চট্টগ্রাম টেস্টে প্রথম দিন শেষে পাকিস্তানের খেলোয়াড়রাও লিটন দাস আর মুশফিকুর রহিমকে অভিনন্দন জানালেন হাততালি দিয়ে৷ টেস্ট ক্যারিয়ারে প্রথম সেঞ্চুরিতে লিটন আর হার না মানা ৮২-তে এতটাই মুগ্ধতা ছড়িয়েছেন মুশফিক!
বিজ্ঞাপন
সাম্প্রতিক সময়ে টি-টোয়েন্টিতে ব্যর্থ বাংলাদেশ চট্টগ্রাম টেস্টেও ব্যাটিংয়ে নেমে দ্রুত হারিয়ে ফেলে ৪ উইকেট৷ দুইশ রানের অসাধারণ জুটি গড়ে পাকিস্তানের বিপক্ষে সেই বিপর্যয় থেকে টেনে তুলেছেন লিটন দাস ও মুশফিকুর রহিম৷ ক্যারিয়ারের প্রথম সেঞ্চুরি ছুঁয়ে দিন শেষে ১১৩ রানে অপরাজিত লিটন৷ সেঞ্চুরি থেকে বেশি মাত্র ১৮ রান দূরে বাংলাদেশের অসংখ্য বিপদের ত্রাতা মুশফিক৷
সাত সকালেই ৪৯ রানে নেই ৪ উইকেট৷ চট্টগ্রাম টেস্টে সেই অবস্থা কাটিয়ে ৪ উইকেটে ২৫৩ রান নিয়ে প্রথম দিন শেষ করেছে বাংলাদেশ৷ ২২৫ বলে করা ১১২ রানের মধ্যে ১১ চার ও একটি ছক্কার মার রয়েছে লিটনের৷ ১৯০ বলে ১০ চারে মুশফিকের রান ৮২৷ অবিচ্ছিন্ন পঞ্চম উইকেটে দুই জনে ৪১৩ বলে যোগ করেছেন ২০৪ রান৷
রোববার নিউজিল্যান্ডকে হারিয়ে প্রথমবারের মতো টি-টোয়েন্টির বিশ্ব চ্যাম্পিয়ন হয়েছে অস্ট্রেলিয়া৷ বিশ্বকাপ চলাকালীন ক্রিকেটারদের উল্লেখযোগ্য কিছু মন্তব্যের তালিকা করেছে এএফপি৷
ছবি: Kamran Jebreili/AP Photo/picture alliance
কাইল কোয়েটজার
স্কটল্যান্ডের ক্রিস গ্রিভস (ছবি) বাংলাদেশের বিরুদ্ধে ২৮ বলে ৪৫ রান করেন৷ এরপর বল হাতে সাকিব ও মুশফিকের উইকেট নেন৷ তার সম্পর্কে অধিনায়ক কাইল কোয়েটজার বলেছিলেন, ‘‘গ্রিভসকে নিয়ে আমি সত্যি গর্বিত৷ তাকে অনেক ত্যাগ স্বীকার করতে হয়েছে৷ খুব বেশিদিন হয়নি যখন সে অ্যামাজনের পার্সেল ডেলিভারি করছিল৷ আর এখন সে ম্যাচ সেরা হচ্ছে, বাংলাদেশের বিরুদ্ধে খেলছে৷’’
ছবি: Kamran Jebreili/AP Photo/picture alliance
বিরাট কোহলি
পাকিস্তানের কাছে ১০ উইকেটে হারের পর ভারতীয় দলের একমাত্র মুসলিম ক্রিকেটার মোহাম্মদ সামি সামাজিক মাধ্যমে ট্রলের শিকার হয়েছিলেন৷ এর প্রতিক্রিয়া কোহলি বলেছিলেন, ‘‘একজন মানুষ সবচেয়ে দুঃখজনক যে কাজটি করতে পারে সেটি হচ্ছে ধর্মের কারণে কারও উপর হামলা করা৷’’
ছবি: AFP/J. Sawad
ক্রেইগ উইলিয়ামস
নামিবিয়ার উইলিয়ামসের মূল পেশা কোয়ান্টিটি সার্ভেয়ার৷ বিশ্বকাপ খেলতে গিয়েও তাকে অফিসের কাজ করতে হয়েছে৷ সে বিষয়ে তিনি বলেন, ‘‘আমার মনে হয় আমি এই বিশ্বকাপের একমাত্র খেলোয়াড় যে রাতে বাড়ি ফিরে দেশের বিমা কোম্পানিগুলোর জন্য রিপোর্ট লেখে৷’’
ছবি: INDRANIL MUKHERJEE/AFP/etty Images
কাইরন পোলার্ড
বিশ্বকাপ থেকে বাদ পড়ার পর ওয়েস্ট ইন্ডিজের পোলার্ড বলেন, ‘‘এটা একটা প্রজন্মের শেষ, আমাদের মধ্যে কয়েকজন আমাদের দল ও টি-টোয়েন্টি ক্রিকেটের জন্য ভালো কিছু করেছে৷’’
ছবি: AP
ক্রিস গেইল
ওয়েস্ট ইন্ডিজের বিশ্বকাপ শেষ হয়ে যাওয়ার পর আইসিসির সঙ্গে ফেসবুক লাইভ চ্যাটে ৪২ বছর বয়সি গেইল বলেন, ‘‘ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেটে আমি রক্ত ঝরিয়েছি, অশ্রু ঝরিয়েছি, ইউ নেম ইট, একটা পা, একটা হাত, আমি এখন ওয়েস্ট ইন্ডিজের জন্য ব্যাটিং করছি৷’’ নিজ দেশ জ্যামাইকায় একটি বিদায়ী ম্যাচ খেলার আশা করছেন তিনি৷
ছবি: Reuters/Action Images/L. Smith
বাবর আজম
সেমিফাইনালের এক গুরুত্বপূর্ণ সময়ে অস্ট্রেলিয়ার ম্যাথু ওয়েডের ক্যাচ ফেলে দেন পাকিস্তানের হাসান আলী৷ এরপর তিনটি ছয় মেরে দলকে জেতান ওয়েড৷ ম্যাচ শেষে পাকিস্তানের অধিনায়ক বাবর আজম হাসান আলী সম্পর্কে বলেন, ‘‘সে আমার মূল বোলার এবং সে পাকিস্তানকে অনেক ম্যাচ জিতিয়েছে৷ খেলোয়াড়রা ক্যাচ মিস করে, কিন্তু সে একজন ফাইটার এবং আমি তার সঙ্গে আছি৷’’
ছবি: DW/T. Saeed
গ্যারি স্টেড
সেমিফাইনালে আউট হওয়ার পর রেগে গিয়ে ব্যাটে আঘাত করেছিলেন নিউজিল্যান্ডের ডেভন কনওয়ে৷ এতে তার হাত ভেঙে যাওয়ায় ফাইনালে খেলতে পারেননি তিনি৷ এ প্রসঙ্গে নিউজিল্যান্ডের কোচ গ্যারি স্টেড বলেন, ‘‘সে যা করেছে সেটা সবচেয়ে স্মার্ট কাজ ছিল না৷ তার ইনজুরির পেছনে নিশ্চিতভাবেই একটা দুর্ভাগ্যের উপাদান আছে৷ এই সময়ে আহত হওয়ায় সে একেবারে ভেঙে পড়েছে৷’’
ছবি: Alex Davidson/Getty Images
অ্যারন ফিঞ্চ
অস্ট্রেলিয়ার উদ্বোধনী ব্যাটসম্যান ডেভিড ওয়ার্নার ম্যান অফ দ্য সিরিজ হয়েছেন৷ তার সম্পর্কে অধিনায়ক অ্যারন ফিঞ্চ বলেন, ‘‘আমার বিশ্বাস হচ্ছে না যে মাত্র কয়েক সপ্তাহ আগে লোকজন তার উপর থেকে বিশ্বাস হারিয়ে ফেলেছিল৷ এটা একটা ভল্লুককে প্রায় উসকানোর মতো একটা ঘটনা৷’’