1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

লিবিয়ায় অভিবাসী আটক কেন্দ্রে হামলায় নিহত ৪০

৩ জুলাই ২০১৯

লিবিয়ায় একটি অভিবাসী আটক কেন্দ্রে বিমান হামলায় অন্তত ৪০ জন নিহত হয়েছেন৷ আহত হয়েছেন অন্তত ৮০ জন৷ ওই কেন্দ্রে আফ্রিকা থেকে আসা অভিবাসন-প্রত্যাশীদের আটক রাখা হয়েছিল বলে জানিয়েছেন স্বাস্থ্য বিভাগের এক কর্মকর্তা৷

Libyen Luftangriff Tajoura Detention Center bei Tripolis
ছবি: Getty Images/AFP/M. Turkia

মঙ্গলবার রাজধানী ত্রিপোলির উপকণ্ঠে তাজৌরা এলাকায় বিমান হামলাটি হয়৷ ঘটনার জন্য জেনারেল খলিফা হাফতারের নেতৃত্বাধীন লিবিয়ান ন্যাশনাল আর্মি(এলএনএ)-কে দায়ী করা হলেও তারা তা অস্বীকার করেছে৷

আন্তর্জাতিকভাবে স্বীকৃত ঐক্যমতের সরকারকে সরিয়ে ত্রিপোলি দখলের জন্য তিন মাস আগে স্থলপথ ও আকাশে সর্বাত্মক যুদ্ধ শুরু করে খলিফা হাফতারের বাহিনী৷  ওই সময়ের পর থেকে মঙ্গলবারের হামলায় সবচেয়ে বেশি মানুষ হতাহতের ঘটনা ঘটলো বলে জানিয়েছে বিভিন্ন সংবাদমাধ্যম৷

এশিয়া ও আফ্রিকা অঞ্চল থেকে নদীপথে ইউরোপের উদ্দেশ্যে যাত্রা করার প্রধান রুট লিবিয়া৷ এর মধ্য থেকে লিবিয়ার কোস্টগার্ডের হাতে যারা ধরা পড়েন তাদের রাখা হয়ে থাকে এসব অভিবাসন কেন্দ্রে৷

লিবিয়ার জরুরি স্বাস্থ্যসেবা কেন্দ্রগুলোর মুখপাত্র মালেক মার্সেক জানান, আটক কেন্দ্রটিতে মোট ১২০ জন অভিবাসন প্রত্যাশী ছিল৷ হামলায় অন্তত ৪০ জন নিহত এবং ৮০ জন আহত হয়েছেন৷

মৃতের সংখ্যা আরো বাড়তে পারে বলে জানিয়েছেন তিনি৷ আর ওই আটক কেন্দ্রটির পাশে আছে একটি মিলিটারি ক্যাম্প৷

এক বিবৃতিতে এ হামলার জন্য সাবেক জেনারেল খলিফা হাফতারের নেতৃত্বাধীন স্বঘোষিত লিবিয়ান ন্যাশনাল আর্মি (এলএনএ)-কে দায়ী করেছে জাতিসংঘ সমর্থিত জাতীয় ঐক্যমতের সরকার (জিএনএ)৷

প্রকাশিত কিছু ছবিতে দেখা যায়, আফ্রিকা থেকে আসা অভিবাসীদের হাসপাতালে সার্জারি করা হচ্ছে৷ তাদের শরীর ধুলোমাখা এবং হাঁটু ব্যান্ডেজ করা ছিল৷

সম্প্রতি তাজৌরা এলাকায় জিএনএ অনুগত বাহিনীগুলোর সঙ্গে লড়াই চালিয়ে যাচ্ছে খলিফা হাফতারের নেতৃত্বাধীন এলএনএ৷ সোমবার এই লড়াইয়ে ‘ব্যাপক বিমান হামলার'  ঘোষণা করেছিল তারা৷  কিন্তু অভিবাসী কেন্দ্রে মঙ্গলবার হামলা চালানোর কথা অস্বীকার করেছেন এলএনএ-র এক মুখপাত্র৷

এমবি/এসিবি (রয়টার্স, এপি, ডিপিএ)

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য
স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ