1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

লিবিয়ার সির্ত শহর ছাড়ছেন বাসিন্দারা

২ অক্টোবর ২০১১

লিবিয়ার অবরুদ্ধ শহর সির্ত ছেড়ে অন্যত্র আশ্রয়ের চেষ্টা করছেন সেখানকার বাসিন্দারা৷ হাজার হাজার মানুষ শহরের বাইরে যাওয়ার নিরাপত্তা চৌকিতে জড়ো হচ্ছেন৷ সির্তে গাদ্দাফিপন্থীদের সঙ্গে বিদ্রোহীদের সংঘর্ষ এখনো অব্যাহত রয়েছে৷

সির্ত দখলে মরিয়া বিদ্রোহীরাছবি: AP Photo/Xinhua

সির্ত এর পরিস্থিতি

লিবিয়ার ক্ষমতা থেকে বিতাড়িত শাসক মুয়াম্মার গাদ্দাফির জন্মস্থান সির্ত৷ রাজধানীসহ দেশের অধিকাংশ এলাকা বিদ্রোহীদের দখলে চলে গেলেও, এখনো সির্তে প্রতিরোধ অব্যাহত রেখেছে গাদ্দাফিপন্থী সেনারা৷ তাদের হটাতে ন্যাশনাল ট্রানজিশনাল কাউন্সিল বা এনটিসি সমর্থিত বিদ্রোহীরা হামলা অব্যাহত রেখেছে৷ একইসঙ্গে বিমান হামলা চালাচ্ছে ন্যাটো৷ এই পরিস্থিতিতে বেশ বিপাকে পড়েছেন সির্ত এর বাসিন্দারা৷ তাই, শহর ছেড়ে অন্যত্র আশ্রয় নেওয়ার চেষ্টায় মরিয়ার তারা৷ শহরত্যাগীদের দাবি, সেখানে এখন খুব কমই খাদ্য আছে৷ আর বিদ্যুৎ, পানি একেবারেই নেই৷ শহরত্যাগী আহমেদ হোসেন বার্তাসংস্থা এপিকে জানান, গোলাবর্ষণের কারণে আমরা বাড়িতে থাকতে পারছি না৷ আমাদের তাই শহর ছাড়তে হচ্ছে৷ আলী নামক অপর এক সির্তবাসীর মন্তব্য, আমরা ন্যাটোর বোমা হামলা আর বিদ্রোহীদের গোলাবর্ষণের মধ্যে পড়ে গেছি৷ এএফপিকে তিনি বলেন, বিশেষ করে ন্যাটো এলোপাথাড়িভাবে বোমা ছুঁড়ছে এবং সেগুলো প্রায়ই বেসামরিক ভবনে আঘাত হানছে৷

ছবি: dapd

রেডক্রস-এর উদ্বেগ

আন্তর্জাতিক রেড ক্রস-এর দল সির্ত এর কিছু এলাকা পরিদর্শন করেছেন৷ তাদের মতে, সেখানে জরুরী চিকিৎসা সহায়তা প্রয়োজন৷ রেড ক্রস টিম জানিয়েছে, এনটিসি দুইদিনের যুদ্ধবিরতির কথা বললেও সির্তে সংঘর্ষ চলছে৷ শনিবার রাতে শহরত্যাগের সময় মেশিনগানের গুলিতে প্রাণ হারায় দুই শিশু এবং তাদের পিতামাতা৷ কাদের গুলিতে তারা নিহত হয়েছে তা অবশ্য জানা যায়নি৷ জেনেভা নির্ভর রেড ক্রস এর হিসেবে অনুযায়ী, প্রায় দশ হাজার মানুষ শহর ত্যাগ করেছে৷ এদের মধ্যে এক তৃতীয়াংশ শহরের বাইরে মরুভূমিতে অবস্থান করছে৷ শনিবার উভয় পক্ষের সম্মতি নিয়ে সির্ত এর সিমা হাসপাতাল পরিদর্শনে যায় রেড ক্রস দল৷ এই দলের দাবি, শহরের হাসপাতালে অক্সিজেন এবং জ্বালানির অভাবে অনেক মানুষ মারা যাচ্ছে৷

ন্যাটোর উদ্বেগ

লিবিয়ায় প্রায় ১০ হাজার ক্ষেপণাস্ত্র হারিয়ে যাওয়ায় দুশ্চিন্তা প্রকাশ করেছে ন্যাটো৷ সেদেশের সরকার পতনের পর এসব ক্ষেপণাস্ত্র পাওয়া যাচ্ছে না৷ জার্মান সাপ্তাহিক ডেয়ার স্পিগেল এসংক্রান্ত একটি সংবাদ প্রকাশ করেছে৷ এসব ক্ষেপণাস্ত্র বিভিন্ন দেশের বিদ্রোহী, সন্ত্রাসীদের কাছে পৌঁছাতে পারে বলেও আশঙ্কা করেছেন ন্যাটোর কমান্ডাররা৷

প্রতিবেদন: আরাফাতুল ইসলাম

সম্পাদনা: রিয়াজুল ইসলাম

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ