1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

লিবিয়াতে গাদ্দাফি বাহিনী ও বিদ্রোহীদের মধ্যে ব্যাপক সংঘর্ষ

১৬ এপ্রিল ২০১১

লিবিয়াতে শনিবার গাদ্দাফির সেনাদের সঙ্গে বিদ্রোহীদের তুমুল যুদ্ধ চলেছে৷ মিসরাতা, ব্রেগা এবং আজদাবিয়া শহরে উভয় পক্ষের মধ্যে সংঘর্ষের খবর পাওয়া গেছে৷ এদিকে ক্লাস্টার বোমা ব্যবহারের অভিযোগ উঠেছে গাদ্দাফি বাহিনীর বিরুদ্ধে৷

আজদাবিয়া, লিবিয়া, ট্যাংক
আজদাবিয়ার বাইরে জ্বলছে ট্যাংকছবি: dapd

কয়েকটি শহরে তুমুল যুদ্ধ

আজ বেশ কয়েকটি শহরে তুমুল সংঘর্ষের খবর পাওয়া গেছে৷ শুরুতেই মিসরাতার খবর বলে নিই৷ বিদ্রোহীদের সূত্রে বার্তা সংস্থাগুলোর খবরে বলা হয়েছে, শনিবার অন্তত ১০০ টি গ্রাড রকেট এসে আঘাত হেনেছে মিসরাতা শহরে৷ এতে তিন জন নিহত হয়েছে বলে বিদ্রোহীরা জানিয়েছে৷ বেশ কয়েকজন প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে বলা হয়েছে, গাদ্দাফির সেনাদের দেখা গিয়েছে শহরের কেন্দ্রে৷ টানা তিনদিন ধরে গাদ্দাফি বাহিনী এই শহরটিতে হামলা চালিয়ে যাচ্ছে৷ এদিকে, ব্রেগা এবং আজদাবিয়া শহরেও উভয় পক্ষের মধ্যে তুমুল সংঘর্ষ চলছে বলে বার্তা সংস্থাগুলোর খবরে বলা হয়েছে৷ বিদ্রোহীদের সামরিক বাহিনীর নেতা আবদেল ফাত্তাহ ইওনেস বার্তা সংস্থা রয়টার্সকে বলেছেন, ব্রেগার পশ্চিমাঞ্চলে সরকারি বাহিনীর সঙ্গে তারা যুদ্ধ করছেন৷ তাদের অবস্থান ভালো বলে তিনি জানিয়েছেন৷ অন্যদিকে, আজদাবিয়াতে বিদ্রোহীদের ওপর চোরাগোপ্তা হামলা চালাচ্ছে গাদ্দাফির সেনারা৷ নিয়মিত সেনাদের পাশাপাশি স্নাইপারদেরও ব্যবহার করছে তারা৷ মেডিকেল সূত্রে জানা গেছে, শনিবার ছয় জন নিহত এবং ২০ জন আহত হয়েছে আজদাবিয়াতে৷ তবে ন্যাটোর বিমানগুলোর সহায়তায় বিদ্রোহীরা আজদাবিয়ার বাইরে একটি এলাকা দখল করেছে বলে জানিয়েছে বার্তা সংস্থা এএফপি৷

পেরিস্কোপ বাইনোকুলার নিয়ে এক বিদ্রোহীছবি: picture alliance/dpa

ন্যাটোর সহায়তা

আসলে ন্যাটোর পক্ষ থেকে বরাবরই বলা হয়েছে যে তারা বিদ্রোহীদের সামরিক অভিযানে সহায়তা করছে না৷ বরং তারা বেসামরিক নাগরিকদের ক্ষয়ক্ষতি যাতে না হয় সেজন্য কাজ করছে৷ কিন্তু তাদের বিমান আক্রমণগুলো মূলত হচ্ছে গাদ্দাফির সেনাদের লক্ষ্য করেই৷ আর এই সুযোগ আজদাবিয়াতে এগিয়ে গিয়েছে বিদ্রোহীরা৷ এছাড়া শুক্রবার গাদ্দাফির জন্মস্থান সির্ত শহরে ন্যাটোর জঙ্গি বিমানগুলো হামলা চালিয়েছে বলে জানিয়েছে লিবিয়ার সরকারি সংবাদ মাধ্যম৷

গুচ্ছ বোমা ব্যবহারের অভিযোগ

নিউ ইয়র্ক ভিত্তিক আন্তর্জাতিক মানবাধিকার সংগঠন হিউম্যান রাইটস ওয়াচ কিছু ছবি প্রকাশ করেছে৷ তাদের দাবি যে এসব ছবি ক্লাস্টার বোমার এবং এ বোমাগুলো দেখা গেছে মিসরাতা শহরে৷ হিউম্যান রাইটস দাবি করছে যে, গাদ্দাফি বাহিনী মিসরাতা শহরে এইসব গুচ্ছ বোমা ব্যবহার করেছে৷ দেখা গেছে, এসব বোমা স্পেনের তৈরি৷ তবে লিবিয়ার সরকার এই অভিযোগ অস্বীকার করেছে এবং তারা এই অভিযোগর পক্ষে আরও প্রমাণ দাবি করেছে৷

প্রতিবেদন: রিয়াজুল ইসলাম

সম্পাদনা: সাগর সরওয়ার

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ