1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

লিবিয়ায় আইএস

১৭ আগস্ট ২০১৬

সিরিয়া ও ইরাকে কিছুটা কোণঠাসা হয়ে পড়লেও এখনো অনেক এলাকা আইএস-এর নিয়ন্ত্রণে রয়েছে৷ তবে লিবিয়ায় সির্টে শহর হাতছাড়া হওয়ায় সে দেশে বড় ঘা খেলো এই জঙ্গি গোষ্ঠী৷ জঙ্গিরা ইটালি চলে যেতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে৷

লিবিয়ায় কোণঠাসা আইএস
ছবি: Reuters/I. Zitouny

সিরিয়া ও ইরাকের পর লিবিয়াই তথাকথিত ইসলামিক স্টেট-এর সবচেয়ে বড় ঘাঁটি হিসেবে পরিচিত৷ গোটা অঞ্চলে যেখানেই যুদ্ধ বা গৃহযুদ্ধের ফলে ক্ষমতার কেন্দ্রে শূন্যতা রয়েছে, সেই অচলাবস্থার সুযোগ নিয়ে আইএস শূন্যস্থান পূরণ করার চেষ্টা করে এসেছে৷ এমন পরিস্থিতিতে গত বছর জুন মাসে লিবিয়ার উপকূলবর্তী সির্টে শহর তাদের দখলে চলে আসে৷

লিবিয়ার রাজনৈতিক অচলাবস্থা অনেকটা কেটে যাওয়ার ফলে সে দেশের সেনাবাহিনী এবার গোটা দেশের উপর নিয়ন্ত্রণ কায়েম করার উদ্যোগ নিচ্ছে৷ এবার সির্টে শহর পুরোপুরি নিয়ন্ত্রণে এসে গেছে বলে তারা দাবি করছে৷ সেনাবাহিনী জানিয়েছে, আইএস জঙ্গিরা জোরালো সংগ্রাম চালিয়েও শেষরক্ষা করতে পারেনি৷

জাতিসংঘের মদতে গঠিত লিবিয়ার জাতীয় ঐক্য সরকার বা জিএনএ গত প্রায় ৩ মাস ধরে আইএস-এর বিরুদ্ধে সংগ্রাম চালাচ্ছে৷ ফলে শহর প্রায় জনশূন্য হয়ে পড়েছে৷ সংঘাতের আগে শহরের জনসংখ্যা ছিল আনুমানিক ৮০,০০০৷ এই অভিযানে সরকারের সমর্থনকারী বাহিনীকে সরাসরি সহায়তা করছে মার্কিন বোমারু বিমান৷ মিসরাটা শহরের বাহিনী সির্টে শহর দখল অভিযানে সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে৷ গত ১লা আগস্ট থেকে আইএস নিয়ন্ত্রিত স্থাপনার উপর বিমান হামলা চলছে৷ ৯ই আগস্ট জিএনএ বাহিনী শহরে প্রবেশ করে৷

সির্টে শহর বা তার একটা বড় অংশের উপর নিয়ন্ত্রণ হারালেও লিবিয়ায় আইএস নিশ্চিহ্ন হয়ে যায়নি৷ শরণার্থী সেজে বেশ কিছু আইএস জঙ্গি ইটালিতে আশ্রয় নিতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে৷ লিবিয়ার সরকার এ বিষয়ে সতর্ক করে দিয়েছে৷

মূল ঘাঁটি হারানোর পর আইএস অন্য শহর বা এলাকা দখলের চেষ্টা করবে বলে কিছু বিশেষজ্ঞ মনে করছেন৷ অথবা কৌশল বদলে সন্ত্রাসী হামলার পথ বেছে নিতে পারে তারা৷ উত্তরে উপকূলবর্তী এলাকায় সরকারি বাহিনী নিয়ন্ত্রণ কায়েম করলেও দক্ষিণে মরু অঞ্চলে প্রশাসনিক শূন্যতা রয়েছে৷ আইএস জঙ্গিরা সেখানেও তাদের ঘাঁটি গড়ে তুলতে পারে৷ এ কাজে তাদের সহায়তা করতে পারে কিছু উপজাতি, যারা এককালে লিবিয়ার স্বৈরাচারী শাসক মুয়ম্মর গদ্দাফির সমর্থন করতো৷ প্রভাব-প্রতিপত্তি হারিয়ে এমন উপজাতির অনেক তরুণ আইএস-এ যোগ দিয়েছিল৷

সির্টে শহর আইএস-এর হাতছাড়া হলেও সেই অঞ্চলে নতুন সংঘাতের আশঙ্কা রয়েছে৷ আন্তর্জাতিক মহলে স্বীকৃত জাতীয় ঐক্য সরকার গঠন করা সত্ত্বেও দেশের পূর্বাঞ্চলে প্রতিপক্ষ এক সমান্তরাল সরকার ক্ষমতার রাশ ছাড়েনি৷ সির্টে দখলের পর জিএনএ সেই অঞ্চলেও তাদের আধিপত্য বিস্তার করার চেষ্টা করতে পারে৷ ফলে সেই সমান্তরাল প্রশাসনের সঙ্গে সংঘাত শুরু হয়ে যেতে পারে৷

এসবি/এসিবি (ডিপিএ, এপি)

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ