1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

লিটন-মুশফিক রেকর্ড জুটির কল্যাণে অনায়াস জয়

২৫ ফেব্রুয়ারি ২০২২

দ্বিতীয় ওয়ানডে জিতে এক ম‍্যাচ বাকি থাকতেই আফগানিস্তানের বিপক্ষে সিরিজ জিতে নিলো বাংলাদেশ৷ দুর্দান্ত সেঞ্চুরি করলেন লিটন, তাকে দারুণ সঙ্গ দিলেন মুশফিক৷

ওয়ানডেতে পঞ্চম সেঞ্চুরির দেখা পেলেন লিটন দাসছবি: MUNIR UZ ZAMAN/AFP/Getty Images

৮৮ রানের বড় জয়

‘‘এই উইকেটে ২৬০ রান ভালো স্কোর’’, টস জিতে ব‍্যাটিং নেওয়ার পর বলেছিলেন তামিম ইকবাল৷ তৃতীয় উইকেটে বাংলাদেশের প্রথম দুইশ ছোঁয়া জুটিতে দলকে ৩০৬ রানের সংগ্রহ এনে দেন লিটন দাস ও মুশফিকুর রহিম৷ ওয়ানডে ক্যারিয়ারের পঞ্চম সেঞ্চুরিটাকে ১৩৬ রান পর্যন্ত নিয়ে আউট হন ডানহাতি লিটন৷ মুশফিক খেলেন ৮৬ রানের চমৎকার ইনিংস৷

এলোমেলো বোলিং করা আফগানরা অতিরিক্ত থেকে দেয় ৩৩ রান৷ একবার করে জীবন পান লিটন ও মুশফিককে৷

বড় রান তাড়ায় প্রত‍্যাশিত শুরু পায়নি আফগানরা৷ কেবল একটা জুটি গড়ে ওঠে ফিফটি করা নাজিবউল্লাহ জাদরান ও রহমত শাহর ব‍্যাটে৷ সত‍্যিকার অর্থে জয়ের সম্ভাবনা সেভাবে কখনো জাগাতে পারেনি আফগানরা৷ 

আগেও কখনো তিনশ রান তাড়া করে জিততে না পারা দলটি ২৯ বল বাকি থাকতে গুটিয়ে যায় ২১৮ রানে৷ বাংলাদেশ পায় ৮৮ রানের জয়৷

মুশফিক ৮৬ রান করেনছবি: MUNIR UZ ZAMAN/AFP/Getty Images

সংক্ষিপ্ত স্কোর:

বাংলাদেশ: ৫০ ওভারে ৩০৬/৪ (তামিম ১২, লিটন ১৩৬, সাকিব ২০, মুশফিক ৮৬, মাহমুদউল্লাহ ৬*, আফিফ ১৩*; ফারুকি ১০-১-৫৯-১, ফরিদ ৮-০-৫৬-২, মুজিব ১০-০-৪৯-০, ওমরজাই ৭-০-৩৭-০, রশিদ ১০-০-৫৪-১, নবি ৪-০-২৬-০, রহমত ১-০-১০-০)

আফগানিস্তান: ৪৫.১ ওভারে ২১৮ (রহমত ৫২, রিয়াজ ১, শাহিদি ৫, ওমরজাই ৯, নাজিবউল্লাহ ৫৪, নবি ৩২, গুরবাজ ৭, রশিদ ২৯, মুজিব ৮, ফরিদ ৬*, ফারুকি ০; মুস্তাফিজ ৮-০-৫৩-১, শরিফুল ৭-০-৪৪-১, তাসকিন ১০-২-৩১-২, সাকিব ৯-০-২৯-২, মিরাজ ১০-০-৫২-১, মাহমুদউল্লাহ ১-০-২-১, আফিফ ০.১-০-০-১)

ম্যান অব দ্য ম্যাচ : লিটন দাস

এনএস/এসিবি (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য
স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ