1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

লিমন ও তাঁর পরিবারের সদস্যরা নতুন করে হুমকির মুখে

২১ আগস্ট ২০১২

ঈদের দিন বিকেলে ঝালোকাঠির রাজাপুর উপজেলায় নিজ গ্রামের বাড়িতে লিমন ও তাঁর মায়ের ওপর হামলা চালিয়েছে ব়্যাবের ‘সোর্স’ বলে পরিচিত ইব্রাহিম৷ এরপর লিমনের মা হেনোয়ারা বেগমকে হাসপাতালে ভর্তি করা হয়েছে৷

Mother of Limon at Razapur Sadar Hospital. She was wounded after the police has beaten her.
ছবি: DW

গত বছরের ২৩শে মার্চ ব়্যাবের কথিত ‘ক্রস ফায়ার'-এ রাজাপুরের সাতুরিয়া গ্রামের কলেজ ছাত্র লিমন হোসেন একটি পা হারান৷ পঙ্গু লিমন এরপর একটু নিরাপদে থাকতে তাঁর মাসহ পরিবারের সদস্যদের নিয়ে পাশের কাউখালী উপজেলায় বাসা ভাড়া করে বসবাস করছিলেন৷ ঈদের দিন তাঁরা সাতুরিয়ায় নিজ গ্রামের বাড়িতে আসেন৷ বিকেল আবার কাউখালী ফিরে যাওয়ার পথে, তাঁদের ওপর হামলা চালায় ব়্যাবের ‘সোর্স' ইব্রাহিম৷ যা ডয়চে ভেলেকে টেলিফোনে জানান লিমন৷

লিমনের মা হোনোয়ারা বেগম এখন রাজাপুর সদর হাসপাতালে চিকিৎসাধীন আছেন৷ তিনি জানান, তাঁর মাথায় প্রচণ্ড আঘাত করা হয়েছে৷ তিনি অভিযোগ করেন, ব়্যাবের ‘সোর্স' ইব্রাহিম তাঁর আরেকটি ছেলেকেও পঙ্গু করার হুমকি দিয়েছে৷

ব়্যাবের বিরুদ্ধে মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ উঠছেছবি: picture-alliance/dpa

গত বছর লিমনের পায়ে গুলি করার পর, ব়্যাব তাঁর বিরুদ্ধে দু'টি মামলা করছিল৷ এরপর লিমনের মা ব়্যাবের বিরুদ্ধে একটি মামলা করেন৷ দেশব্যাপী প্রতিবাদের ঝড় ওঠার পরও পুলিশ লিমনের বিরুদ্ধে ব়্যাবের দু'টি মামলাই দ্রুত চার্জশিট দেয়৷ আর ব়্যাবের বিরুদ্ধে লিমনের মায়ের মামলায় গত সপ্তাহে দেওয়া হয়েছে চূড়ান্ত রিপোর্ট৷ মানে, লিমনের মায়ের কোনো অভিযোগের নাকি সত্যতা পায়নি পুলিশ৷ আইন ও শালিস কেন্দ্রের পরিচালক মানবাধিকার নেতা নূর খান ডয়চে ভেলেকে জানান, রাষ্ট্রযন্ত্র লিমনের ব্যাপারে ন্যায় আচরণ না করায় তাঁদের জন্য একটি স্থায়ী নিরাপত্তাহীনতার অবস্থা তৈরি হয়েছে৷

রাজাপুর থানা পুলিশ এখনও ব়্যাবের ‘সোর্স' ইব্রাহিমের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেয়নি৷ পুলিশ বলছে, তারা লিমন ও তাঁর মায়ের ওপর হামলার ঘটনা তদন্ত করে দেখছে৷

প্রতিবেদন: হারুন উর রশীদ স্বপন, ঢাকা

সম্পাদনা: দেবারতি গুহ

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ