1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

লিটন-মুশফিকের ব্যাটে বাংলাদেশের ঝলমলে এক দিন

২৬ নভেম্বর ২০২১

চট্টগ্রাম টেস্টে প্রথম দিন শেষে পাকিস্তানের খেলোয়াড়রাও লিটন দাস আর মুশফিকুর রহিমকে অভিনন্দন জানালেন হাততালি দিয়ে৷ টেস্ট ক্যারিয়ারে প্রথম সেঞ্চুরিতে লিটন আর হার না মানা ৮২-তে এতটাই মুগ্ধতা ছড়িয়েছেন মুশফিক!

টেস্ট ক্যারিয়ারে লিটনের প্রথম সেঞ্চুরিছবি: MUNIR UZ ZAMAN/AFP/Getty Images

সাম্প্রতিক সময়ে টি-টোয়েন্টিতে ব্যর্থ বাংলাদেশ চট্টগ্রাম টেস্টেও ব‍্যাটিংয়ে নেমে দ্রুত হারিয়ে ফেলে ৪ উইকেট৷ দুইশ রানের অসাধারণ জুটি গড়ে পাকিস্তানের বিপক্ষে সেই বিপর্যয় থেকে টেনে তুলেছেন লিটন দাস ও মুশফিকুর রহিম৷ ক্যারিয়ারের প্রথম সেঞ্চুরি ছুঁয়ে দিন শেষে ১১৩ রানে অপরাজিত লিটন৷ সেঞ্চুরি থেকে বেশি মাত্র ১৮ রান দূরে বাংলাদেশের অসংখ‍্য বিপদের ত্রাতা মুশফিক৷

লিটন ও মুশফিকছবি: MUNIR UZ ZAMAN/AFP/Getty Images

সাত সকালেই ৪৯ রানে নেই ৪ উইকেট৷ চট্টগ্রাম টেস্টে  সেই অবস্থা কাটিয়ে ৪ উইকেটে ২৫৩ রান নিয়ে প্রথম দিন শেষ করেছে বাংলাদেশ৷ ২২৫ বলে করা ১১২ রানের মধ্যে ১১ চার ও একটি ছক্কার মার রয়েছে লিটনের৷ ১৯০ বলে ১০ চারে মুশফিকের রান ৮২৷ অবিচ্ছিন্ন পঞ্চম উইকেটে দুই জনে ৪১৩ বলে যোগ করেছেন ২০৪ রান৷

সংক্ষিপ্ত স্কোর:

বাংলাদেশ ১ম ইনিংস: ৮৫ ওভারে ২৫৩/৪ (সাদমান ১৪, সাইফ ১৪, শান্ত ১৪, মুমিনুল ৬, মুশফিক ৮২*, লিটন ১১৩*; আফ্রিদি ১৮-৪-৫০-১, হাসান ১৩-৩-৩৮-১, ফাহিম ১০-২-৩৮-১, সাজিদ ২২-৩-৬৮-১, নুমান ২২-৫-৫১-০) ৷

 

এনএস/এসিবি (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ