1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

লিবিয়ায় ন্যাটোর অভিযান নিয়ে দক্ষিণ আফ্রিকার প্রেসিডেন্টের কড়া সুর

২৬ জুন ২০১১

দক্ষিণ আফ্রিকার প্রেসিডেন্ট জ্যাকব জুমা বলেছেন, জাতিসংঘ লিবিয়ায় অভিযান চালানোর জন্য ন্যাটোকে যে অনুমতি দিয়েছে তার অর্থ সরকার পরিবর্তন নয়৷

ছবি: picture-alliance/dpa

আজ প্রশাসনিক রাজধানী প্রিটোরিয়ায় আফ্রিকান ইউনিয়ন প্যানেলের নেতাদের সঙ্গে এক বৈঠকে এই কথা বলেন দক্ষিণ আফ্রিকার প্রেসিডেন্ট৷

লিবিয়ায় শান্তি প্রতিষ্ঠার জন্য একটি উপায় বের করতে এইউ প্যানেলের নেতারা আজ প্রিটোরিয়াতে বৈঠক করেন৷ তাদের মধ্যে জুমা ছাড়াও ছিলেন মৌরিতানিয়ার প্রেসিডেন্ট মোহামেদ উল্দ আবদেল আজিজ, মালির প্রেসিডেন্ট আমাদু তুমানি, উগান্ডার ইওয়েরি মুসেভেনি তুরে, কঙ্গোর পররাষ্ট্র মন্ত্রী বাসিল ইকুয়েবেসহ আরও নেতৃবৃন্দ৷ আগামী বৃহস্পতিবার ইকুয়েটরিয়াল গিনিতে আফ্রিকান ইউনিয়ন বা এইউ-র শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হতে যাচ্ছে৷ সেখানে লিবিয়ার সার্বিক পরিস্থিতি তুলে ধরবেন দক্ষিণ আফ্রিকার প্রেসিডেন্ট জ্যাকব জুমা৷ তার জন্য প্রস্তুতিমূলক বৈঠক হয়ে গেল প্রিটোরিয়াতে৷ গত মাসেই লিবিয়ায় গিয়ে মুয়াম্মার গাদ্দাফির সঙ্গে দেখা করেছিলেন জুমা৷ তবে সেই বৈঠকে তেমন কোন ফলাফল আসেনি৷ এরপরও লিবিয়াতে গাদ্দাফি ও বিদ্রোহীদের মধ্যে যুদ্ধ চলছে৷ তার সঙ্গে যোগ হয়েছে ন্যাটোর হামলায় নিরীহ নাগরিকদের প্রাণহানি৷

ন্যাটো অভিযানে বিধ্বস্ত একটি বেসামরিক স্থাপনাছবি: picture-alliance/dpa

রোববারের বৈঠকে সেই প্রসঙ্গে বেশ কড়া সুর শোনা গেল জুমার বক্তব্যে৷ তার পক্ষ থেকে এক বিবৃতিতে বলা হয়, ‘‘লিবিয়াতে বোমা ফেলার জন্য ন্যাটো জাতিসংঘের প্রস্তাবনাকে অনুমতি হিসেবে ব্যবহার করছে৷ কিন্তু জাতিসংঘের সেই প্রস্তাবনা লিবিয়াতে সরকার পরিবর্তন কিংবা মুয়াম্মার গাদ্দাফির রাজনৈতিক হত্যার অনুমতি দেয় না৷ লিবিয়াতে ন্যাটো এবং তার মিত্রদেশগুলোর অব্যাহত বোমা হামলা আফ্রিকান ইউনিয়নের উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে৷ কারণ জাতিসংঘের প্রস্তাবনার উদ্দেশ্য ছিল নিরীহ মানুষকে রক্ষা করা এবং সেখানে মানবিক ত্রাণকার্যকে সহায়তা করা৷'' জুমা আরও বলেন, ‘‘লিবিয়াতে এখন একটি সামরিক অচলাবস্থা বিরাজ করছে এবং এটাকে আর চলতে দেওয়া যায় না৷ কেননা এর ফলে মানুষের প্রাণহানি আরও বাড়বে এবং তা গোটা অঞ্চলকে অচল করে দেবে৷'' জ্যাকব জুমার মতে লিবিয়ার সমাধান রাজনৈতিকভাবে হতে হবে এবং এটা সেখানকার জনগণের ওপরই ছেড়ে দিতে হবে৷

উল্লেখ্য, লিবিয়াতে নো ফ্লাই জোন প্রতিষ্ঠার জন্য জাতিসংঘের প্রস্তাবের পক্ষে ভোট দিয়েছিল দক্ষিণ আফ্রিকা৷ তবে লিবিয়াতে ন্যাটোর অভিযান নিয়ে আফ্রিকান ইউনিয়নের মধ্যে মতানৈক্য রয়ে গেছে৷ আফ্রিকান ইউনিয়ন প্যানেলের বর্তমান প্রধান মৌরিতানিয়ার প্রেসিডেন্ট মোহামেদ উল্দ আবদেল আজিজ কয়েকদিন আগে বলেছেন, ‘‘মুয়াম্মার গাদ্দাফির বিদায় এখন প্রয়োজনীয় হয়ে পড়েছে৷ তিনি আর লিবিয়াকে নেতৃত্ব দিতে পারবেন না৷''

প্রতিবেদন: রিয়াজুল ইসলাম

সম্পাদনা: জাহিদুল হক

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ