লিবিয়ায় বিমান হামলা চলছে, ‘গাদ্দাফি লক্ষ্য নন’
২২ মার্চ ২০১১রাডার ব্যবস্থায় হামলা
আন্তর্জাতিক মিত্র বাহিনী সোমবার গাদ্দাফি পক্ষের দু'টি রাডার ব্যবস্থায় হামলা চালিয়েছে৷ লিবিয়ার পূর্বাঞ্চলের শহর বেনগাজির কাছে দুটি বিমান প্রতিরক্ষা কেন্দ্রে রাডার দুটি বসানো ছিল৷ আল-জাজিরা টেলিভিশন এই খবর জানালেও পশ্চিমা বাহিনীর কাছ থেকে এ নিয়ে কোন মন্তব্য এখনো পাওয়া যায়নি৷ তবে, ফরাসি সামরিক বাহিনীর এক মুখপাত্র জানিয়েছেন, সোমবার রাতের হামলায় ফরাসি কোন বিমান অংশ নেয়নি৷
এদিকে, ত্রিপোলীতে সোমবার রাতেও বিমান বিধ্বংসী গোলার শব্দ শোনা গেছে৷ আগের রাতে গাদ্দাফির যে দুর্গে বোমা হামলা হয়েছিল, সেখানে সোমবারও বিস্ফোরণের শব্দ শোনা গেছে৷ লিবিয়া সরকারের মুখপাত্র ইব্রাহিম মুসা জানিয়েছেন, সিরতা বিমানবন্দরে বিমান হামলায় অনেক বেসামরিক মানুষ মারা গেছে৷
আন্তর্জাতিক প্রতিক্রিয়া
মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা বলেছেন, লিবিয়ার উপর জাতিসংঘের উড়াল নিষেধাজ্ঞা কার্যকর করে মার্কিনিদের অগ্রণী ভূমিকায় শীঘ্রই পরিবর্তন আসবে৷ তিনি বলেন, ন্যাটো এক্ষেত্রে সমন্বয়কের ভূমিকা পালন করতে পারে তবে এখনো সংগঠনটিতে এই নিয়ে মতবিরোধ রয়েছে৷ বিশেষ করে ফ্রান্স এবং তুরস্ক লিবিয়ায় উড়াল নিষেধাজ্ঞা কার্যকর রাখার ক্ষেত্রে ন্যাটোর নেতৃত্বের বিরোধী৷ রাশিয়া সফররত মার্কিন প্রতিরক্ষামন্ত্রী রবার্ট গেটসও জানিয়েছেন, শীঘ্রই পশ্চিমা মিত্র বাহিনীতে মার্কিন উপস্থিতি কমানো হবে৷
‘গাদ্দাফি লক্ষ্য নন'
গাদ্দাফিকে নিয়ে পশ্চিমা সমাজ বেশ দ্বিধাবিভক্ত৷ রবিবার ব্রিটেনের প্রতিরক্ষামন্ত্রী লিয়াম ফক্স জানিয়েছিলেন, কর্নেল গাদ্দাফিও বিমান হামলার লক্ষ্য হতে পারেন৷ তবে মার্কিন যুক্তরাষ্ট্রের আফ্রিকা বিষয়ক সামরিক প্রধান কার্টার এফ হাম জানিয়েছেন, গাদ্দাফির উপর হামলা আমাদের মিশনের উদ্দেশ্য নয়৷ ব্রিটিশ প্রধানমন্ত্রী ডেভিড ক্যামেরনও জানিয়েছেন, জাতিসংঘের অনুমোদিত নীতি অনুযায়ী গাদ্দাফিকে ক্ষমতা থেকে সরাতে সামরিক শক্তি ব্যবহারের দৃশ্যত তেমন কোন সুযোগ নেই৷
প্রতিবেদন: আরাফাতুল ইসলাম
সম্পাদনা: জান্নাতুল ফেরদৌস