1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

লিমনকে নিয়ে পুলিশের দৌড়ঝাঁপ থামালো হাইকোর্ট

৬ মে ২০১১

ব়্যাবের গুলিতে আহত লিমনকে নিয়ে পুলিশের ঢাকা-ঝালকাঠি-বরিশাল দৌড়ঝাঁপের ইতি ঘটতে চলেছে৷ হাইকোর্ট তাকে অর্ন্তবর্তীকালীন জামিন প্রদান করেছেন৷ ইউনূসকে অপসারণ সংক্রান্ত সুপ্রিম কোর্টে আপিল আবেদন খারিজ হয়ে গেছে৷

Rapid Action battalion (RAB) members, Foto: Harun Ur Rashid Swapan/DW, eingepflegt: Januar 2011, Zulieferer: Mohammad Zahidul Haque
ব়্যাবের সঙ্গে কথিত বন্দুকযুদ্ধে গুলিবিদ্ধ হয় লিমনছবি: DW/Harun Ur Rashid Swapan

গণমাধ্যমের মূল নজরে লাদেন, লিমন

বিন লাদেনকে হত্যার নানা দিক ঢাকার পত্রিকাগুলোতে গুরুত্ব সহকারে প্রকাশ হচ্ছে৷ তবে, এর বাইরে আলোচনায় লিমন৷ দৈনিক প্রথম আলো জানিয়েছে, ‘জামিন পেল লিমন'৷ ব়্যাবের গুলিতে বাম পা হারানো লিমনকে অর্ন্তবর্তীকালীন জামিন দিয়েছেন হাইকোর্ট৷ বর্তমানে লিমন বরিশাল মেডিক্যাল কলেজে চিকিৎসাধীন আছেন৷ তবে, সে ঢাকার হাসপাতালে ফিরে আসতে চায়৷ একই বিষয়ে দৈনিক সমকাল লিখেছে, ‘হাইকোর্টের রুল: বিচার বিভাগীয় তদন্ত কমিশন কেন নয়'৷ ব়্যাবের সঙ্গে কথিত বন্দুকযুদ্ধে লিমন গুলিবিদ্ধ হওয়ার ঘঠনার সুষ্ঠু তদন্ত দাবি করেছেন আইনজীবীরা৷ এছাড়া, সরকারি খরচে লিমনকে তার ইচ্ছা অনুযায়ী হাসপাতালে চিকিৎসার ব্যবস্থা করতে বলেছেন আদালত৷

ইউনূস-এর আইনি লড়াই

দৈনিক যুগান্তরসহ সকল পত্রিকায় এই খবরটি গুরত্ব সহকারে প্রকাশ করা হয়েছে৷ শিরোনাম, ‘ড. ইউনূস এর রিকল আবেদনও খারিজ'৷ বৃহস্পতিবার সুপ্রিম কোর্টের আপিল বিভাগ গ্রামীণ ব্যাংকের প্রতিষ্ঠাতা অধ্যাপক ইউনূস এর একটি আবেদন নাকচ করে দিয়েছেন৷ গত মার্চে গ্রামীণ ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক পদ থেকে ইউনূসকে অপসারণের নির্দেশ দেয় বাংলাদেশ ব্যাংক৷ এই নির্দেশের প্রতিবাদে আদালতে গিয়েছিলেন নোবেল জয়ী৷ তবে, বৃহস্পতিবার সুপ্রিম কোর্টের আপিল বিভাগে আইনি লড়াইয়ে কার্যত হারলেন তিনি৷ একই বিষয়ে বাংলানিউজ টোয়েন্টিফোর ডটকম এর শিরোনাম, ‘আইন বুঝতে আমাকে আবার বিশ্ববিদ্যালয়ে ভর্তি হতে হবে: বলেছেন ড. কামাল হোসেন'৷ এই আইনজীবী বলেন, হাইকোর্ট বিভাগের মতো আপিল বিভাগেও ড. ইউনূসকে সাংবিধানিক অধিকার থেকে বঞ্চিত করা হয়েছে৷

‘কাঠগড়ায় যুক্তরাষ্ট্র'

দৈনিক কালের কণ্ঠ লিখেছে, ‘কাঠগড়ায় যুক্তরাষ্ট্র: বিন লাদেন হত্যা মিশনের সব নথি প্রকাশ করতে যুক্তরাষ্ট্রের প্রতি আহ্বান জানিয়েছে জাতিসংঘ'৷ পত্রিকাটির দাবি, নিরস্ত্র অবস্থায় আল-কায়দা নেতা লাদেনকে গুলি করার বৈধতা নিয়ে বিশ্বজুড়ে শুরু হয়েছে জোর বিতর্ক৷ একই বিষয়ে দৈনিক ইত্তেফাক-এর শিরোনাম, ‘প্রথম গুলি খেয়ে ছোটাছুটি শুরু করেন লাদেন!' আন্তর্জাতিক গণমাধ্যমের বরাতে ইত্তেফাকের ভাষ্য হচ্ছে, লাদেনকে প্রথমে বুকে গুলি করা হয়৷ এরপর তার কপালে, বাম চোখের ঠিক উপরে দ্বিতীয় গুলি করে মার্কিন বাহিনী৷

গ্রন্থনা: আরাফাতুল ইসলাম

সম্পাদনা: ফাহমিদা সুলতানা

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য
স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ইউরোপ