1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

লিবিয়ার আবু সালিম কারাগারের কাছে গণকবর, ১২৭০টি মৃতদেহের সন্ধান

২৫ সেপ্টেম্বর ২০১১

লিবিয়ায় গাদ্দাফি সমর্থক ও এনটিসি যোদ্ধাদের মধ্যে চলছে ব্যাপক সংঘর্ষ৷ তবে তা চলছে অনেকটা লুকোচুরির মতো৷ একবার খবর আসছে এনটিসি যোদ্ধারা সিরতেতে ঢুকে পড়েছেন৷ আবার পর মুহূর্তেই খবর, প্রতিরোধের মুখে তারা পেছনে সরে এসেছেন৷

আবু সালিম কারাগারের ভেতরছবি: dapd

সিরতে

বিভিন্ন ধরণের খবর আসছে সিরতে থেকে৷ এনটিসি যোদ্ধারা শনিবার সিরতে শহরে ঢুকে পড়েছিলেন৷ কিন্তু এরপর ব্যাপক প্রতিরোধের মুখে পড়েন তারা৷ গাদ্দাফি সমর্থিত সৈন্যরা সহজে শহরের নিয়ন্ত্রণ ছাড়তে রাজি নয়৷ তারা ক্রমাগত হামলা করে যাচ্ছে এনটিসি যোদ্ধাদের উপর৷ ফলে এক পর্যায়ে সিরতে থেকে সরে আসে তারা৷ এছাড়া স্নাইপাররা বিভিন্ন ভবনের ছাদ থেকে গোপনে এনটিসি যোদ্ধাদের উপর হামলা করছে৷ ফলে হতাহতের ঘটনা ঘটছে অনেক৷ শনিবার এভাবে নয়জন যোদ্ধা মারা গেছে বলে জানা গেছে৷ তবে এনটিসি বলছে তারা প্রতিরোধের মুখে নয়, কৌশলগত কারণে সিরতে থেকে সরে এসেছে৷ এদিকে ন্যাটো গত দুদিন ধরে সিরতেতে গাদ্দাফির সেনাদের গাড়ি ও কিছু স্থাপনায় হামলা করেছে বলে জানিয়েছে৷

বানি ওয়ালিদ

সিরতেতে চলছে প্রতিরোধছবি: dapd

সেখানেও ব্যাপক প্রতিরোধ গড়ে তুলেছে গাদ্দাফির সৈন্যরা৷ গত ২৪ ঘন্টায় সেখানে ৩০ জন এনটিসি সৈন্য মারা গেছে বলে জানা গেছে৷ এদিকে  আলজেরিয়া সীমান্তে যে মরুভূমি রয়েছে সেখানেও নাকি আজ সকালে গাদ্দাফির সেনারা এনটিসির যোদ্ধাদের উপর হামলা করেছে৷ এতে পাঁচ যোদ্ধা মারাও গেছে৷ অর্থাৎ বোঝা যাচ্ছে ছড়িয়ে ছিটিয়ে থাকা গাদ্দাফির সেনারা এখনো হামলা করে যাচ্ছে৷

গণকবর

লিবিয়ার বর্তমান শাসক এনটিসি এই খবরটি দিয়েছে৷ ঐ কবরে ১২৭০ জনের মৃতদেহ পাওয়া গেছে বলে জানিয়েছে তারা৷ ধারণা করা হচ্ছে, ১৯৯৬ সালে ঐ কারাগারে যে গণহত্যা চালানো হয়েছিল এগুলো সেসময়কার মৃতদেহ৷ ডিএনএ পরীক্ষার মাধ্যমে সবার পরিচয় খুঁজে বের করা হবে বলে জানিয়েছেন ডাক্তার ওসমান আব্দুল জলিল৷ এ জন্য কয়েক বছর লেগে যেতে পারে বলে জানান তিনি৷ উল্লেখ্য, গাদ্দাফির বিরুদ্ধবাদীদের ঐ কারাগারে বন্দি করে নির্যাতন করা হতো৷

জার্মান দূতাবাস

জার্মানি আবারও ত্রিপোলিতে তার দূতাবাস চালু করেছে৷ গাদ্দাফি বিরোধী বিক্ষোভের মুখে নিরাপত্তার কারণে মার্চের তিন তারিখে দূতাবাস বন্ধ করে দেয়া হয়েছিল৷ এখন আবার স্থিতিশীলতা ফিরে আসায় দূতাবাস খোলার সিদ্ধান্ত নিয়েছে জার্মানি৷ জার্মান রাষ্ট্রদূত ইতিমধ্যে ত্রিপোলিতে গিয়ে কাজে যোগ দিয়েছেন৷

প্রতিবেদন: জাহিদুল হক

সম্পাদনা: রিয়াজুল ইসলাম

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ