1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

লিবিয়ায় ন্যাটোর ভূমিকা নিয়ে প্রশ্ন

১ মে ২০১১

ন্যাটোর হামলায় লিবিয়ার নেতা মুয়াম্মার গাদ্দাফির ছেলে নিহত হওয়ার পর দুই ধরণের মত দেখা যাচ্ছে আন্তর্জাতিক মহলে৷ লিবিয়ার পক্ষ থেকে এই হামলাকে হত্যাচেষ্টা বলে অভিহিত করা হয়েছে৷ তবে ন্যাটো বলছে কোন ব্যক্তি তাদের লক্ষ্য নয়৷

বিমান হামলায় ধ্বংস হয়ে যাওয়া বাড়ীছবি: AP

ন্যাটোর বক্তব্য

জাতিসংঘের সিদ্ধান্ত অনুযায়ী লিবিয়াতে ন্যাটোর কার্যক্রম কেবল বেসামরিক নাগরিকদের রক্ষার জন্য৷ শনিবার রাতে গাদ্দাফির ছোট ছেলে সাইফ আল আরব এবং তিন নাতি নিহত হওয়ার পর ন্যাটোর পুরো কার্যক্রম প্রশ্নের মুখে পড়েছে৷ ন্যাটোর ক্যানাডিয় কমান্ডার লেফটেন্যান্ট জেনারেল চার্লস বুশার্ড এই ঘটনার ব্যাপারে বলেছেন, ‘‘কোন ব্যক্তিকে লক্ষ্য করে ন্যাটো বিমান হামলা চালায়নি৷ ত্রিপোলিতে সামরিক স্থাপনা লক্ষ্য করেই হামলা চালানো হয়েছে৷ লিবিয়ার সেনাবাহিনীকে নিয়ন্ত্রণ করছে এমন জায়গাও ন্যাটোর হামলার লক্ষ্যবস্তু৷'' একই কথা বলেছেন ব্রিটেনের প্রধানমন্ত্রী ডেভিড ক্যামেরন৷ তিনি এক সাক্ষাৎকারে জানিয়েছেন, কেবল সামরিক সরঞ্জাম নয় সামরিক বাহিনীকে যারা নিয়ন্ত্রণ করেন এবং নির্দেশ দেন তারাও সামরিক লক্ষ্যবস্তু হতে পারেন৷ ক্যামেরনের দাবি, ন্যাটো জাতিসংঘের সিদ্ধান্তের বাইরে গিয়ে কিছু করছে না৷

লিবিয়ায় মার্কিন যুদ্ধ জাহাজছবি: picture alliance / Photoshot

সমালোচনার মুখে ন্যাটো

তবে এই হামলা নিয়ে কিন্তু ইতিমধ্যেই বেশ সমালোচনার মুখে পড়েছে ন্যাটো৷ কারণ শনিবার রাতের এই হামলার মূল লক্ষ্যে পরিণত হয়েছিলেন গাদ্দাফি এবং তার পরিবার, সেরকমই বলছে অনেক দেশ৷ গাদ্দাফির বহুদিনের বন্ধু ভেনেজুয়েলার প্রেসিডেন্ড উগো চাবেজ এই হামলাকে হত্যা প্রচেষ্টা উল্লেখ করে তীব্র নিন্দা জানিয়েছেন৷ অন্যদিকে রাশিয়াও এই ঘটনার সমালোচনা করেছে৷ রুশ পররাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে এক বিবৃতিতে বলা হয়েছে, রাশিয়া এখন সন্দেহ করছে যে পশ্চিমা বাহিনী গাদ্দাফিকে হত্যার চেষ্টা করছে কীনা৷ রাশিয়া ন্যাটোকে অবিলম্বে হামলা বন্ধ করার আহ্বান জানিয়েছে৷ একই সঙ্গে বেসামরিক হতাহতের পরিমাণ বেড়ে যাওয়ায় তারা গভীর উদ্বেগ প্রকাশ করেছে৷

যুদ্ধ চলছে

রোববারও ন্যাটো বাহিনী ব্যাপক হামলা চালিয়েছে গাদ্দাফি সেনাদের ওপর৷ বিদ্রোহীদের বরাত দিয়ে বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে যে, শনিবার গাদ্দাফির সেনারা জালু এং আওলিজাহ নামে দু'টি শহরে ঢুকে পড়েছিল৷ সেখানে তারা পাঁচজন বেসামরিক নাগরিককে হত্যা করে বলে দাবি করেছে বিদ্রোহীরা৷ এরপর তাদের লক্ষ্য করে ন্যাটোর বিমানগুলো হামলা চালায়, এতে গাদ্দাফি বাহিনীর ৪৫টি যান ধ্বংস হয়ে গেছে বলে জানানো হয়েছে৷ অন্যদিকে তিউনিসিয়ার সীমান্ত এলাকাতে গাদ্দাফি সেনাদের সঙ্গে বিদ্রোহীদের ব্যাপক গুলি বিনিময়ের খবর পাওয়া গেছে৷

প্রতিবেদন: রিয়াজুল ইসলাম

সম্পাদনা: জান্নাতুল ফেরদৌস

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ