1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

লিবিয়ায় গণহারে নারী ধর্ষণের নির্দেশ দিয়েছিলেন গাদ্দাফি

৯ জুন ২০১১

লিবিয়ায় গণহারে নারীদের ধর্ষণ করতে নিজের সমর্থক নিরাপত্তা বাহিনীর কর্মীদের নির্দেশ দিয়েছিলেন গাদ্দাফি৷ এজন্য তিনি ভায়াগ্রা জাতীয় ওষুধ কেনারও নির্দেশ দিয়েছেন৷

epa02736257 Chief prosecutor of the International Criminal Court (ICC) Luis Moreno-Ocampo speaks at a news conference in The Hague, The Netherlands, 16 May 2011. Moreno-Ocampo asked judges in The Hague to issue arrest warrants against leader Muammar Gaddafi, his son Saif al-Islam and the head of the military intelligence service Abdullah al-Senussi, saying there was 'strong' and 'direct' evidence of crimes against humanity being committed in Libya. EPA/ROBERT VOS +++(c) dpa - Bildfunk+++
আইসিসি'র প্রধান কৌঁসুলি লুইস মোরেনো-ওকাম্পোছবি: picture alliance/dpa

তদন্তকারীদের কাছে এ সংক্রান্ত প্রমাণ রয়েছে বলে জানিয়েছেন আন্তর্জাতিক অপরাধ আদালত আইসিসি'র প্রধান কৌঁসুলি লুইস মোরেনো-ওকাম্পো৷ তিনি বলছেন গাদ্দাফির বিরুদ্ধে এবার ধর্ষণের অভিযোগ আনতে পারেন তিনি৷ এর আগে গত মাসে ওকাম্পো মানবতা বিরোধী অপরাধের দায়ে গাদ্দাফির বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারির আবেদন করেছিলেন৷ আইসিসির বিচারকরা কয়েকদিনের মধ্যেই এ বিষয়ে তাদের মতামত জানাতে পারেন৷ ওকাম্পো বলেন লিবিয়ার বেশ কয়েকটি জায়গায় শত শত নারী আক্রমণের শিকার হয়েছে বলে খবর বেরিয়েছে৷ উল্লেখ্য, গত মার্চ মাসে ইমান আল-ওবায়দি নামের এক লিবীয় নারী পশ্চিমা সাংবাদিকরা ত্রিপোলির যে হোটেলে ছিলেন সেখানে ঢুকে গাদ্দাফির সমর্থকরা তাঁকে ধর্ষণ করেছে, এই অভিযোগ আনেন৷

আজ আবুধাবিতে বৈঠক

উদ্দেশ্য লিবিয়ার বিদ্রোহীদের আর্থিকভাবে সহায়তা করা৷ গতমাসে এ ব্যাপারে একমত হয়েছিল যুক্তরাষ্ট্র, ফ্রান্স, ব্রিটেন সহ আরব বিশ্বের দেশ কুয়েত, কাতার আর জর্ডান৷ কীভাবে এটা সম্ভব তার প্রক্রিয়া নিয়ে বৈঠকে আলোচনা হবার কথা রয়েছে৷ এছাড়া যদি গাদ্দাফি চলে যায় তাহলে বিদ্রোহীরা কীভাবে দেশ চালাবে সে ব্যাপারেও বিদ্রোহীদের কাছ থেকে জানতে চাইবে ঐ দেশগুলো৷ মার্কিন পররাষ্ট্রমন্ত্রী বৈঠকে যোগ দিতে ইতিমধ্যে আবুধাবী পৌঁছেছেন৷

ত্রিপোলিতে আক্রমণের

ন্যাটো আবারও ত্রিপোলিতে আকাশ থেকে আক্রমণের পরিমাণ বাড়িয়েছে৷ বুধবার রাতে এই আক্রমণ শুরু হয়৷ এর আগে গতকাল গাদ্দাফির সমর্থক বাহিনী মিসরাটাতে হামলার পরিমাণ বাড়িয়ে দেয়৷ তারা শহরটির তিনদিক থেকে হামলা চালিয়েছে৷ এতে কমপক্ষে ১২ বিদ্রোহী মারা গেছে বলে জানা গেছে৷ এছাড়া গতকাল ব্রাসেলসে ন্যাটো সদস্য দেশের প্রতিরক্ষামন্ত্রীরা এক আলোচনায় মিলিত হয়েছিলেন৷ তবে লিবিয়ায় চালানো সামরিক অভিযানের গতি বাড়াতে খুব একটা আগ্রহ দেখা যায়নি তাদের মধ্যে৷ উল্লেখ্য, চারমাস ধরে ন্যাটো অভিযান চালিয়েও গাদ্দাফিকে ক্ষমতা থেকে সরাতে পারেনি৷

প্রতিবেদন: জাহিদুল হক

সম্পাদনা: আরাফাতুল ইসলাম

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য
স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ