1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

লিভারপুল কিনে নিতে পারেন চীনা ব্যবসায়ী

৫ আগস্ট ২০১০

ইংলিশ ফুটবল ক্লাব লিভারপুলের মালিক বদল হচ্ছে, আর সেটি কিনে নেবার চেষ্টা করছেন চীনের এক বিজনেস টাইকুন৷ কয়েকজন সম্ভাব্য ক্রেতার মধ্যে চীনা ব্যবসায়ী কেনি হুয়াংও একজন৷

বিখ্যাত সেই লিভারপুল ক্লাবছবি: AP

হংকং ভিত্তিক বিনিয়োগ কোম্পানি কিউএসএল স্পোর্টস লিমিটেডের প্রধান হুয়াং লিভারপুল ফুটবল ক্লাবের দাম বলছেন ৩২৫ মিলিয়ন পাউন্ড৷ তবে ব্রিটেনের ‘দ্য টাইমস' সংবাদপত্র বলছে, ক্লাবের দাম হাঁকা হচ্ছে ৩০০ থেকে ৩৫০ মিলিয়ন পাউন্ড৷ পত্রিকাটি আরো জানিয়েছে, চীনের বিদেশি বিনিয়োগ শাখা ‘চায়না ইনভেস্টমেন্ট কর্পোরেশন (সিআইসি)' ব্যবসায়ী কেনি হুয়াং-এর হয়ে তহবিলের ব্যবস্থা করছে৷

লিভারপুলের কিন্তু কম সমর্থক নেই !ছবি: MIA

চীনের লিভারপুল ফুটবল ক্লাব কিনে নেয়ার চেষ্টা যদি সফল হয়, তাহলে ক্লাবের সিংহভাগের মালিকানা পাবে সিআইএস৷ ‘দ্য টাইমস' জানিয়েছে, একটি বড় স্টেডিয়াম নির্মাণ এবং ক্লাবটিকে এশিয়াতে জনপ্রিয় করে তোলার জন্যেও সিআইএস অর্থ ব্যয় করবে বলে আশা করা হচ্ছে৷ চীনের ক্রীড়া ক্ষেত্রে হুয়াং পরিচিত ব্যক্তিত্ব – বিশেষ করে বাস্কেটবল এবং বেসবলের ক্ষেত্রে৷ জানা গেছে, ২০০৮ সালে আরো একবার লিভারপুল ফুটবল ক্লাব কেনার চেষ্টা করেও পারেননি হুয়াং৷ কারণ সেই সময় ক্লাবের দাম ধার্য করা হয়েছিল ৬৫০ মিলিয়ন পাউন্ড৷

এদিকে লিভারপুল ক্লাব কেনার জন্যে কয়েকজন সম্ভাব্য ক্রেতা আবেদন করেছেন বলে মঙ্গলবার ঘোষণা করেছেন লিভারপুল ক্লাবের চেয়ারম্যান মার্টিন ব্রটন৷

প্রতিবেদন: ফাহমিদা সুলতানা

সম্পাদনা: সঞ্জীব বর্মন

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

বাংলাদেশ