1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

লিবিয়ায় ন্যাটো’র পর্যবেক্ষণ ড্রোন হারিয়ে গেছে

২২ জুন ২০১১

লিবিয়ায় হারিয়ে যাওয়া ন্যাটোর হেলিকপ্টারটি একটি মনুষ্যবিহীন পর্যবেক্ষণ ড্রোন৷ মার্কিন প্রতিরক্ষা কর্মকর্তারা এই তথ্য জানিয়েছে৷ লিবিয়ায় নতুন ধরনের রোবোটিক হেলিকপ্টার ব্যবহারের প্রমাণ পাওয়া গেল এই ঘটনায়৷

Libya
এখনও অশান্ত লিবিয়াছবি: AP

মনুষ্যবিহীন ড্রোনগুলো সাধারণত নিয়ন্ত্রণ করা হয় বহুদূরের কোন ঘাঁটি থেকে৷ এগুলোর নিয়ন্ত্রণ পদ্ধতি অনেকটা কম্পিউটার গেম এর মতো৷ ইটালির নেপোলিতে অবস্থিত ন্যাটো কমান্ড সেন্টার থেকে জানানো হয়েছে, আমরা এখনো জানিনা কিভাবে মঙ্গলবার ড্রোনটি নিয়ন্ত্রণ কেন্দ্র থেকে বিচ্ছিন্ন হয়ে যায়৷

ছোট্ট হেলিকপ্টারটি গুলিতে ভূপাতিত হয়েছে নাকি যান্ত্রিক ত্রুটির কারণে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে, তা এখনো নিশ্চিত করা যায়নি৷ এটিতে পর্যবেক্ষণ ক্যামেরা এবং সেন্সর রয়েছে৷

এদিকে, লিবিয়ার রাষ্ট্রীয় টেলিভিশনে একটি পোড়া হেলিকপ্টার দেখানো হয়েছে৷ সেদেশের দাবি, এটি একটি অ্যাপাচি হেলিকপ্টার৷ রাজধানী লিবিয়া থেকে ১০০ মাইল পূর্বের শহর জিলটানে বিধ্বস্ত হয়েছে এই হেলিকপ্টারটি৷ ন্যাটো অবশ্য, এধরনের কোন বিমান দুর্ঘটনায় পতিত হওয়ার খবর অস্বীকার করেছে৷

লিবিয়ার রাষ্ট্রীয় টেলিভিশনে একটি পোড়া হেলিকপ্টার দেখানো হয়েছেছবি: picture-alliance/dpa

লিবিয়ায় হারিয়ে যাওয়া ন্যাটো ড্রোনটি বর্তমান সময়ের অত্যন্ত শক্তিশালী পর্যবেক্ষক হেলিকপ্টার৷ এটি ভূপৃষ্ঠ থেকে সর্বোচ্চ ২০,০০০ ফুট উপরে উড়তে পারে, ঘণ্টায় এটির সর্বোচ্চ গতি ২০০ কিলোমিটার এবং আট ঘণ্টার বেশি সময় পর্যন্ত একনাগারে আকাশে অবস্থান করতে পারে এই হেলিকপ্টার৷ আফগানিস্তানেও ফায়ার স্কাউট নামক এই ড্রোনগুলো ব্যবহার করা হচ্ছে৷

ওদিকে, লিবিয়ায় বিমান হামলায় বেসামরিক হতাহতের ঘটনায় বেশ বিপাকে পড়েছে ন্যাটো৷ সামরিক জোটটির উইং কমান্ডার মাইক ব্রাকেন জানিয়েছেন, আমি মনে করি আমাদের সুনাম এবং বিশ্বাসযোগ্যতা প্রশ্নাতীত৷ তবে যা নিয়ে প্রশ্ন করা যায়, তাহলো গাদ্দাফি প্রশাসন মনুষ্যবর্ম ব্যবহার করছে এবং মসজিদ থেকে ক্ষেপণাস্ত্র ছুঁড়ছে৷

বলাবাহুল্য, সপ্তাহান্তে ত্রিপোলীতে বিমান হামলায় নয় বেসামরিক নাগরিক নিহতের খবর নিশ্চিত করার পর এই মন্তব্য করলেন ন্যাটো কমান্ডার৷

প্রতিবেদন: আরাফাতুল ইসলাম

সম্পাদনা: দেবারতি গুহ

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ