1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

বুন্ডেসলিগা

১১ নভেম্বর ২০১২

বিরতির আগে ফ্রাঙ্ক রিবেরি এবং পরে ডেভিড আলাবার দুই গোল আইন্ট্রাক্ট ফ্রাঙ্কফুর্টের বিরুদ্ধে ২-০ গোলে জয় এনে দিল জনপ্রিয় বায়ার্ন মিউনিখকে৷ আর এই জয়ের ফলে দ্বিতীয় স্থানে থাকা শালকের চেয়ে সাত পয়েন্টে এগিয়ে রয়েছে বাভারিয়ানরা৷

ছবি: Reuters

খেলার ৪৪ মিনিট পর্যন্ত কোন গোল পায়নি কোন পক্ষই৷ যদিও শুরু থেকেই খেলায় নিয়ন্ত্রণ বজায় রেখেছে বায়ার্ন, তাদের প্রথম গোলটি পেতে অপেক্ষা করতে হয়েছে প্রথমার্ধের প্রায় সবটুকু সময়৷ শেষ পর্যন্ত একটি গোল করে মধ্যবিরতির সময়টুকুকে উপভোগ্য করে তোলেন রিবেরি৷ আর বিরতির পর নতুন উদ্যমে মাঠে নামলেও ৭৭ মিনিটে পেনাল্টি শট পেয়ে দ্বিতীয় গোলটি করেন ডেভিড আলাবা৷ খেলা শেষে রিবেরি বলেন, ‘‘ফ্রাঙ্কফুর্ট হয়তো একটু বেশি সতেজ ছিল৷ কিন্তু আমরাও অনেক সুযোগ পেয়েছিলাম৷ আর চ্যাম্পিয়ন্স লিগের খেলার পর আমাদের জন্য এই জয় খুব গুরুত্বপূর্ণ ছিল৷''

শালকে ও ব্রেমেনের মধ্যে খেলার একটি দৃশ্যছবি: AP

তবে বায়ার্নের জন্য বড় ক্ষতি হয়ে গেছে খেলার প্রথমার্ধে রক্ষণভাগের তারকা জেরোমে বোয়াটেঙ এর পেশির ইনজুরি৷ কারণ এই ইনজুরির কারণে নেদারল্যান্ডস-এর বিরুদ্ধে জার্মানির বুধবারের প্রীতি খেলায় বোয়াটেঙ খেলতে পারবে না বলেই আশঙ্কা করা হচ্ছে৷

যাহোক, চলতি মৌসুমের ১১টি খেলায় বায়ার্ন মিউনিখের এটি দশম জয়৷ এর ফলে ৩০ পয়েন্ট নিয়ে নিজেদের শ্রেষ্ঠত্ব বজায় রেখেছে বায়ার্ন৷ ২৩ পয়েন্ট নিয়ে দ্বিতীয় শালকে, ২০ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে ফ্রাঙ্কফুর্ট এবং এক পয়েন্ট কম থাকায় চতুর্থ স্থানে রয়েছে ডর্টমুন্ড৷

দিনের অপর খেলায় ভের্ডা ব্রেমেনকে ২-১ গোলে হারিয়েছে শালকে এবং মার্কো রয়েস ও রবার্ট লেভান্দোভস্কির গোলের সুবাদে আউগসবুর্গের বিরুদ্ধে ৩-১ গোলে জিতেছে চ্যাম্পিয়ন বোরুসিয়া ডর্টমুন্ড৷ এছাড়া ফরটুনা ড্যুসেলডর্ফ এবং হফেনহাইম করেছে ১-১ গোলে ড্র৷ আর হামবুর্গ ও ফ্রাইবুর্গের মধ্যে খেলাটির ফল গোলশূন্য ড্র৷

এএইচ / জেডএইচ (ডিপিএ, এএফপি)

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য
স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ