1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

লিবিয়ার ১৫ বাংলাদেশি আহত, দুই জনের অবস্থা গুরুতর

২২ ফেব্রুয়ারি ২০১১

অশান্ত লিবিয়ার বিভিন্ন স্থানে নির্মাণকাজে অংশ নেয়া বিদেশিদের উপর হামলা শুরু হয়েছে৷ সোমবার এ রকম একটি হামলায় দুই বাংলাদেশি গুরুতর ছুরিকাহত হয়েছেন৷ রাজধানী ত্রিপোলি থেকে অল্প কিছু দূরের এটি এলাকায় এই ঘটনা ঘটে৷

video
লিবিয়া এখনও অশান্তছবি: AP

বার্তা সংস্থা এএফপি অবশ্য এই দুই ছুরিকাহত বাংলাদেশির নাম জানাতে পারেনি৷ তবে তারা জানিয়েছে, দক্ষিণ কোরিয় তিন শ্রমিক ছাড়াও সেখানে আরও ১৫ বাংলাদেশি আহত হয়েছেন৷ সে দেশের (দক্ষিণ কোরিয়া) পররাষ্ট্র মন্ত্রণালয় সোমবারের ঐ ঘটনার বিবরণে জানায়, দক্ষিণ কোরিয় একটি কোম্পানির হয়ে পশ্চিম ত্রিপোলির নির্মাণ কাজে প্রায় ১৬শ বাংলাদেশি শ্রমিক অংশ নিচ্ছিলেন৷ এছাড়া সেখানে বেশ কিছু কোরিয় শ্রমিকও কাজ করছেন৷ ঐদিন অন্তত পাঁচ শতাধিক উচ্ছৃঙ্খল লিবিয় ঐ নির্মাণাধীন স্থাপনায় হামলা চালায়৷ এ সময় তারা শ্রমিকদের উপর চড়াও হয়৷ তাদের উপর আক্রমণ শুরু করে৷ ভাঙচুর করে৷ তারা ছোরাসহ নানা ধারালো অস্ত্র বহন করছিল বলে জানা যায়৷ প্রায় কয়েক ঘণ্টা ধরে তারা পুরো স্থাপনায় তাণ্ডব চালিয়ে সেই স্থান ত্যাগ করে৷ এরই মধ্যে এই আক্রমণকারীরা ঐ স্থাপনার কম্পিউটারসহ মূল্যবান বিভিন্ন যন্ত্র এবং অন্যান্য জিনিস লুট করে নিয়ে যায়৷ কার্যত এ আক্রমণকারীরা শ্রমিকদের অবরুদ্ধ করে রেখেছিল৷

দক্ষিণ কোরিয় পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র বলেছেন, আমরা এখনো জানতে পারিনি ঐ হামলাকারীরা গদ্দাফি বিরোধী আন্দোলনকারীদের সঙ্গে সরাসরি সম্পৃক্ত কী না৷

সরকারি হিসাবে লিবিয়ায় প্রায় ৪৫ হাজার বাংলাদেশি কাজ করছেন৷

প্রতিবেদন: সাগর সরওয়ার

সম্পাদনা: সঞ্জীব বর্মন

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ