লিঙ্গ পরিবর্তনের আইন অত্যন্ত জটিল ছিল জার্মানিতে। এবার তা অনেক সহজ করার প্রস্তাব দেওয়া হয়েছে।
বিজ্ঞাপন
জার্মান পার্লামেন্টে বিলটি পেশ করা হয়েছে। পার্লামেন্টে পাশ হলেই তা আইনে পরিণত হবে। এরফলে পুরুষ থেকে নারী বা নারী থেকে পুরুষ হওয়া অনেক সহজ হবে বলে মনে করছেন জার্মানির পরিবারবিষয়ক মন্ত্রী।
মন্ত্রী লিসা পস জানিয়েছেন, আগের আইনটি বহু বছরের পুরনো। সেখানে নিয়ম ছিল, লিঙ্গ পরিবর্তন করতে হলে বিশেষ অথোরাইজেশন নিতে হবে। এরপর আদালতে গিয়ে আপিল করতে হবে। নতুন আইনে এই বিষয়গুলি নেই। ১৪ বছরের নিচে কেউ লিঙ্গ পরিবর্তন করতে চাইলে অভিভাবককে সঙ্গে নিয়ে ডিক্লারেশন দিতে হবে। ১৪ বছরের বেশি হলে নিজেই ডিক্লারেশন দিতে পারবে, তবে অভিভাবকের সম্মতিসূচক একটি চিঠি লাগবে।
ভোটে জিতে ইতিহাসের পাতায় দুই ট্র্র্যান্সজেন্ডার নারী
মাঝে মাঝে দু-একটা ব্যতিক্রমী ঘটনা উঠে এলেও জার্মান সমাজ যে এখনো অনেক মানবিক, সব মানুষের জন্যই যথেষ্ট উদার তা আবার বোঝা গেল টেসা গানসারার এবং নাইকে স্লাভিকের জয়ে৷ ছবিঘরে বিজয়ী দুই ট্র্যান্সজেন্ডার নারীর গল্প...
জার্মানিতে সমকামী এবং অন্যদের অধিকার
জার্মানিতে সমকামিতা আইনি স্বীকৃতি পায় ১৯৬৯ সালে৷ সে বছরই সমকামিতাকে ‘অপরাধ’ বিবেচনা না করার পক্ষে রায় দেয় আদালত৷ এখন জার্মানিতে সম লিঙ্গের মানুষদের বিয়েও আইনসিদ্ধ৷ ২০১৭ সালে আদালত সম লিঙ্গের কাউকে জীবনসঙ্গী করতে আগ্রহীদের এ অধিকার দেয়৷
ছবি: imago images/S. Zeitz
উদারতায় ভাটা?
তবে অতি সম্প্রতি জার্মানিতে এক শ্রেণির মানুষের মধ্যে উগ্রতা বাড়ছে৷
পুলিশের দেয়া তথ্য অনুযায়ী, ২০২০ সালে জার্মানিতে এলজিবিটি+-দের বিরুদ্ধে হেটক্রাইম, অর্থাৎ ঘৃণাসূচক অপরাধ শতকরা ৩৮ ভাগ বেড়েছে৷
ছবি: picture-alliance/empics/J. Brady
ভোটারদের ‘সবুজ সংকেত’
তবে বাভারিয়া এবং নর্থ রাইন ওয়েস্টফালিয়ার ভোটাররা সব মানুষের অধিকারের প্রতিই শ্রদ্ধাশীল৷ তাই বাভারিয়া থেকে টেজা গানসারার আর নর্থ রাইন ওয়েস্টফালিয়া থেকে নাইকে স্লাভিক সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন৷ দুজনই গ্রিন পার্টির সদস্য৷ জার্মানিতে এই প্রথম কোনো ট্র্যান্সজেন্ডার নারী সংসদ সদস্য হলেন৷ এর আগে ক্রিস্টিয়ান শেঙ্ক নামের একজন বুন্ডেসটাগের সদস্য হলেও সংসদের মেয়াদ শেষেই নিজেকে তিনি পুরুষ ‘ঘোষণা’ করেন৷
‘এটা ট্র্যান্সজেন্ডারদের জয়’
রোববারের নির্বাচনে গ্রিন পার্টি তৃতীয় সফল দল হিসেবে উঠে আসে৷ ২০১৭ সালে যারা মাত্র ৮.৯ ভাগ ভোট পেয়েছিল সেই দল কিনা এবার পেয়েছে ১৪.৯ ভাগ ভোট৷ দলের এবং নিজের সাফল্যে গানসারার খুব খুশি৷ রয়টার্সকে তিনি বলেন, ‘‘এটা সবুজদের জন্য এবং ট্র্যান্সজেন্ডারদের অধিকার আন্দোলনের জন্য বড় এক ঐতিহাসিক জয়৷’ ৪৪ বছর বয়সি এই রাজনীতিবিদ ভোটযুদ্ধে আগেও জিতেছেন৷ ২০১৩ সালে বাভারিয়ার আঞ্চলিক সংসদের সদস্য হয়েছিলেন তিনি৷
ছবি: JOHN MACDOUGALL/AFP
স্লাভিকের প্রতিক্রিয়া
নির্বাচনে জেতার আনন্দ ইন্সটাগ্রামে স্লাভিক প্রকাশ করেছেন এভাবে, ‘‘এ তো রীতিমতো পাগলামো! আমার তো বিশ্বাসই হচ্ছে না৷ তবে সত্যি কথা হলো, এক ঐতিহাসিক জয়ের মাধ্যমে আমি পরবর্তী বুন্ডেসটাগের সদস্য হতে চলেছি৷’’
ছবি: Dwi Anoraganingrum/Geisler/picture alliance
5 ছবি1 | 5
এর ফলে এলজিবিটিকিউ আন্দোলনকারীদের জয় হল বলেই মনে করছেন অনেকে। প্রাথমিকভাবে এলজিবিটিকিউ নেতারা এই পদক্ষেপকে স্বাগত জানিয়েছেন। তবে পুরো ড্রাফট পড়ে তারা পরবর্তী মন্তব্য করবেন বলে জানিয়েছেন।
বর্তমান সরকার ক্ষমতায় আসার আগেই জানিয়েছিল, সুযোগ পেলে তারা এই আইনের পরিবর্তন করবে। ২০২২ সালেই নতুন বিলের খসড়া তৈরি হয়েছিল। অবশেষে তা পার্লামেন্টে আনা হল।
তবে জার্মান সমাজের মধ্যে এই বিল নিয়ে মতান্তর আছে। এক শ্রেণির মানুষ এই বিলকে স্বাগত জানালেও রক্ষণশীল সমাজ এর প্রতিবাদ করছে। এর ফলে সামাজের ভারসাম্য ব্যাহত হবে বলেও মনে করছেন অনেকে। এ বিষয়ে ২০২২ সালেই একটি সমীক্ষা হয়েছিল। সেখানেই এই বিপরীতধর্মী মত উঠে এসেছে।