1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

লিবিয়া থেকে দেশে ফিরেছেন আরো ৩১০ বাংলাদেশি

৩১ অক্টোবর ২০২৫

উত্তর আফ্রিকার ভূমধ্যসাগরীয় দেশ লিবিয়ায় আটক, নির্যাতন ও অপহরণের শিকার হয়ে অনিয়মিত অবস্থায় থাকা ৩১০ জন বাংলাদেশি দেশে ফিরেছেন৷

লিবিয়া থেকে ঢাকা ফিরছেন বাংলাদেশি অভিবাসীরা৷
উত্তর আফ্রিকার দেশ লিবিয়ায় অনিয়মিত অবস্থায় থাকা ৩১০ বাংলাদেশি দেশে ফিরেছেন৷ লিবিয়ার ঐক্যমত্যের সরকারের সহযোগিতায় তাদের দেশের ফেরত পাঠানো হয়েছে বলে জানিয়েছে দেশটিতে বাংলাদেশের দূতাবাস৷ ছবি: লিবিয়ায় বাংলাদেশ দূতাবাসছবি: Embassy of Bangladesh in Libya

শুক্রবার (৩১ অক্টোবর) সকাল পৌনে ৮টার দিকে বাংলাদেশি অভিবাসীদের বহনকারী ফ্লাই ওইয়া এয়ারলাইন্সের চার্টার্ড ফ্লাইটটি ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে৷ আগের দিন, লিবিয়ার ত্রিপোলির মিতিগা আন্তর্জাতিক বিমান বন্দর থেকে ঢাকার উদ্দেশে রওনা দেন বাংলাদেশি অভিবাসীরা৷

লিবিয়ার ত্রিপোলিতে বাংলাদেশ দূতাবাস এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে৷

এতে বলা হয়েছে, প্রত্যাবাসিত বাংলাদেশি অভিবাসীদের মধ্যে ২১১ জন ছিলেন মিসরাতায় এবং ৯৯ জন ছিলেন ত্রিপোলিতে৷ লিবিয়ায় বাংলাদেশ দূতাবাস জানিয়েছেন, দূতাবাসের তত্ত্বাবধানে লিবিয়ার জাতীয় ঐক্যমত্যের সরকারের সার্বিক সহযোগিতা ও ব্যবস্থাপনায় ৩১০ জন বিপদগ্রস্ত বাংলাদেশি নাগরিককে প্রত্যাবাসন করা হয়েছে৷

এ নিয়ে চলতি মাসে লিবিয়া সরকারের সহযোগিতায় তৃতীয় চার্টার্ড ফ্লাইটটি পরিচালনা করা হয়েছে৷ এর আগে ৯ অক্টোবর প্রথম ফ্লাইটে ৩০৯ জন, ২৩ অক্টোবর দ্বিতীয় ফ্লাইটে আরো ৩০৯ জন এবং সবশেষ ৩০ অক্টোবর তৃতীয় ফ্লাইটে ৩১০ জনসহ মোট ৯২৮ জন বিপদগ্রস্ত বাংলাদেশিকে দেশে ফেরত পাঠানো সম্ভব হয়েছে৷

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, প্রত্যাবাসিত বাংলাদেশিদের সবাই স্বেচ্ছায় দেশে ফিরেছেন৷ দূতাবাসের উদ্যোগের কারণে অভিবাসীদের জেল ও জরিমানা মওকুফ করে নিরাপদে দেশে পাঠানো সম্ভব হয়েছে৷

লিবিয়ায় বাংলাদেশের রাষ্ট্রদূত মেজর জেনারেল আবুল হাসনাত মুহাম্মদ খায়রুল বাশার ত্রিপোলির অভ্যর্থনা কেন্দ্রে উপস্থিত হয়ে প্রত্যাবাসিত অভিবাসীদের বিদায় জানান৷ এ সময় দূতাবাসের প্রথম সচিব (শ্রম) মো. রাসেল মিয়াসহ অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন৷

প্রত্যাবাসিত বাংলাদেশিদের উদ্দেশে রাষ্ট্রদূত বলেন, ‘‘দেশে ফিরে নতুনভাবে জীবন শুরু করুন, পরিবারের পাশে থাকুন এবং স্থানীয় পর্যায়ে মানবপাচার ও অনিয়মিত অভিবাসন প্রতিরোধে সচেতনতা তৈরিতে ভূমিকা রাখুন৷''

তিনি আরো বলেন, ‘‘নিরাপদ অভিবাসনই টেকসই উন্নয়নের ভিত্তি৷ তাই ভবিষ্যতে যথাযথ প্রশিক্ষণ ও দক্ষতা অর্জনের মাধ্যমে বৈধ উপায়ে বিদেশে কর্মসংস্থানের চেষ্টা করা উচিত৷''

অভিবাসীদের দেশে ফিরে দালাল চক্রের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নেয়ারও আহ্বান জানান তিনি৷

দূতাবাস জানিয়েছে, লিবিয়ায় অবস্থানরত বাংলাদেশিদের মধ্যে যারা স্বেচ্ছায় দেশে ফিরতে আগ্রহী তাদের প্রত্যাবাসনে দীর্ঘদিন ধরে কাজ করে যাচ্ছে দূতাবাস৷ এজন্য লিবিয়া সরকার, আন্তর্জাতিক অভিবাসন সংস্থা (আইওএম) এবং সংশ্লিষ্ট অন্যান্য সংস্থার সঙ্গে ঘনিষ্ঠ সমন্বয়ে কাজ করছে দূতাবাস৷ এই প্রক্রিয়ার অংশ হিসেবে দূতাবাস অভিবাসীদের জন্য প্রয়োজনীয় কাগজপত্র তৈরি করা, বহির্গমন ছাড়পত্র এবং জেল-জরিমানা মওকুফে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করে আসছে৷

বর্তমানে লিবিয়া ত্রিপোলির তাজুরা ও বেনগাজীর গানফুদা ডিটেনশন সেন্টারে আটক বাংলাদেশিদের দ্রুত প্রত্যাবাসনের প্রচেষ্টা চালাচ্ছে দূতাবাস৷ছবি: Embassy of Bangladesh in Libya

দূতাবাস জানিয়েছে, ২০২৩ সালের জুন থেকে এখন পর্যন্ত মোট সাত হাজার ১৭১ জন বাংলাদেশিকে নিরাপদ ও মর্যাদাপূর্ণভাবে দেশে প্রত্যাবাসন করা হয়েছে৷ এছাড়াও বর্তমানে ত্রিপোলির তাজুরা ও বেনগাজীর গানফুদা ডিটেনশন সেন্টারে আটক বাংলাদেশিদের দ্রুত প্রত্যাবাসনের জন্য দূতাবাসের প্রচেষ্টা অব্যাহত রয়েছে৷

টিএম/এআই (লিবিয়ায় বাংলাদেশ দূতাবাস)

সৌদি আরবে নির্যাতনের সম্মুখীন এক বাংলাদেশি নারীর কথা

02:52

This browser does not support the video element.

প্রথম প্রকাশ: ৩১ অক্টোবর ২০২৫ ইনফোমাইগ্রেন্টস

অভিবাসী বিষয়ক সংবাদমাধ্যম ইনফোমাইগ্রেন্টস তিনটি প্রধান ইউরোপীয় সংবাদমাধ্যমের নেতৃত্বে একটি যৌথ প্লাটফর্ম৷ প্লাটফর্মটিতে রয়েছে জার্মানির আন্তর্জাতিক গণমাধ্যম ডয়চে ভেলে, ফ্রান্স মিডিয়া মোন্দ, এবং ইটালিয়ান সংবাদ সংস্থা আনসা৷ এই প্রকল্পের সহ-অর্থায়নে রয়েছে ইউরোপীয় ইউনিয়ন৷

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ