1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

লিম্ফোডিমা

গুডরুন হাইসে/আরবি১৯ ফেব্রুয়ারি ২০১৪

লিম্ফোডিমা একরকম অসুখ৷ এ রোগটি হলে পা ও হাত তিনগুণ বা তার চেয়েও বেশি ফুলে যায়৷ বেশি খাওয়া-দাওয়া কিংবা খেলাধুলা কম করাই এর কারণ নয়৷ এর পেছনে কঠিন কোনো অসুখও কিন্তু থেকে থাকতে পারে৷

Lymphodem Elephantiasis
ছবি: SAM YEH/AFP/Getty Images

মেয়েরাই বেশি আক্রান্ত হয়

লিম্ফোডিমায় আক্রান্তরা প্রায়ই নেতিবাচক ধারণার সম্মুখীন হয়৷ বেশিরভাগ ক্ষেত্রে মেয়েরাই এই রোগটিতে আক্রান্ত হয়৷ এতে দেখা যায় দেহের ওপরের অংশটি হয়ত স্বাভাবিক কিংবা হালাকা পাতলা৷ কিন্তু নীচের অংশ অস্বাভাবিক স্থূল৷ এক্ষেত্রে শরীরের লিম্ফ-সিস্টেম ভারসাম্য হারিয়ে ফেলে৷ টিস্যুর তরল পদার্থ ঠিকমতো প্রবাহিত হতে পারে না৷ শরীরের কোষে জমা হতে থাকে৷ লসিকা গ্রন্থি তাদের কাজকর্ম সঠিকভাবে করতে পারে না৷

‘‘এটা হলো শরীরের জলনির্গমন পদ্ধতি এবং ইমিউন সিস্টেম একে ব্যবহার করে'', বলেন জার্মানির হামবুর্গের ব্যার্নহার্ড নখট ইন্সটিটিউটের ব্যার্নহার্ড ফ্লাইশার৷

অন্য অসুখ বা দুর্ঘটনাও দায়ী

বেশিরভাগ লিম্ফোডিমা রোগীর অসুখটা অন্য কোনো অসুখ বিসুখ বা দুর্ঘটনার কারণে হয়ে থাকে৷ যেমন স্তন ক্যানসারের অপারেশন হওয়ার পর লসিকা নালী ক্ষতিগ্রস্ত হলে, কিংবা রেডিয়েশন দেওয়া হলে বা কারো স্ট্রোক হলেও লিম্ফোডিমা দেখা দিতে পারে৷ রোগটির চিকিৎসায় বিশেষ ধরনের ফিজিও থেরাপির মাধ্যমে ক্ষতিগ্রস্থ স্থানে ম্যাসেজ দেওয়া হয়, যাতে তা উদ্দীপিত হয়৷ এই কাজটা নিয়মিত করতে হয়৷ কারণ রোগটা ক্রনিক৷ এছাড়া বিশেষ ধরনের আঁটসাঁট মোজাও রোগীদের নিত্যদিনের সঙ্গী হয়৷ তা তিনি যে বয়সেরই হন না কেন৷

আনুমানিক ৮৩ দেশের ১২০ মিলিয়ন মানুষ এই সংক্রমণের শিকারছবি: GlaxoSmithKline

শৈশবেও রোগটি হতে পারে

প্রাপ্তবয়স্কদের ক্ষেত্রে সাধারণত অসুখ-বিসুখ বা দুর্ঘটনা থেকে এই রোগটি হয়৷ কিন্তু বংশগত কারণে শৈশবেও এই অসুখটা হতে পারে৷ এক্ষেত্রেও মেয়েরাই আক্রান্ত হয় বেশি৷ তারা শুধু শারীরিক নয় মানসিক দিক দিয়েও পর্যুদস্ত হয়ে যায়৷ বিশেষ করে বয়ঃসন্ধিকালে, যখন বন্ধু-বান্ধবরা আঁটসাঁট প্যান্ট ও ফ্রক পরেন৷ মোটা উরু ও ভারি মোজার কারণে সমবয়সিদের হাসি-ঠাট্টার খোরাক হতে হয় তাদের৷ অনেকে মনে করেন অতিরিক্ত খাওয়া দাওয়া ও কম চলাফেরার কারণেই সম্ভবত তাদের এই অবস্থা৷ তবে খেলাধুলা রোগের লক্ষণ কিছুটা কমাতে পারলেও স্থায়ীভাবে ভাল করতে পারে না৷

লিম্ফোডিমার তিনটি স্তর রয়েছে, সবচেয়ে খারাপ হলো শ্লীপদ৷ নাম থেকেই বোঝা যায় হাতির মতো পদ বা পা৷

মশার কামড়েও হতে পারে

এশিয়া, আফ্রিকা, ও দক্ষিণ অ্যামেরিকার কিছু দেশে বহু মানুষ লসিকানালীর গোদ বা লিম্ফ্যাটিক ফিলারিয়াসিস-এ আক্রান্ত হয়৷ এই রোগেও লসিকা গ্রন্থি বন্ধ হয়ে যায়৷ তবে এটি একটি সংক্রামক রোগ৷ এক ধরনের মশা দ্বারা সংক্রমিত হয় এটি৷ মশার কামড়ের ফলে লার্ভটি লসিকা সিস্টেমে ঢুকে পড়ে৷ ধীরে ধীরে সেটি বড় আকারের কীটে পরিণত হয়৷ আলট্রাসনোগ্রামের মাধ্যমে তা দেখাও যায়৷

আনুমানিক ৮৩ দেশের ১২০ মিলিয়ন মানুষ এই সংক্রমণের শিকার৷ অনেক দেশে এক্ষেত্রে চিকিৎসাব্যবস্থা পর্যাপ্ত নয়৷ এর ফলে শুরুতেই রোগটিকে দমন করা সম্ভব হয় না৷ আর অসুখটি বেড়ে গেলে এটিকে আয়ত্তে আনা সহজ নয়৷

এ ব্যাপারে চলছে গবেষণা

এক্ষেত্রে কিছু গবেষণা হচ্ছে৷ ট্রপিক্যাল মেডিসিন সংক্রান্ত ব্যার্নহার্ড ইন্সটিটিউটেও এ ব্যাপারে গবেষণা চলছে৷ ‘‘আমরা লক্ষ্য করেছি, এই কীটগুলির ভেতরে এক ধরনের ব্যাকটেরিয়া থাকে৷ যা কীটটির বেঁচে থাকার জন্য জরুরি৷ অ্যান্টিবায়োটিক দিয়ে এই ব্যাকটেরিয়াকে ধ্বংস করা যায়৷ সাথে সাথে কীটও মরে যায়'', বলেন ব্যার্নহার্ড ফ্লাইশার৷

তবে এই চিকিত্সা বাচ্চা বয়সেই করা প্রয়োজন৷ কিন্তু যেসব অঞ্চলে এই রোগের প্রকোপ বেশি, সেখানে কাজটি একেবারেই সহজ নয়৷

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য
স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ