি এমন কথা বলেননি বলে বৃহস্পতিবার ফেসবুকে প্রকাশিত এক ভিডিওতে দাবি করেন৷

বাংলাদেশের জাতীয় প্রেসক্লাব ভবন
বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত লায়লা কানিজের বক্তব্য নিয়ে সাংবাদিক সংগঠনগুলো ক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করেছেছবি: Mortuza Rashed/DW

কোরবানির সময় ১৫ লাখ টাকার ‘ছাগলকাণ্ডের’ পর মতিউরের অবৈধ সম্পদের পাহাড়ের খবর বেরিয়ে আসে৷ একইভাবে তার স্ত্রী ও নরসিংদীর রায়পুরা উপজেলার চেয়ারম্যান লায়লা কানিজও অনেক সম্পদের মালিক বলে অভিযোগ ওঠে৷ তিনি আগে একটি সরকারি কলেজের সহযোগী অধ্যাপক ছিলেন৷ চাকরি ছেড়ে ক্ষমতাসীন আওয়ামী লীগের রাজনীতিতে যুক্ত হয়ে উপজেলা চেয়ারম্যান হয়েছেন৷ তাদের দুই জনের সম্পদের অনুসন্ধান শুরু করেছে দুর্নীতি দমন কমিশন৷

ছাগলকাণ্ডের পর মতিউর রহমান ও তার স্ত্রী লায়লা কানিজ দুইজনই আত্মগোপনে ছিলেন৷ আত্মগোপনের দুই সপ্তাহ পর ২৭ জুন লায়লা কানিজ তার নিজ উপজেলা রায়পুরায় দুইটি প্রশাসনিক সভায় অংশ নিয়ে প্রকাশ্যে আসেন৷ সেখানেই তিনি সাংবাদিকদের নানা প্রশ্ন এড়িয়ে গাড়িতে ওঠার সময় বলেন, ‘‘ঢাকার ও নরসিংদীর জাতীয় পত্রিকা ও টিভির বড় বড় সাংবাদিকদের কিনেই উপজেলা পরিষদে এসেছি৷ তারা আর কিছু করতে পারবে না৷ সব থেমে যাবে৷ বড় বড় সংবাদিকদের ম্যানেজ করেই এখানে এসেছি৷ পাছে লোকে কত কিছুই বলে৷ তাতে কিছু আসে যায় না৷’’

সাংবাদিকরা যা বলছেন

তার এই কথার আনুষ্ঠানিক প্রতিবাদ জানিয়েছে ঢাকা সাংবাদিক ইউনিয়ন (ডিইউজে)৷ ৩০ জুন এক বিবৃতিতে সংগঠনটি লায়লা কানিজকে বক্তব্য প্রত্যাহার ও হীন বক্তব্যের জন্য নিঃশর্তভাবে ক্ষমা চাওয়ার আহ্বান জানায়৷ বিবৃতিতে বলা হয়, ‘‘মতিউর রহমান ও তার পরিবারের সদস্যদের বিরুদ্ধে যে দুর্নীতির অভিযোগ উঠেছে, উদ্দেশ্যমূলক মন্তব্য করে দুর্নীতির সেসব সংবাদ প্রকাশে সাংবাদিকদের বিরত রাখা যাবে না৷ একজন জনপ্রতিনিধি হয়ে লায়লা কানিজের এ ধরনের ঔদ্ধত্যমূলক বক্তব্য দেয়া অন্যায়৷’’

এখন অনেক ভুয়া সাংবাদিক আছে: সোহেল হায়দার চৌধুরী

This browser does not support the audio element.

ডিইউজের সভাপতি সোহেল হায়দার চৌধুরী বলেন, ‘‘আমরা তাকে বলেছি কোনো সাংবাদিক তার কাছ থেকে কোনো সুবিধা নিয়ে থাকলে তাদের নাম প্রকাশ করতে ৷ কিন্তু তিনি এখনো নাম প্রকাশ করেননি৷ তিনি তার বক্তব্য প্রত্যাহার বা ক্ষমাও চাননি৷ আমরা এখন তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়ার দাবিতে আন্দোলন শুরুর চিন্তা করছি৷’’

তার কথা, ‘‘কোনো সাংবাদিক যদি পেশাগত অসদাচারণ করেন তাহলে তার প্রতিকারের ব্যবস্থা আছে৷ আইনগত ব্যবস্থাও নেয়া যায়৷ আসলে তিনি পুরো সাংবাদিক সমাজকে হেয় করেছেন৷ এটা তার বিকৃত রুচির প্রকাশ৷’’

ডিইউজের সভাপতি বলেন, ‘‘তবে এখন অনেক ভুয়া সাংবাদিক আছে৷ একটা সংবাদমাধ্যম হতে হলে তার একটা কাঠামো থাকতে হয়৷ কেউ ফেসবুক বা ইউটিউবে কিছু করলেই তিনি সাংবাদিক নন৷ একটা সংবাদকে সংবাদ হতে হলে তা অনেকগুলো পরীক্ষার মধ্য দিয়ে যেতে হয়৷ ভুয়া সাংবাদিকদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া আইন-শৃঙ্খলা বাহিনীর কাজ৷’’

‘কাদের কিনেছেন নাম জানান’

বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের (বিএফইউজে) সভাপতি মো. ওমর ফারুক বলেন, ‘‘উনি তো নাম বলতে পারেননি যে কাকে কাকে কিনে নিয়েছেন৷ পারলে নাম প্রকাশ করুন৷ আমরা তদন্ত করে দেখব৷ সেটা প্রকাশ না করে ঢালাওভাবে সাংবাদিক কেনার দাবি করে তিনি গর্হিত অপরাধ করেছেন৷ তিনি যদি দুঃখ প্রকাশ ও তার বক্তব্য প্রত্যাহার না করেন তাহলে সাংবাদিকরা তাকে পরিহার করবে৷ তিনি তো উপজেলা চেয়ারম্যান তার সংবাদ প্রকাশ বা তার ব্যাপারে সাংবাদিকরা সতর্ক থাকবেন৷’’

তার কথা, ‘‘তিনি ঢালাওভাবে সব সাংবাদিকের বিরুদ্ধে অসত্য কথা বলেছেন আমাদের আপত্তি এখানেই৷ তবে আমরা যে কিছু কিছু সাংবাদিকের বিরুদ্ধে অর্থের লেনদেন বা পেশাগত অসদাচরণের অভিযোগ পাই না, তা নয়৷ পেলে আমরা তদন্ত করে ব্যবস্থা নিই৷ অনেকে মনে করেন সাংবাদিকরা যে কারুর বিরুদ্ধে যা কিছু লিখে দিতে পারেন৷ এই ধারণা ঠিক নয়৷ কারণ সাংবাদিক লিখে দিলেই সেটা ছাপা বা প্রকাশ হয় না৷ কয়েকটি গেট পার হয়ে সম্পাদনার পর সঠিক হলেই খবর প্রকাশ করা হয়৷’’

বিএফইউজে সভাপতি বলেন, ‘‘তবে সংবাদমাধ্যমের মালিকরা নিজেদের স্বার্থে উদ্দেশ্যমূলকভাবে সংবাদমাধ্যমকে ব্যবহার করে থাকতে পারেন৷ সেখানে সাংবাদিকদের কিছু করার থাকে না৷''

‘পেশাদার সাংবাদিকদের কেনা যায় না'

ঢাকা রিপোর্টার্স ইউনিটির সভাপতি শুক্কুর আলী শুভ বলেন, ‘‘সাংবাদিকরাই সমাজের অনিয়ম দুর্নীতির খবর আগে দেন৷ তারা সমাজ ও রাষ্ট্রের কল্যাণে এই কাজ করেন৷ এই যে মতিউর সাহেবের দুর্নীতির খবর, তার স্ত্রীর সম্পদের খবর, এটা সাংবাদিকরাই আগে প্রকাশ করেছেন৷ এখন না হয় সরকার, দুদক নড়েচড়ে বসেছে৷ সাংবাদিকরা প্রকাশ না করলে তাদের নিয়ে তো কেউ কথা বলত না৷ এই কারণেই দুর্নীতিবাজ, সমাজবিরোধীরা সবসময় সাংবাদিকদের ওপর ক্ষিপ্ত৷ লায়লা কানিজ তার ব্যতিক্রম নন৷ তিনি তার দুর্নীতির বিষয় ভিন্ন খাতে প্রবাহিত করতে সাংবাদিকদের কেনার বিষয়টি বলেছেন বলে আমি মনে করি৷’’

তার কথা, ‘‘সাংবাদিকদের কেনা যায় না৷ পেশাদার সাংবাদিকরা কখনো বিক্রি হয় না৷ উনি যদি কাউকে কিনে থাকেন তাহলে নাম প্রকাশ করুক৷ তার পরিবারের সদস্যদের সঙ্গে কোনো কোনো সাংবাদিকের ছবি আমরা সামাজিক যোগাযোগ মাধ্যমে দেখেছি৷ এটা থাকতেই পারে৷ সেটা দিয়ে কিছু প্রমাণ হয় না৷’’

বাংলাদেশ ক্রাইম রিপোর্টার্স অ্যাসোসিয়েশনের সভাপতি কামরুজ্জামান খান বলেন, ‘‘সৎ ও বস্তুনিষ্ঠ সাংবাদিকতা কখনো বিক্রি হয় না৷ অন্যায়ের কাছে কখনো মাথা নত করে না৷ তারা দুর্নীতি ও অন্যায়ের বিরুদ্ধে আপোশহীনভাবে পেশাদারিত্বের সাথে তাদের দায়িত্ব পালন করে৷’’

‘‘তারপরও কোনো সাংবাদিকের বিরুদ্ধে কোনো অভিযোগ এলে তিনি যদি আমাদের সদস্য হন তাহলে আমরা তদন্ত করে ব্যবস্থা নিই৷ তবে ব্যক্তির দায় পুরো সাংবাদিক সমাজের ওপর চাপানো যাবে না৷ আর এখন অনেক ভুয়া সাংবাদিক আছেন যারা সাংবাদিকের পরিচয় ব্যবহার করে নানা অপরাধ করেন৷ তাদের ব্যাপারে সতর্ক থাকতে হবে৷ আইন প্রয়োগকারী সংস্থাকে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার আহ্বান জানাই৷’’

সাংবাদিকরা যেকারো বিরুদ্ধে যা কিছু লিখতে পারে না: ওমর ফারুক

This browser does not support the audio element.

গুরুত্ব দিতে চান না প্রেস ক্লাব সভাপতি

জাতীয় প্রেস ক্লাবের সভাপতি ফরিদা ইয়াসমিন লায়লা কানিজের কথাকে আমলেই নিতে চান না৷ তিনি বলেন, ‘‘তার স্বামী মতিউরের অনৈক অবৈধ সম্পদের খবর বেরিয়েছে৷ তারও (লায়লা কানিজ) অবৈধ সম্পদের খবর বেরিয়েছে৷ সেই পরিস্থিতিতে সে বলেছে যে সে সাংবাদিকদের কিনে ফেলেছে৷ তার এই কথার আমি কোনো গুরুত্বই দিতে চাই না৷ কথা আছেনা পাগলে কী না বলে, ছাগলে কী না খায়৷ আমার ধারণা সে দুর্নীতির বিষয়গুলো ডাইভার্ট করতে সাংবাদিকদের বিরুদ্ধে এসব বলেছে৷’’

‘‘সাংবাদিকেরা তার কথার প্রতিবাদ করেছেন৷ কিন্তু আমি মনে করি তার কথার প্রতিবাদ করার কিছু নাই৷ কে কী বলে সব নিয়ে তো আমাদের লাফালে হবে না,’’ বলেন তিনি৷

‘আইনগত ব্যবস্থা নেয়া উচিত'

ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের শিক্ষক ড. আব্দুর রাজ্জাক খান বলেন, ‘‘তিনি আসলে দুর্নীতি ঢাকার জন্য সাংবাদিকদের বিরুদ্ধে রুচিহীন কথা বলেছেন৷ তারা আসলে বিভিন্ন জায়গায় অর্থ ঢেলেই এই পর্যায়ে এসেছে৷ আর সেইভাবেই কথা বলছে৷ তারা আসলে নিজেরা যা অন্যকেও তাই ভাবে৷ সাংবাদিকদের উচিত তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া৷ আসলে তারা ক্ষমতার দম্ভে, টাকার গরমে যা খুশি তাই বলার সাহস দেখাচ্ছে৷ তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া দরকার৷''

আরেক প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘‘বাংলাদেশের কোন জায়গায় দুর্নীতি নাই? তবে এখনো বাংলাদেশে সাংবাদিকরা সততার সঙ্গে কাজ করে যাচ্ছেন৷ তারা দায়িত্ব পালন করছেন বলেই আমরা নানা অনিয়ম দুর্নীতির খবর জানতে পারছি৷’’

লায়লা কানিজের ভিডিও বক্তব্য

লায়লা কানিজের বক্তব্য জানতে চেষ্টা করেও তাকে ফোনে গত কয়েকদিনে পাওয়া যায়নি৷ তবে বৃহস্পতিবার রাতে ফেসবুকে তার একটি ভিডিও ছড়িয়ে পড়ে৷ সেই ভিডিওতে তিনি বলেন, ‘‘গত বৃহস্পতিবার (২৭ জুন) আমি অফিসে এসেছিলাম৷ আমি আমার কাজকর্ম শেষ করে কারুর সঙ্গে কোনো বাক্য বিনিময় না করে সোজা আমার গাড়িতে করে অফিস ত্যাগ করি৷ কে বা কারা মিডিয়ায় একটি ভুল তথ্য দিয়েছেন যে, আমি ঢকার বড় বড় সাংবাদিকদের ম্যানেজ করেই এখানে এসেছি৷ আমি এধরনের কোনো কথা বলি নাই৷ তাই যারা মিডিয়ায় ভুল তথ্য দিয়েছেন তাদের কাছ থেকে সঠিক তথ্য নিয়ে সাংবাদিকরা প্রকাশ করবেন৷ আপনারা সমাজের দর্পণ৷ আপনারা সত্যটা প্রকাশ করবেন৷ আমি আবারো বলছি আমি কথাটা বলি নাই৷ এটা সম্পূর্ণ মিথ্যাভাবে ছড়িয়েছে৷''

রাতে তার এই বক্তব্য সামজিক মাধ্যমে দেখার পর তাকে আবারো ফোন করেলে তিনি ফোন রিসিভ করেননি৷

এদিকে নরসিংদীর রায়পুরায় স্থানীয় পর্যায়ে কথা বলে জানা গেছে, তিনি বৃহস্পতিবার (৪ জুলাই) বিকালে রায়পুরা উপজেলা পরিষদ কার্যালয়ে যান৷ সেখানে তিনি এই ভিডিওটি ধারণ করে তার পরিচিতদের মাধ্যমে ফেসবুকে ছড়িয়ে দেন৷

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ