1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

লিবিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ে বোমা, নিহত ৬

২৫ ডিসেম্বর ২০১৮

লিবিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ে আত্মঘাতী বোমা হামলায় ৩ হামলাকারীসহ ছয় জন নিহত ও ১০ জন আহত হয়েছে৷ মঙ্গলবার সকালে রাজধানী ত্রিপোলিতে এই হামলা হয়৷

ছবি: Reuters/H. Amara

লিবিয়ার বর্তমান ঐক্য সরকার এক বিবৃ্তিতে এই হামলার ঘটনা নিশ্চিত করেছে৷ বিবৃতিতে বলা হয়, হামলাকারীরা গুলি করতে করতে মন্ত্রণালয়ে প্রবেশ করে৷ এর মধ্যে দু'জন বিস্ফোরণ ঘটানোর সময়ই নিহত হয়, বাকি একজন বোমা বিস্ফোরণ করার আগেই নিরাপত্তা কর্মীদের গুলিতে ঘটনাস্থলে নিহত হয়৷

বিবৃতিতে জানানো হয়, নিহতদের  মধ্যে দু'জন মন্ত্রণালয়ের নিরাপত্তা কর্মকর্তা ও আরেকজন শীর্ষ বেসামরিক কর্মকর্তা৷ হামলায় হতাহতের সংখ্যা প্রাথমিকভাবে নিশ্চিত করেছে লিবিয়ার স্বাস্থ্য মন্ত্রণালয়৷

যদিও এখন পর্যন্ত কোনও সংস্থা হামলার দায় স্বীকার করেনি, তবে সরকারের দেয়া বিবৃতিতে বলা হয়, তথাকথিত জঙ্গি গোষ্ঠী আইএস হামলাটি চালিয়েছে বলে ধারণা করা হচ্ছে৷

উল্লেখ্য, ২০১১ সাল থেকে লিবিয়ায় যুদ্ধাবস্থা চলছে৷ গাদ্দাফির সরকার উৎখাতের পর থেকেই দেশটিতে ইসলামি জঙ্গি সংগঠনগুলো মাথাচাড়া দিয়ে উঠেছে৷ বিশ্বের সবচেয়ে বড় তেল উৎপাদনকারী এই দেশের দুই প্রশাসন একে অপরের সঙ্গে লড়াই চালিয়ে যাচ্ছে৷

জাতিসংঘ স্বীকৃত সরকারের রাজধানী ত্রিপোলি, অন্যদিকে আরেক সরকার তবরুকে তাদের ঘাঁটি করেছে৷ এদিকে প্রতিনিয়ত দেশটিতে চলছে জঙ্গি গোষ্ঠী ও ক্ষুদ্র জাতিগোষ্ঠীর মধ্যে সংঘর্ষ ও তেলক্ষেত্র দখলের চেষ্টা৷ প্রায়শই জঙ্গি হামলায় হতাহতের ঘটনা ঘটছে৷ তবে এবারই প্রথম পররাষ্ট্র মন্ত্রণালয়ে হামলার ঘটনা ঘটল৷

এফএ/এপিবি (রয়টার্স, এএফপি, ডিপিএ)

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ