1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

লিবিয়া প্রবাসী বাংলাদেশিদের নিয়ে রওনা হচ্ছে বাংলাদেশ বিমান

১২ মার্চ ২০১১

বাংলাদেশিদের নিয়ে আসতে বাংলাদেশ বিমানের প্রথম ফ্লাইট ঢাকা রওনা হচ্ছে বলে জানিয়েছেন পররাষ্ট্র মন্ত্রী ডা. দীপু মনি৷

সীমান্তে এভাবেই আছেন বাংলাদেশিরাছবি: dapd

বিমানের এই ফ্লাইটের উদ্বোধন এবং লিবিয়া প্রবাসীদের ফিরিয়ে আনতে আরো কি করা যায় তা সরেজমিনে দেখতে আজ মিশর রওনা হয়ে গেছেন তিনি৷ বিমানবন্দরে তিনি জানান, লিবিয়ার ভিতরে যারা আটকে আছেন তাদেরও ফিরিয়ে আনার উদ্যোগ নেয়া হচ্ছে৷

লিবিয়ার সংঘাতময় পরিস্থিতির কারণে সেখান থেকে সীমান্ত এলাকায় চলে যাওয়া ১৩ হাজার বাংলাদেশিকে এরইমধ্যে দেশে ফিরিয়ে আনা হয়েছে৷ মিশর ও টিউনিশিয়া সীমান্তে এখনো ২০ হাজারেরও বেশি বাংলাদেশি নাগরিক দেশে ফেরার অপেক্ষায় আছেন৷ তাদের ফিরিয়ে আনতে আইওএম-এর পাশাপাশি বাংলাদেশ বিমানও কাল থেকে আলাদা ফ্লাইট চালু করছে৷

পররাষ্ট্র মন্ত্রী ডা. দীপু মনি জানান, ১৪ মার্চ থেকে ২২ মার্চের মধ্যে সীমান্তে অপেক্ষমান বাংলাদেশিদের বড় একটি অংশকে দেশে ফিরিয়ে আনা সম্ভব হবে৷ এজন্য শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্দর এবং বিমান বাহিনীর এয়ার বেজও ব্যবহার করা হবে৷

পররাষ্ট্র মন্ত্রী জানান, এখনো লিবিয়ার ভিতরে কম করে হলেও ৩০ হাজার বাংলাদেশি অবস্থান করছে৷ এখন পর্যন্ত যারা সীমান্তে চলে এসেছেন তাদেরই ফিরিয়ে আনা হচ্ছে৷ ভেতরে থাকা বাংলাদেশিরা যদি খুব সংকটে পড়েন তাদেরও ফিরিয়ে আনার চেষ্টা করা হবে৷

এদিকে আইওএম-এর উদ্যোগে লিবিয়া প্রবাসী বাংলাদেশিদের ফিরিয়ে আনা অব্যাহত আছে৷ আজও ফিরে এসেছেন ৫৪৭ জন৷

প্রতিবেদন: হারুন উর রশীদ স্বপন, ঢাকা

সম্পাদনা: সাগর সরওয়ার

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ