1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

আতঙ্কে আছেন আসিফ মহিউদ্দীন

আরাফাতুল ইসলাম২৫ জানুয়ারি ২০১৩

লেখালেখির কারণে মৃত্যুর মুখোমুখি হওয়ার পরও হাল ছাড়তে রাজি নন আসিফ মহিউদ্দীন৷ ভবিষ্যতে লেখালেখি চালিয়ে যাবেন তিনি৷ তবে মনের মধ্যে ভয় ঢুকে গেছে, ধারালো কিছু দেখলেই আতঙ্ক বোধ করেন৷

Description: Bloggers in Dhaka protested against the attack on Asif Mohiuddin. Asif Mohiuddin, 29, was attacked on Monday night by three unidentified men near his office in Dhaka's upscale Uttara district. Declaration: Blogger Sharat Chowdhury shared these photos via Babu Ahmed with DW for Online use. zugeliefert von: Arafatul Islam (Arafatul.Islam@dw.de)
ঢাকায় প্রতিবাদছবি: Sharat Chowdhury

গত ১৪ জানুয়ারি অজ্ঞাত পরিচয়ের তিন ব্যক্তির হামলার শিকার হন ব্লগার আসিফ মহিউদ্দীন৷ হামলাকারীরা তাঁর ঘাড়ে, পিঠে কোপায়৷ সেই ঘটনার পর গুরুতর আহত আসিফের উপর তিন ঘণ্টা অস্ত্রোপচার করেছিলেন চিকিৎসক হরিদাস সাহা৷ তিনি তখন ফরাসি বার্তাসংস্থা এএফপিকে বলেছিলেন, ‘‘কোপের ধরন প্রমাণ করে হামলাকারীরা তাঁকে (আসিফ মহিউদ্দীন) হত্যা করতে চেয়েছিল৷''

Asif Mohiuddin Interview for Online - MP3-Mono

This browser does not support the audio element.

এখনো শারীরিকভাবে দুর্বল আসিফ৷ তবে খানিকটা এলোমেলো হলেও কথা বলতে পারেন পরিষ্কারভাবে৷ বৃহস্পতিবার ডয়চে ভেলেকে নিজের শারীরিক অবস্থা সম্পর্কে আসিফ বলেন, ‘‘আমার শরীরের অবস্থা খুব যে ভালো, তা বলবো না৷ আমার মাথায় প্রচণ্ড আঘাত লেগেছে৷ তাই মাথা একটু ফাঁকা ফাঁকা লাগে৷ এক নাগারে বেশিক্ষণ চিন্তা করতে পারি না৷ আর গলার সামনের দিকের অনেকখানি অংশে রক্তজমাট বেঁধে ফুলে গেছে৷''

আসিফের উপর ঠিক কারা হামলা চালিয়েছে, সেটা এখনো জানা যায়নি৷ গত সপ্তাহে চিকিৎসারত অবস্থায় ডয়চে ভেলেকে দেওয়া সাক্ষাৎকারে তিনি বলেছিলেন, ‘‘মৌলবাদী চক্র এই হামলায় জড়িত থাকতে পারে৷'' বৃহস্পতিবারও একই কথা বলেন তিনি৷ তবে সঙ্গে যোগ করেন আরেকটি আশঙ্কার কথা৷ আসিফ মনে করেন, দীর্ঘ সময় ধরে পরিকল্পনা করে তাঁর উপর এই হামলা চালানো হয়েছে৷ এই কাজে বর্তমান ক্ষমতাসীন দলের ছাত্র সংগঠনের ইন্ধন থাকতে পারে৷ তিনি বলেন, ‘‘হতে পারে দুই পক্ষ একত্রিত হয়েই....(হামলা চালিয়েছে)৷ খুবই পরিকল্পিত হামলা৷ আমার অফিসের ঠিকানা আমি কাউকে কখনো জানাইনি৷ আমার অফিসের ঠিকানা হামলাকারীদের জানার কথা নয়৷ কিন্তু তারা দীর্ঘদিন আমাকে অনুসরণ করেই আমার অফিসের ঠিকানা পেয়েছে৷ এটার জন্য তাদের আর্থিক সহায়তার দরকার হয়েছে৷ এটা সাধারণ আক্রমণ নয়৷'' 

লেখালেখির কারণে মৃত্যুর মুখোমুখি হওয়ার পরও হাল ছাড়তে রাজি নন আসিফ মহিউদ্দীন৷ ভবিষ্যতে আবারো লিখবেন তিনি৷ তবে মনের মধ্যে প্রচণ্ড আতঙ্ক ঢুকে গেছে তাঁর৷ বাংলাদেশে আর নিজেকে নিরাপদ মনে করেন না এই ব্লগার৷ তিনি বলেন, ‘‘যে কোনো সময় যে কোনো মানুষকে, বিরুদ্ধ মতকে এখানে হত্যা করে ফেলা খুব সহজ৷ কেউ এগিয়ে আসবে না, কেউ কিছু বলবে না৷''

হাসপাতালে চিকিৎসাধীন আসিফ মহিউদ্দীনছবি: Babu Ahmed

উল্লেখ্য, আসিফ মহিউদ্দীনের উপর হামলার নিন্দা, প্রতিবাদ জানিয়েছে দেশি-বিদেশি বিভিন্ন মহল৷ ডয়চে ভেলের বাংলা বিভাগ এবং ‘দ্য ববস' টিম এই হামলার নিন্দা জানিয়েছে৷ এছাড়া গণমাধ্যমের স্বাধীনতা বিষয়ক আন্তর্জাতিক সংগঠন ‘রিপোটার্স উইদাআউট বডার্স' এবং ‘কমিটি টু প্রটেক্ট জার্নালিস্ট' আসিফের উপর হামলাকারীদের দ্রুত গ্রেপ্তার এবং বিচারের দাবি জানিয়েছে৷

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ