1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

লিভারপুলকে জিতিয়ে মোহাম্মদ সালাহর বাড়ি ফেরা

১৭ এপ্রিল ২০১৯

রোববার প্রিমিয়ার লিগের গুরুত্বপূর্ণ ম্যাচে চেলসির বিপক্ষে অসাধারণ এক গোল করেছেন মোহাম্মদ সালাহ৷ জিতেছে তাঁর দল লিভারপুলও ২-০ গোলে৷ তারপর কীভাবে বাড়ি ফিরছেন তিনি সেই ভিডিও ভাইরাল হলো টুইটারে৷ 

Liverpool's Mohamed Salah bejubelt seinen Treffer gegen den FC Chelsea
ছবি: picture-alliance/R. Vieira

১-০ গোলে এগিয়ে ছিল লিভারপুল৷ অসাধারণ আরেক গোল করে চেলসির বিপক্ষে সেই ব্যবধান বাড়িয়ে নেন মোহাম্মদ সালাহ৷ ম্যাচ শেষে তাঁর সেই গোলটিই হয়ে ওঠে ‘টক অব দি টাউন’৷ কিন্তু দলকে জিতিয়ে যেভাবে তিনি বাড়ি ফিরলেন, সেটিই এখন ভক্তদের জন্য আলোচনার বিষয়৷ ভাবছেন দামি কোনো গাড়িতে করে বাড়ি ফিরেছেন এই তারকা? মোটেও তা নয়৷ নিতান্তই সাধারণ মানুষের মতো ফুটপাত ধরে একটি বাইসাইকেল নিয়ে হেঁটে চলেছেন তিনি৷ এমনই একটি ভিডিও ছাড়া হয়েছে ইউটিউবে৷ গাড়ি থেকে মোবাইলে সেটি ধারণ করেছেন একজন৷ গাড়িটি তাঁর কাছাকাছি এগিয়ে আসতেই দেখা গেল মোহাম্মদ সালাহ জার্সি গায়েই এক হাতে মোবাইল দেখছেন আর অন্য হাতে সাইকেল ধরে ফুটপাত দিয়ে হেঁটে যাচ্ছেন৷ যিনি ভিডিও করছিলেন, তিনি ডাক দিতেই ফিরে তাকালেন সালাহ৷  হেসে হাত নাড়তে নাড়তেই তাঁর পথ ধরে এগিয়ে গেলেন৷  

বাইসাইকেল নিয়ে অ্যানফিল্ড থেকে বাড়ির পথে মো. সালাহ, এমন শিরোনাম দিয়ে ভিডিওটি ১৫ এপ্রিল টুইটারে পোস্ট কর হয়েছে৷ একদিনেই সেটি ২৩ লাখ বারের বেশি দেখা হয়েছে৷      

এফএস/এসিবি

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ