1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

লিঙ্গ বৈষম্যে ভারতের মাথা হেঁট

৩১ অক্টোবর ২০১৪

‘ওয়ার্ল্ড ইকোনমিক ফোরাম' বা ডাব্লিউইএফ-এর রিপোর্টে লিঙ্গ বৈষম্যের নিরিখে বিশ্বের ১৪২টি দেশের মধ্যে ভারতের অবস্থান ১১৪তম৷ স্বাস্থ্য, শিক্ষা ও কর্মক্ষেত্রে ভারতের নারীরা ভয়াবহ বৈষম্যের শিকার হন – জানায় প্রতিবেদনটি৷

Indien Wahlen 2014 Wahlstation
ছবি: Reuters

যেখানে বৃহত্তম অর্থনৈতিক দেশ চীনের অবস্থান ৮৭তম এবং ব্রাজিলের অবস্থান ৭১তম৷ প্রতি বছর দাভোসে বিশ্ব অর্থনৈতিক ফোরাম ‘লিঙ্গ বৈষম্য সূচক' প্রতিবেদন প্রকাশ করে৷ এবারের প্রতিবেদন দেখলে লজ্জায় মাথা হেঁট হয়ে যাবে যেকোনো ভারতবাসীর৷ অদূর ভবিষ্যতে বিশ্বের তৃতীয় বৃহত্তম অর্থনীতি হবার স্বপ্ন দেখে যে দেশ, সেদেশে নারীদের অবস্থান পশ্চাৎপদ৷

পিছিয়ে রয়েছে ভারতের নারীরা

এই সূচক থেকে বোঝা যায়, তথাকথিত শিক্ষা, প্রযুক্তি, কারিগরি, অর্থনীতিতে আধুনিকতার জয়ধ্বজা ওড়ানো হলেও সমাজ মানসিকতায় ও সামাজিক দৃষ্টিভঙ্গিতে ভারত নামক দেশটি বহু যুগ পেছনে পড়ে আছে৷ ভারতীয় সমাজে নারীরা এখনো অনাকাঙ্ক্ষিত ও অবাঞ্ছিত৷ ডাব্লিউইএফ-এর প্রতিষ্ঠাতা এবং চেয়ারম্যান ক্লাউস সোয়াব এক বিবৃতিতে বলেন, ‘‘অর্থনৈতিক উন্নয়ন ঘটাতে হলে লিঙ্গ বৈষম্য অবশ্যই দূর করতে হবে৷''

কর্মক্ষেত্র ও শিক্ষায় বৈষম্য

রাজনীতিতে নারীদের অংশগ্রহণের বিষয়টিতে ভারতের অবস্থান ভালো সূচকে ১৫তম অবস্থানে রয়েছে দেশটি৷ কিন্তু উপার্জন, শিক্ষা, কর্মক্ষেত্র ও সন্তান জন্মদানের ব্যাপারে বৈষম্য ভয়াবহ৷ এ সব ক্ষেত্রে সূচকে সবচেয়ে খারাপ ২০টি দেশের মধ্যে একটি ভারত৷ কর্মক্ষেত্রে একজন নারীতে পুরুষের তুলনায় ৩০০ মিনিট বেশি কাজ করতে হয় সেই তুলনায় বেতনের পরিমাণ নারীদের কম৷

লিঙ্গ বৈষম্যের নিরিখে বিশ্বের ১৪২টি দেশের মধ্যে ভারতের অবস্থান ১১৪তমছবি: Reuters

কমেছে মেয়ে শিশু জন্মের হার

নতুন সরকার ক্ষমতায় আসার পর ধর্ষণ ও নারী নির্যাতনের বিরুদ্ধে প্রচার চালালেও নারী স্বাস্থ্যের বিষয়টি এড়িয়ে গেছে৷ মোদী সরকার অবশ্য বলেছে যে, আগামী মাস থেকে গর্ভবতী নারীদের স্বাস্থ্য উন্নয়নে তারা নতুন কর্মসূচি গ্রহণ করবে৷ পুরুষদের তুলনায় নারী জন্মের হারও অনেক কমেছে ভারতে৷ যেখানে প্রতিবছর ১,০০০ ছেলে শিশু জন্ম নেয়, সেখানে মেয়ে শিশু জন্ম নেয় ৯১৮ জন৷

জন্মের আগেই অনেক কন্যা শিশুকে ভ্রূণ অবস্থায় হত্যা করা হয়, যাতে তারা পৃথিবীর আলো দেখতেই না পারে৷ শৈশবে শিশুকন্যারা পরিবারের মধ্যে বেশি অবহেলিত৷ তাদের শিক্ষার সুযোগ কম৷ তেমনি অর্থনৈতিক কাজকর্মে বা কর্মক্ষেত্রে অংশগ্রহণেও মহিলাদের জন্য হাজার প্রতিবন্ধকতা৷ একই কাজে যুক্ত পুরুষদের থেকে মহিলাদের মজুরি কম, অন্যান্য সুযোগ সুবিধাও কম৷

বিজেপি সরকার নারী স্বাস্থ্যের বিষয়টি এড়িয়ে গেছেছবি: REUTERS/M. Gupta

সূচকের পরিবর্তন

এক বছর আগে সূচকে ভারতের অবস্থান ছিল ১০১ এবং ২০০৬ সালে ভারত ছিল ৯৮তম স্থানে৷ অর্থাৎ অর্থনীতির বিকাশ যত বেশি হচ্ছে, বিশ্বে ভারতের গুরুত্ব যত বাড়ছে, ততই লিঙ্গ বৈষম্য প্রসারিত হচ্ছে৷ রাজনীতিতে মহিলাদের ক্ষমতায়নের প্রশ্নে ভারতীয় মহিলাদের কিছুটা অগ্রগতি হলেও শিক্ষার সুযোগ প্রাপ্তিতে, স্বাস্থ্য ও আয়ুর প্রশ্নে এবং অর্থনৈতিক কর্মকাণ্ডে অংশগ্রহণ ও পাবার ক্ষেত্রে খুবই শোচনীয় অবস্থা৷

মহিলাদের কর্মসংস্থানের ক্ষেত্রে ভারতের অবস্থান ১৩৪তম স্থানে৷ অথচ ২০০৬ সালে ছিল ১১০তম জায়গায়৷ মহিলাদের স্বাস্থ্য ও আয়ুর বিচারে ভারত এ মুহূর্তে ১৪১তম স্থানে৷ অর্থাৎ শেষ থেকে দ্বিতীয়৷ লিঙ্গ অসমতা বা নারীদের প্রতি বৈষম্যের ক্ষেত্রে ব্রিকস দেশগুলির মধ্যে সবচেয়ে খারাপ অবস্থাও ভারতের৷ দক্ষিণ এশিয়ার দেশগুলির মধ্যে একমাত্র ভুটান ও পাকিস্তান ছাড়া বাকি সব দেশের অবস্থা ভারতের তুলনায় অনেক ভালো৷

এপিবি/ডিজি (এপি, পিটিআই)

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ