1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

লিবিয়ায় বাংলাদেশি নিখোঁজ সাংবাদিকের সন্ধান মিলেছে

২৯ মার্চ ২০২২

সন্ধান মিলেছে যুদ্ধবিধ্বস্ত লিবিয়ায় বাংলাদেশি সাংবাদিক জাহিদুর রহমান এবং প্রকৌশলী সাইফুল ইসলামের৷ নিরাপত্তা বাহিনীর হাতে আটক দুই জনই তাদের হেফাজতে আছেন৷

প্রতীকী ছবিছবি: Andrey Popov/Panthermedia/imago images

লিবিয়ায় নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মেজর জেনারেল এস এম শামীম-উজ-জামান ডয়চে ভেলের কনটেন্ট পার্টনার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে এসব তথ্য জানান সোমবার সন্ধ্যায় ৷

রাষ্ট্রদূত বলেন, ‘‘আমরা তাদের খোঁজ পেয়েছি৷ দেশটির সরকারের একটি দায়িত্বশীল সংস্থা আমাদের বলেছেন যে, তারা তিনজনকে আটক করেছেন৷ আমরা প্রত্যাশা করছি তাদের সঙ্গে আমরা খুব শিগগিরই যোগাযোগ করতে সক্ষম হব ৷’’

জাহিদুর রহমান এবং সাইফুল ইসলাম যে গাড়িতে ছিলেন, তার লিবিয়ান চালককে রোববারই ছেড়ে দেওয়া হয়েছে বলেও জানান রাষ্ট্রদূত৷

সাভারে বাসিন্দা জাহিদুর রহমান বেসরকারি টেলিভিশন এনটিভির বিশেষ প্রতিনিধি এবং একাধিক দৈনিক ও অনলাইন সংবাদ মাধ্যমের সঙ্গেও যুক্ত রয়েছেন ৷

জাহিদুর গত ৩ মার্চ যুক্তরাজ্য ভ্রমণে যান এবং ভ্রমণের অভিজ্ঞতা নিয়ে প্রতিবেদন করেন ৷ ফেসবুকেও সেসব শেয়ার করেন জানান পরিবারের সদস্যরা ৷ ২১ মার্চ তিনি লিবিয়ার রাজধানী ত্রিপলীতে পৌঁছান ৷

জাহিদুর রহমানসহ দুই বাংলাদেশির সন্ধান পাওয়ার বিষয়ে শ্রীলঙ্কা থেকে টেলিফোনে পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘‘তাদের নিখোঁজ হওয়ার পর থেকে আমাদের রাষ্ট্রদূত হন্যে হয়ে সন্ধান করেছেন৷ আজকে রাষ্ট্রদূতকে সেখানকার সিকিউরিটি ফোর্স জানিয়েছে যে, সাংবাদিকসহ দুই বাংলাদেশি তাদের হেফাজতে রয়েছেন৷’’

‘‘এখন আমরা তাদেরকে দেশে ফিরিয়ে আনার চেষ্টা চালাব৷ কালকে দেশটির ভাইস প্রেসিডেন্টের সঙ্গে আমাদের রাষ্ট্রদূতের সাক্ষাত করার কথা রয়েছে৷’’

লিবিয়ার নিরাপত্তা বাহিনীর হাতে তাদের আটক হওয়ার বিষয়ে পররাষ্ট্রমন্ত্রী বলেন, ‘‘তারা ব্যক্তিগতভাবে সেখানে যান৷ কেন, কী উদ্দেশ্যে তারা সেখানে গিয়েছেন সেটা আমরা জানি না৷’’ 

‘‘অনেক দেশে অনেক জায়গায় ছবি তোলা নিষিদ্ধ৷ সেটা সৌদি আরবেও আমি দেখেছি৷ সম্ভবত তারা এমন কোনো নিষিদ্ধ জায়গার ছবি তুলেছিলেন৷’’ বলেন পররাষ্ট্রমন্ত্রী আব্দুল মোমেন৷

এনএস/কেএম (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)  

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ