1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

লিবিয়ার বিদ্রোহীদের মার্কিন স্বীকৃতি, গাদ্দাফির নাকচ

১৬ জুলাই ২০১১

লিবিয়ার ট্রানজিশনাল ন্যাশনাল কাউন্সিল বা টিএনসি’কে লিবিয়ার একমাত্র বৈধ প্রতিনিধিত্বকারী হিসেবে স্বীকৃতি দিল মার্কিন যুক্তরাষ্ট্র এবং অস্ট্রেলিয়া৷ তবে আন্তর্জাতিক এমন স্বীকৃতিকে নাকচ করে দিয়েছেন মুয়াম্মার গাদ্দাফি৷

U. S. Secretary of State Hillary Rodham Clinton, second right, and her counterpart Sheik Abdullah bin Zayad al Nahyan of United Arab Emirates, left, Turkey's Ahmet Davutoglu, scond left, and United Kingdom's Foreign Secretary William Hague, right, looks on during a meeting of Libya Contact Group in Istanbul, Turkey, Friday, July 15, 2011. Delegates from nearly 40 countries seeking an end to the Libyan conflict met in Istanbul on Friday to discuss more financial aid and diplomatic support to Libya's main opposition group as the rebels struggled to defeat Gadhafi-loyal forces. Senior U.S. officials have said the Obama administration is preparing to strengthen ties with the Transitional National Council once it presents detailed plans for a democratic, transparent and inclusive government as it becomes increasingly clear that the Council will govern a post-Gadhafi Libya.(Foto:Burhan Ozbilici/AP/dapd)
ইস্তানবুলে লিবিয়া কন্টাক্ট গ্রুপ এর বৈঠকছবি: dapd

লিবিয়ার সংকট সমাধানে নানা পন্থা নিয়ে ভাবছে আন্তর্জাতিক গোষ্ঠী৷ এসব গোষ্ঠীর সমন্বয়ে গড়ে তোলা হয়েছে লিবিয়া কন্টাক্ট গ্রুপ৷ লিবিয়া যুদ্ধের সমাধান সূত্র খুঁজতে তুরস্কের ইস্তানবুলে বিশ্বের প্রায় ৩০টি দেশের প্রতিনিধি মিলিত হলেন এই গ্রুপের চতুর্থ বৈঠকে৷ গাদ্দাফি সরকারের বিরুদ্ধে যুদ্ধরত বিদ্রোহীদের পক্ষে বেশ কিছু ইতিবাচক মতামত উঠে এসেছে এই বৈঠকে৷ মার্কিন পররাষ্ট্রমন্ত্রী হিলারি ক্লিন্টন ঘোষণা দিলেন, ‘‘অন্তর্বর্তী সরকার গঠিত না হওয়া পর্যন্ত মার্কিন যুক্তরাষ্ট্র টিএনসি'কে লিবিয়ার বৈধ সরকার হিসেবে স্বীকৃতি দিয়ে যাবে এবং সেই ভিত্তিতে তাদের সাথে যোগাযোগ ও সম্পর্ক রক্ষা করে চলবে৷'' হিলারি ক্লিন্টনের এই ঘোষণার পর টিএনসি'র পাশে দাঁড়াতে বেনগাজি শহরে মার্কিন দূতাবাস খোলার জন্য মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামার প্রতি আহ্বান জানিয়েছেন যুক্তরাষ্ট্রের কিছু সাংসদ৷

মার্কিন যুক্তরাষ্ট্রের পাশাপাশি বিদ্রোহীদের স্বীকৃতি দিল অস্ট্রেলিয়া৷ শনিবার অস্ট্রেলিয়ার পররাষ্ট্রমন্ত্রী কেভিন রাড এক বিবৃতিতে বলেন, ‘‘গাদ্দাফি পরবর্তী লিবিয়ার নিরাপত্তা ও অগ্রগতি অর্জন এবং লিবিয়ার সাধারণ মানুষের কাছে মানবিক সহায়তা ও মৌলিক পরিষেবা পৌঁছনোর ক্ষেত্রে টিএনসি'র সাফল্যকে অন্যান্য আন্তর্জাতিক গোষ্ঠীর সাথে অস্ট্রেলিয়া স্বীকৃতি দেয়৷'' এদিকে, গাদ্দাফিকে ক্ষমতা থেকে সরাতে তাঁর উপর সামরিক চাপ বৃদ্ধির ঘোষণা দিলেন ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী উইলিয়াম হেগ৷ এছাড়া তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী আহমেত দাভুতোঘলু বলেন, পবিত্র রমজান মাসে লিবিয়ার বিদ্রোহীদের জন্য বিশেষ মানবিক সহায়তার প্রয়োজন৷ তাই গাদ্দাফি প্রশাসনের যেসব অর্থ আটকে রাখা হয়েছে তা বিদ্রোহীদের জন্য ছাড় দেওয়ার আহ্বান জানান তিনি৷

ছবি: dapd

ইস্তানবুল বৈঠক থেকে বিদ্রোহীদের প্রতি এসব ইতিবাচক সিদ্ধান্তের পর তাদের জন্য আন্তর্জাতিক গোষ্ঠীর সহায়তার সুযোগ এবং পরিধি আরো একধাপ এগুলো বলে বিশ্লেষকদের ধারণা৷ তবে আন্তর্জাতিক গোষ্ঠীর এসব তৎপরতার কাছে নতি স্বীকার করতে রাজি নন গাদ্দাফি৷ বিদ্রোহীদের স্বীকৃতি দেওয়ার ঘটনাকে নাকচ করে দিয়ে তিনি একটি নতুন অডিও বার্তা প্রকাশ করেছেন৷ এই বার্তায় তিনি তাঁর ভক্তদের উদ্দেশ্যে বলেছেন, ‘‘এসব তুচ্ছ স্বীকৃতি তোমাদের পদতলে৷ তোমরা এর সমুচিত জবাব দাও, এগুলোকে ভূলুণ্ঠিত করো৷'' গাদ্দাফির হুঁশিয়ারি, ‘‘আমার নিজের জীবন দিয়ে আমি তোমাদের মুক্ত করবো৷ শেষ পর্যন্ত আমি যুদ্ধ চালিয়ে যাবো৷''

প্রতিবেদন: হোসাইন আব্দুল হাই

সম্পাদনা: অরুণ শঙ্কর চৌধুরী

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ