1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

লিবিয়ায় ন্যাটো অভিযানের সমাপ্তি, আত্মসমর্পণ করতে পারেন সাইফ

২৮ অক্টোবর ২০১১

ঠিক সময় আত্মসমর্পণ করলে হয়তো প্রাণে বেচে যেতেন লিবিয়ার ক্ষমতাচ্যুত নেতা মুয়াম্মার গাদ্দাফি৷ এবার তার পুত্র সাইফ সম্ভবত সেই পথেই এগোচ্ছেন৷ এদিকে সোমবার লিবিয়ায় ন্যাটো অভিযান শেষ হচ্ছে৷

Berlin/ Der Generalsekretaer der NATO, Anders Fogh Rasmussen, spricht am Donnerstag (27.10.11) im Bundeskanzleramt in Berlin bei einer Pressekonferenz. Die NATO wird nach den Worten ihres Generalsekretaers auch nach 2014 in Afghanistan praesent sein. Dabei werde sich aber der Charakter des Militaereinsatzes veraendern, sagte Rasmussen am Donnerstag nach einem Treffen mit der Bundeskanzlerin in Berlin. (zu dapd-Text) Foto: Steffi Loos/dapd
লিবিয়ায় ন্যাটো অভিযানের সমাপ্তির কথা ঘোষণা করলেন রাসমুসেনছবি: dapd

ন্যাটোর কাজ শেষ

জাতিসংঘের নিরাপত্তা পরিষদের প্রস্তাব অনুযায়ী লিবিয়ার সাধারণ মানুষের প্রাণহানি বন্ধ করতে ‘ইউনিফাইড প্রোটেকশন' নামের অভিযানের আওতায় প্রায় ৭ মাস ধরে বিমান অভিযান চালিয়ে আসছিল ন্যাটো৷ গাদ্দাফিকে একঘরে করে রাখতে আকাশে ‘নো ফ্লাই জোন' ও সমুদ্রেও অবরোধ চালিয়ে এসেছিল এই সামরিক জোট৷ মূলত ফ্রান্স ও ব্রিটেন এই অভিযানের নেতৃত্ব দিয়েছে৷ মার্কিন যুক্তরাষ্ট্র প্রয়োজনীয় অবকাঠামোর ব্যবস্থা করেছে৷ আরব লিগ'ও এই অভিযানের প্রতি সমর্থন জানিয়েছে৷ এবার গাদ্দাফির পতন ও মৃত্যুর পর নিরাপত্তা পরিষদ এই অভিযানের সমাপ্তির সিদ্ধান্ত নিয়েছে৷

বাবার মতো বেঘোরে প্রাণ হারাতে চান না সাইফছবি: picture alliance/dpa

ভবিষ্যতে লিবিয়ায় ন্যাটোর ভূমিকা

শুক্রবার ন্যাটোর মহাসচিব আন্ডার্স ফগ রাসমুসেন টুইটার বার্তায় জানিয়ে দিলেন, সোমবার ৩১শে অক্টোবর আনুষ্ঠানিকভাবে লিবিয়ায় অভিযান শেষ হচ্ছে৷ তিনি লেখেন, ‘‘আমাদের সামরিক কাজ শেষ হয়েছে৷'' তবে সেইসঙ্গে তিনি এও বললেন, যে লিবিয়ার নতুন নেতৃত্ব যদি চায়, সেক্ষেত্রে ন্যাটো সাহায্য করতে প্রস্তুত৷ গাদ্দাফির দীর্ঘ ৪২ বছরের শাসনকালের পর বিশেষ করে

সেদেশের নিরাপত্তা ও প্রতিরক্ষার দায়িত্বে থাকা প্রতিষ্ঠানগুলির সংস্কারের কাজে ন্যাটো সাহায্য করতে পারে বলে তিনি মনে করেন৷ তবে লিবিয়ার শাসক এনটিসি ইতিমধ্যেই সীমান্তরক্ষা ও বে-আনি অনুপ্রবেশ রুখতে ন্যাটোর কাছে সহায়তার যে আর্জি জানিয়েছে, সেবিষয়ে ন্যাটো এখনো কোনো মন্তব্য করে নি৷

সাইফ আল ইসলামের আত্মসমর্পণ নিয়ে জল্পনা-কল্পনা

আন্তর্জাতিক ফৌজদারি আদালত শুধু জানিয়েছে, যে আনুষ্ঠানিক কাঠামোর বাইরে কিছু মধ্যস্থতাকারীর মাধ্যমে সাইফ আল ইসলামের সঙ্গে যোগাযোগ স্থাপন করা হয়েছে৷ চরম বেকায়দায় পড়ে সাইফ সম্ভবত নিজের বাবার মতো বেঘোরে প্রাণ দিতে চান না৷ তিনি জানেন, নেদারল্যান্ডস'এ ফৌজদারি আদালতের কাছে আত্মসমর্পণ করলে কমপক্ষে প্রাণে বেঁচে যাবেন৷

আদালতের প্রধান কৌঁসুলি লুইস মোরানো ওকাম্পো সেক্ষেত্রে সুবিচারের আশ্বাস দিয়েছেন৷ তিনি বলেছেন, অপরাধী সাব্যস্ত হওয়ার আগে যে কোনো অভিযুক্তের মতো গাদ্দাফি পুত্রকেও নিরপরাধ হিসেবে গণ্য করা হবে৷ বিচারকের রায়ই চূড়ান্ত হিসেবে বিবেচিত হবে৷ উল্লেখ্য, সাইফ আল ইসলাম, গাদ্দাফির নিরাপত্তা প্রধান আব্দুল্লাহ আল সেনুসি সহ গাদ্দাফির ঘনিষ্ঠ কয়েকজনের বিরুদ্ধে মানবতার বিরুদ্ধে অপরাধের অভিযোগ আনা হয়েছে ও তাদের বিরুদ্ধে আন্তর্জাতিক গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে৷ মঙ্গলবার সাইফ ও সেনুসি সীমান্ত পেরিয়ে নাইজারে প্রবেশ করেছে বলে লিবিয়ার এনটিসি মনে করছে৷ সেনুসি ইতিমধ্যে মালি পৌঁছে গেছে৷ এই সব দেশের সরকারের সঙ্গে তাদের প্রত্যর্পণের বিষয়ে আলোচনা চলছে বলেও জানা গেছে৷

প্রতিবেদন: সঞ্জীব বর্মন

সম্পাদনা: আব্দুল্লাহ আল-ফারূক

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য

আরো সংবাদ দেখান
স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ